আজকাল ওয়েবডেস্ক: আবারও দুষ্কৃতীদের তাণ্ডব উত্তরবঙ্গের শিলিগুড়ি। এবার তাদের টার্গেট এটিএম। রাতের অন্ধকারে এটিএম লুট করে, লক্ষ লক্ষ টাকা নিয়ে পালাল তারা। এরপরই আগুন ধরে যায় ওই এটিএম মেশিনের। সেই ধোঁয়া দেখেই ছুটে এসেছিল পুলিশ। দুষ্কৃতীদের গাড়ি দেখে তাড়াও করে। কিন্তু শেষমেশ আর ধরা যায়নি। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে দুষ্কৃতীদের দল। তবে হাল ছাড়েনি পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাতে একাধিক জেলার থানাকে সতর্ক করা হয়েছে। ঘটনাটি ঘিরে শোরগোল গোটা এলাকায়। 

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের লোকনাথ বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুট। রাত তিনটে নাগাদ একটি টাটা সুমো করে দুষ্কৃতীরা এসে ওই এটিএম-এর মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে সর্বস্ব নিয়ে পালায়। এরপর আগুন ধরে যায় এটিএমে। 

অপারেশন করে বেরোনোর সময় আশিঘর আউটপোষ্টের পুলিশ ভ্যানের নজরে পড়ে যায় ওই টাটা সুমো। এরপর পুলিশের সেই জিপে করে দুষ্কৃতীদের তাড়া করে তারা।শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস হয়ে, আসিঘর মোড় হয়ে, ঘোগোমালি হয়ে দ্রুতগতিতে ছুটতে থাকে টাটা সুমোটি।একটু তাড়া করলেও পুলিশের পুরনো জিপ আর দুষ্কৃতীদের ধরতে পারেনি। 

আশিঘর আউট পোস্টের পুলিশ তড়িঘড়ি সমস্ত থানাকে সতর্ক করে। ওই এটিএম গ্যাস কাটার দিয়ে কাটার সময় আগুন লেগে যায়। পুলিশ তড়িঘড়ি খবর দেয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে ছুটে আসে ডাব গ্রাম ফুলবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসেন আইসি ভক্তিনগর এবং ডিসিপি ইস্ট রাকেশ সিং। 

আরও পড়ুন: সোনায় এত বড় চমক! ২২ ক্যারাটের দরে কতটা বদল হল? দেখে নিন একনজরে

ব্যাঙ্কের এক কর্মীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশের অনুমান প্রায় কুড়ি লক্ষ টাকা লুট হয়েছে। তবে এখনও পর্যন্ত ব্যাঙ্ক বিষয়টি নিয়ে পুলিশকে কিছু জানায়নি। এটিএম-এর পাশে একটি ফাঁকা জায়গায় টাটা সুমো দাঁড় করিয়ে এই অপারেশন চালানো হয়। পুরো অপারেশনটি যাতে সিসিটিভির মধ্যে না আসে, সেই কারণে সিসিটিভিতে স্প্রে করে দিয়েছিল দুষ্কৃতীরা। 

ঘটনার খবর পাওয়ার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানাকে সতর্ক করার পাশাপাশি জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর জেলা পুলিশকে সতর্ক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ট্যাক্সি নম্বরের একটি টাকা সুমো করে এই অপারেশন চালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে টাটা সুমোটি সাদা রংয়ের। 

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট রাকেশ সিং বলেছেন, দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে। পুলিশ তাড়া করেছিল। আসিঘর আউটপোস্ট থেকে এক কিলোমিটারের মধ্যে এই এটিএম লুটের ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। 

গত ১৮ জুন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা এলাকায় একটি এটিএম লুটের ঘটনা ঘটে।লুট হয় ১১ লক্ষ টাকা। ২২ তারিখ শিলিগুড়ির বিধান জুয়েলারিতে লুটের ঘটনা ঘটে। লুট হয় ২২ কোটি টাকার সোনার গয়না। তার আগে ১৩ তারিখ ময়নাগুড়িতে ৫৪ লক্ষ টাকা এটিএম লুটের ঘটনা ঘটে। এবার আবার টার্গেট শিলিগুড়ি। উত্তরবঙ্গে পরপর দুষ্কৃতীদের তাণ্ডব ও লুটপাঠের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।