আজকাল ওয়েবডেস্ক: বিধায়ক, মন্ত্রী। বিধানসভায় বসে মগ্ন হয়ে রামি খেলছেন। দিনকয়েক আগেই সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তুমুল বিতর্কও হয়েছিল। বিতর্ক আর দলের অন্দরে ওঠা গুঞ্জনে মানিকরাওকে কৃষিমন্ত্রী পদ থেকে সরিয়েছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু তারপর? কৃষিমন্ত্রক মানিকরাওয়ের হাত থেকে নিয়ে, তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ক্রীড়ামন্ত্রক সঙ্গে যুব কল্যাণ মন্ত্রক। বিধানসভায় লুকিয়ে রামি খেলতে গিয়ে ধরা পড়ার পর, গোটা রাজ্যের খেলার ভারই তাঁকে দিয়ে দিল সরকার। মানিকরাওয়ের জায়গায় মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী হলেন, অজিত গোষ্ঠীর এনসিপি মন্ত্রী দত্তাত্রেও ভারনে। মানিকরাও নিজেও অজিত গোষ্ঠীর এনসিপির বিধায়ক।
মানিকরাওয়ের অনলাইন রামি সার্কেল খেলার ভিডিও ছড়িয়ে পড়ে জুলাইয়ের শেষ নাগাদ। অতিবৃষ্টি, অনাবৃষ্টিতে জেরবার মহারাষ্ট্রের কৃষকরা। তাঁদের নাভিশ্বাস তোলার জোগাড়, তখন কৃষিমন্ত্রী নিশ্চিন্তে বিধানসভায় অধিবেশন চলাকালীন বসে রামি সার্কেল খেলছিলেন।

সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত ভিডিও-টি শেয়ার করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-র (শরদ পাওয়ার) নেতা রোহিত পাওয়ার। বিধানসভায় বসে মন্ত্রীর অনলাইনে গেম খেলার ঘটনায় তিনি মন্ত্রী এবং সরকারকে বেজায় আক্রমণ করেছিলেন। রোহিত আবার ন্যাশনাল কংগ্রেস পার্টি (শরদ পাওয়ার) প্রধান শরদ পাওয়ারের নাতি।
আরও পড়ুন: "ভারতের নাগরিকরা গোটা দেশের অধিকার রাখে, শুধু আঞ্চলিক নয়": শান্তিনিকেতনে গর্জে উঠলেন অমর্ত্য সেন
ভাইরাল ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে রোহিত পাওয়ার লিখেছিলেন, ‘রাজ্যে কৃষি সমস্যা বাড়ছে, প্রতিদিন প্রায় আটজন কৃষক আত্মহত্যা করার করছেন। এরপরও ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী গোষ্ঠী বিজেপির সঙ্গে পরামর্শ ছাড়া কিছুই করতে পারে না। রাজ্যের কৃষিমন্ত্রীরও আর কিছু করার নেই, কিন্তু তাঁর মনে হচ্ছে রামি খেলার সময় আছে। এই বিপথগামী মন্ত্রীরা এবং সরকার কি কখনও ফসল বীমা, ঋণ মকুব এবং মূল্য সহায়তার দাবিতে কৃষকদের মরিয়া আবেদন শুনবে? মাঝে মাঝে দরিদ্র কৃষকদের জমিতে এসো, মহারাজ?’
এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলেও এই ঘটনার জন্য মন্ত্রী মানিকরাও কোকাটের পদত্যাগ দাবি করেছিলেন। সুপ্রিয়া সুলের দাবি ছিল, সরকার যখন দাবি করছে যে- পরিবার ধ্বংসের জন্য অনলাইন গেম বন্ধ করছে, তখন রাজ্যের একজন মন্ত্রী বিধানসভার অধিবেশনের সময়ে নিজের আসনে বসে রামি খেলতে ব্যস্ত।
Amid mounting farmer distress in Maharashtra due to unseasonal rains, Agriculture Minister Manikrao Kokate has sparked fresh outrage — this time for allegedly playing a mobile card game during a state legislature session.
— Mid Day (@mid_day)
The viral video shared by MLA Rohit Pawar drew sharp… pic.twitter.com/Bpe44LE8oUTweet by @mid_day
সুপ্রিয়া আরও আক্রমণ শানিয়ে বলেছিলেন, ‘মহারাষ্ট্রের কৃষিমন্ত্রীর একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যখন সংসদ অধিবেশন চলছিল এবং বিতর্ক হচ্ছিল, তখন মন্ত্রী তাঁর মোবাইলে রামি খেলছিলেন... তিন মাসে ৭৫০ জন কৃষক আত্মহত্যা করেছেন এবং মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী এই গেম খেলছেন। এই নোংরা কাজের জন্য তার পদত্যাগ করা উচিত, অন্যথায়, মুখ্যমন্ত্রীর তাঁকে অপসারণ করা উচিত।‘ মহারাষ্ট্র বিধানসভার বিরোধীদলীয় নেতা আম্বাদাস দানভেও মন্ত্রীর ব্যাপক সমালোচনা করেছিল। কেবল বিরোধী নেতা নেত্রীদের মধ্যে নয়, এই বিষয়ে সরকারের শরিক দলগুলির মধ্যেও ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। তারপরেই সামনে এল ক্ষমতা হস্তান্তরের এই সিদ্ধান্ত। সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-অজিত পাওয়ারের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
