আজকাল ওয়েবডেস্ক: যদি সিনিয়র সিটিজেনরা নিজেদের বাকি জীবন সুরক্ষিত করতে চান তাহলে তারা এই ধরণের প্রকল্পে নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। এখানে বিনিয়োগ করার পর সেখান থেকে পেতে পারেন ৮ শতাংশের বেশি সুদ।


উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক ৩ বছরে সুদ দেবে ৮.৫ শতাংশ। এখানে বিনিয়োগ করলে সেখান থেকে ভাল টাকা পেতে পারেন। জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক ৩ বছরে সুদ দেবে ৮.২৫ শতাংশ হারে সুদ। ফলে সেখান থেকেও আপনি ভাল টাকা পেতে পারেন। স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক ৩ বছরে সুদ দেবে ৮.২৫ শতাংশ। ফলে এখান থেকেও আপনি ভাল টাকা সুদ হিসেবে পেতে পারেন। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক তিন বছরে সুদ দেবে ৮.১৫ শতাংশ। ফলে এখান থেকেও আপনি বিনিয়োগ করতে পারবেন।


সিনিয়র সিটিজেনরা বরাবর ব্যাঙ্ক থেকে ভাল সুদ পেয়ে থাকেন। সেখান থেকে দেখলে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলি ভাল সুদ দেয়। তবে সেদিক থেকে যদি আপনি তুলনা করেন তাহলে দেশের এই ছোটো ব্যাঙ্কগুলিও ভাল সুদের হার দিতে পারে।


প্রবীণ নাগরিকদের জন্য ২ বছরের এফডি-তে সুদের হার-
বন্ধন ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ২ বছরের এফডি-তে সর্বোচ্চ ৭.৯ শতাংশ সুদের হার দিচ্ছে। আপনি যদি এই এফডি-তে ১০ হাজার বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে বিনিয়োগকারী ১১,৬৯৩ টাকা পাবেন। অন্যান্য ব্যাঙ্কগুলিও ভাল সুদ দিচ্ছে। 
এফডি-তে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৭.৮ শতাংশ সুদ দিচ্ছে। আরবিএল ব্য়াঙ্ক ৭.৬ শতাংশ সুদ দিচ্ছে। জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্ক উভয়ই ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে।


প্রবীণ নাগরিকদের জন্য ৩ বছরের এফডিতে সুদের হার-
ইয়েস ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৩ বছরের স্থায়ী আমানতের উপর সর্বোচ্চ ৭.৯ শতাংশ সুদ দিচ্ছে। আপনি যদি ১০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়দ শেষে আপনি ১২,৬২৬ টাকা পাবেন। বন্ধন ব্যাঙ্ক ৭.৮ শতাংশ দিচ্ছে। আরবিএল ব্যাঙ্ক ৭.৬ শতাংশ দিচ্ছে। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৭.৫ শতাংশ দিচ্ছে। ডিসিবি ব্যাঙ্ক ৩ বছরের স্থায়ী আমানতের উপর ৭.৩ শতাংশ দিচ্ছে।


প্রবীণ নাগরিকদের জন্য ৫ বছরের এফডিতে সুদের হার-
আরবিএল ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৫ বছরের স্থায়ী আমানতের উপর সর্বোচ্চ ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। আপনি যদি এই স্থায়ী আমানতে ১০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষ হওয়ার পর আপনি ১৪,৪৯৯ টাকা পাবেন। ইয়েস ব্যাঙ্কও ৭.৫ শতাংশ দিচ্ছে। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৭.৪ শতাংশ দিচ্ছে। পিএনবি এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ৭.৩ শতাংশ সুদ দিচ্ছে।

আরও পড়ুন: চিনির বিকল্প হিসেবে ভুলেও খাবেন না এই খাবার, তাহলেই মৃত্যু নিশ্চিত


প্রবীণ নাগরিকদের জন্য এফডি সুদের সহজ সারসংক্ষেপ-
বন্ধন ব্যাঙ্ক ১ বছরের এফডিতে ৭.৮ শতাংশ সুদ দিচ্ছে। ২ বছরের জন্য বন্ধন ব্যাঙ্ক ৭.৯ শতাংশ সুদ দিচ্ছে। ৩ বছরের এফডিতে ইয়েস ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.৯ শতাংশ সুদ দিচ্ছে। ৫ বছরের জন্য আরবিএল ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। অনেক প্রবীণ নাগরিক এখনও স্থায়ী আমানত বেছে নেন কারণ এগুলি নিরাপদ এবং নির্দিষ্ট রিটার্ন দেয়।