আজকাল ওয়েবডেস্ক: প্রথম দিন ছিল বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু হয়নি। সারা দিনে খেলা হয়েছে ৮৩ ওভার। ভারত তুলেছে ২৬৪/৪।
ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টি ভোগাবে? প্রথম দিন বৃষ্টি না হলেও আকাশ ছিল মেঘলা। আকুওয়েদারের রিপোর্ট বলছে, বৃহস্পতিবার খেলার দ্বিতীয় বেশিরভাগ সময়েই আকাশে দেখা মিলবে রোদের। তবে শেষ সেশনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রথমে অবশ্য আকুওয়েদারের রিপোর্টে জানা গিয়েছিল, ম্যাঞ্চেস্টার টেস্টের পাঁচ দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ম্যাচের পাঁচ দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বলা হয়েছিল রিপোর্টে।
প্রথমে আকুওয়েদারের রিপোর্টে বলা হয়েছিল ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনই ভালরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে গোটা দিনের ম্যাচ ভেস্তে যাওয়ার। কিন্তু তা একেবারেই হয়নি।
আকুওয়েদারের রিপোর্ট জানিয়েছিল, বুধবার ১৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে। আর সময় যত গড়াবে বৃষ্টির পরিমাণও নাকি ততই বাড়বে। দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা ছিল ৬৫ শতাংশ। সারা দিনে ১.২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা ছিল ম্যাঞ্চেস্টারে। কিন্তু মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হয়নি।
আকুওয়েদারের রিপোর্টে আরও বলা হয়েছিল, বৃহস্পতিবার দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় ৮৪ শতাংশ। তবে শুক্রবার, শনিবার এমনকী শেষ দিন অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তার মধ্যে শুক্রবার তৃতীয় দিনই একমাত্র সারা দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই রিপোর্টে দাবি করা হয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, দ্বিতীয় দিন ম্যাঞ্চেস্টারের আকাশে রোদের দেখা মিলবে। শেষ সেশনে থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: সিরিজ থেকেই ছিটকে গেলেন পন্থ! জানিয়ে দিলেন এই ইংরেজ ক্রিকেটার
এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম দিনের শেষে ভারত তুলেছে ২৬৪/৪। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১৯) ও শার্দূল ঠাকুর (১৯)।
ভারতের দুই ওপেনার যশস্বী জয়েসওয়াল ও লোকেশ রাহুল ভারতকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেওয়ার কাজটা করেন। দলীয় রান যখন ৯৪, তখন লোকেশ রাহুল ফেরেন ব্যক্তিগত ৪৬ রানে। যশস্বী অর্ধশতরান করে ফেরেন ৫৮ রানে। সাই সুদর্শন ভাল খেলছিলেন। কিন্তু ৬১ করার পর স্টোকসের বল লেগ সাইডে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে ক্যাচ আউট হন। বলা ভাল উইকেট ছুঁড়ে দিয়ে আসা। অধিনায়ক গিল (১২) রান পাননি। ইংরেজ বোলারদের মধ্যে স্টোকস পেয়েছেন দুই উইকেট।
তবে প্রথম দিনের খেলার সবচেয়ে বড় ঘটনা ঋষভ পন্থের চোট। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ৩৭ রানে ব্যাট করছিলেন পন্থ। ভালই খেলছিলেন। ক্রিস ওকসের ডেলিভারিটা সুইপ করতে গিয়েছিলেন পন্থ। কিন্তু বলটি ফস্কান। বলটি গিয়ে হিট করে সোজা পন্থের বুটে। যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। মাঠে চলে আসেন ফিজিও। শুয়ে পড়েন পন্থ। দাঁড়িয়ে থাকতে আর পারছিলেন না তিনি। শেষমেশ অ্যাম্বুল্যান্স ডাকতে হয় মাঠে। পন্থ সেই অ্যাম্বুল্যান্সে চেপে বেরিয়ে যান।
সোজা নিয়ে যাওয়া হয় মেডিক্যাল সেন্টারে। সেখানে চোটের জায়গায় স্ক্যান করা হয়। রিপোর্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে টিম ইন্ডিয়া। খেলা শেষে মেডিক্যাল সেন্টারে গিয়ে পন্থকে দেখেন আসেন অধিনায়ক শুভমন গিল।
