আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টে ঋষভ পন্থ চোট পাওয়ায় ক্রিকেটের নিয়ম নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করল আইসিসি। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময় পায়ের হাড় ভেঙেছে পন্থের। তিনি খেলবেন কি না তা নিয়ে সংশয় ছিল। ভাঙা পায়েই ব্যাট করেন পন্থ। কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, যে খেলতে সমস্যা হচ্ছে তাঁর। উইকেটকিপিংও করতে পারবেন না পন্থ। এই চোটের পর পরিবর্ত ক্রিকেটারের নিয়মে বদল করার কথা ভাবছে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
এটা ঘটনা, আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় চোট লাগলে তবেই কনকাসন পরিবর্ত নেওয়া যায়। সে ক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার ব্যাট, বল সব করতে পারবেন। কিন্তু অন্য কোথাও চোট লাগলে পরিবর্ত ক্রিকেটার ফিল্ডিং করলেও ব্যাট, বল করতে পারেন না। সেই নিয়মেই বদল হতে পারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বড় চোটের ক্ষেত্রেও এবার পরিবর্ত ক্রিকেটার ব্যাট, বল করতে পারবেন।
আরও পড়ুন: সত্যিই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কলকাতা লিগে হেরেই চলেছে সাদা–কালো ব্রিগেড
রিপোর্টে বলা হয়েছে, ‘যদি কারও মাথা ছাড়া শরীরের অন্য কোথাও বড় চোট লাগে তা হলেও পরিবর্ত নেওয়া যাবে। সেই ক্রিকেটার ব্যাট, বল করতে পারবেন। সেই বিষয়ে আলোচনা চলছে। আইসিসি–র ক্রিকেট কমিটির পরবর্তী বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।’
আপাতত ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম চালু হতে চলেছে। চলতি বছর অক্টোবর মাস থেকে ছ’মাসের জন্য ট্রায়াল পদ্ধতিতে তা হবে। আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘মাঠে খেলার সময় বা খেলার আগে অনুশীলনে যদি কোনও ক্রিকেটার চোট পান, তা হলে তাঁর পরিবর্ত খেলানো যাবে। তিনি ব্যাট, বল করতে পারবেন।’ ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম চালু করে আইসিসি দেখে নিতে চাইছে যে তা কতটা সফল হচ্ছে। বা কোনও দল তা কাজে লাগিয়ে বাড়তি সুবিধা নিতে চাইছে কি না তা–ও খতিয়ে দেখবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
এদিকে পরিবর্তের নিয়মে বদলের ডাক দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকারও। তিনি বলেন, ‘পন্থের চোট গুরুতর। এই পরিস্থিতিতে পরিবর্ত ক্রিকেটার নামানোর নিয়ম করা উচিত। এখন আইসিসি–র ক্রিকেট কমিটিতে সৌরভ গাঙ্গুলি, চেয়ারম্যান জয় শাহ ও সিইও সংযোগ গুপ্ত রয়েছেন। তাঁরা যদি নিয়ম বদলান তা হলে অনেকে বলবে ভারতীয় বলে নিয়ম বদলেছে। আমি চাই অন্য একটা কমিটি করা হোক। সেখানে ফিজিও, চিকিৎসকরাও থাকুন। তাঁরা সিদ্ধান্ত নিন।’ এখন দেখার আইসিসি–র ক্রিকেট কমিটির পরের বৈঠকে এই বিষয়ে কোনও আলোচনা হয় কি না।
এটা ঘটনা ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ৩৭ রানে ব্যাট করছিলেন পন্থ। ভালই খেলছিলেন। ক্রিস ওকসের ডেলিভারিটা সুইপ করতে গিয়েছিলেন পন্থ। কিন্তু বলটি ফস্কান। বলটি গিয়ে হিট করে সোজা পন্থের বুটে। যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। মাঠে চলে আসেন ফিজিও। শুয়ে পড়েন পন্থ। দাঁড়িয়ে থাকতে আর পারছিলেন না তিনি। শেষমেশ অ্যাম্বুল্যান্স ডাকতে হয় মাঠে। পন্থ সেই অ্যাম্বুল্যান্সে চেপে বেরিয়ে যান।
