আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদি পেসার মহম্মদ সিরাজের আগুনে স্পেলে ইংল্যান্ড কুপোকাত। বিদেশের মাটিতে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এআইএমআইএম-এর প্রধান  আসাদউদ্দিন ওয়াইসি পুরোদস্তুর হায়দরাবাদি স্টাইলে মহম্মদ সিরাজ ও ভারতের প্রশংসা করলেন। 

সোশ্যাল মিডিয়ায় ওয়াইসি ওভাল টেস্টের নায়ক সিরাজ সম্পর্কে লেখেন, ''অলওয়েজ এ উইনার। হায়দরাবাদে আমরা বলে থাকি পুরা খোল দিয়ে পাশা।'' 

এর অর্থ সবার উপরে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সিরাজের ঝুলিতে পাঁচ-পাঁচটা উইকেট। ম্যাচের সেরাও তিনি। ওভাল টেস্টে হায়দরাবাদি পেসার নেন ন'টি উইকেট। 

মহম্মদ সিরাজের বড় ভক্ত ওয়াইসি। বহুবার তিনি খুল্লমখুল্লা ভারতীয় তারকার প্রশংসায় মেতে উঠেছেন। ওভালে ভারত অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিয়েছে। পিছিয়ে থাকা ভারত ওভাল টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে। 

আরও পড়ুন: 'গাব্বার থেকেও বড়,' ওভাল জয়ের পর বিরাট সার্টিফিকেট কিংবদন্তির

চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচ ফেলেছিলেন সিরাজ। সমালোচনা ধেয়ে এসেছিল তাঁর দিকে। প্রাক্তনদের তীব্র সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছিলেন সিরাজ। সেই সিরাজ এদিন প্রায়শ্চিত্ত করলেন। ক্রিকেট বারবার সুযোগ দেয় না। এক বলের খেলা ক্রিকেট। সেখানে ক্রিকেট আরও একটা সুযোগ দিয়েছিল সিরাজকে। হায়দরাবাদি তারকা সেই সুযোগ দু'হাতে লুফে নেন। ওভালে নিজেকে নিংড়ে দিলেন। তিরিশ ওভার হাত ঘুরিয়ে পাঁচ-পাঁচটি উইকেট নিলেন। পঞ্চম দিনের শুরুতে উইকেট নিয়ে ইংল্যান্ডের সাজঘরে জোরালো ধাক্কা দিয়েছিলেন  তিনি। ইংল্যান্ডের শেষটাও হল তাঁরই হাতে।

?ref_src=twsrc%5Etfw">August 4, 2025

ওভালে জেতার জন্য ৩৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল চার-চারটি উইকেট। ভারতের সুযোগ কম। বরং ইংল্যান্ড অ্যাডভান্টেজে বললেও অত্যুক্তি করা হবে না। কিন্তু মহম্মদ সিরাজ অন্যকিছু হয়তো ভেবে রেখেছিলেন। দিনটা তাঁর। ওভাল টেস্টে লেখা থাকবে তাঁর নাম। প্রসিদ্ধ কৃষ্ণা শুরুতেই রান দিয়ে দিলেন একগাদা। চাপ বাড়ল ভারতের উপরে। সিরাজ বল হাতে প্রথমে ফেরালেন স্মিথকে। তার পরে ওভারটন। অন্যদিকে মরিয়া হয়ে উঠেছেন অ্যাটকিনসন। তিনি মারমুখী। কৃষ্ণর ইয়র্কারে উইকেট ভাঙল টংয়ের। অ্যাটকিনসনের উইকেট ভেঙে ব্রিটিশ-ভূমে নতুন এক রূপকথা লিখলেন সিরাজ। ম্যাচের পর তিনি জানালেন, ''নিজের উপরে বিশ্বাস ছিল, ঘুম থেকে উঠে ভেবেছি ম্যাচ নিয়ে। আমার ফোনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ‘বিলিভ’ লেখা একটা ওয়ালপেপার রয়েছে। সেটাই আমাকে বিশ্বাস জুগিয়েছে। চেষ্টা করে গিয়েছি, ঠিক জায়গায় বলটা রেখে যাওয়ার। তাতেই কাজ হয়েছে।'' প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ফেরানোর পরে রোনাল্ডোর মতো সি-উ-উ সেলিব্রেশন করতে দেখা যায় সিরাজকে। সেই সিরাজের জন্য প্রশংসায় কার্পণ্য করলেন না ওয়াইসি। 

আরও পড়ুন: ওভালে জনগণমন, সিরাজ ম্যাজিকে নাটকীয় টেস্টে ইংরেজ বধ ভারতের