আজকাল ওয়েবডেস্ক:  ভয়াবহ এক মুহূর্তে পরিণত হল একটি লাইভ সংবাদ সম্প্রচার, যখন চাহান বাঁধের নিকট থেকে বন্যা পরিস্থিতি রিপোর্ট করার সময় এক সাংবাদিক হঠাৎই স্রোতের তোড়ে ভেসে যান। ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, এবং সারা পাকিস্তানে ক্রমবর্ধমান বন্যা-সংকট নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রিপোর্টারটি কোমরসমান জলে দাঁড়িয়ে রিপোর্ট দিচ্ছিলেন। ধীরে ধীরে জল বেড়ে গিয়ে গলা পর্যন্ত ওঠে, এবং তখনও তিনি মাইক্রোফোন ধরে রিপোর্ট চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎই জলের প্রবল স্রোত তাঁকে টেনে নিয়ে যায়। শেষ মুহূর্তে কেবল তাঁর মাথা ও এক হাতে ধরা মাইক্রোফোনটি দৃশ্যমান ছিল। এরপরই তিনি দৃষ্টির বাইরে চলে যান।

 আরও পড়ুন: ভয়ঙ্কর! নাগপঞ্চমীতে সাপ নিয়ে মিছিল! দেখলে শিউরে উঠবেন আপনিও

ভিডিওটি আল আরাবিয়া ইংলিশ-এর এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র – কেউ কেউ সাংবাদিকের সাহসিকতাকে অভিনন্দন জানালেও, অনেকে এই ধরনের বিপজ্জনক পরিবেশে কাউকে রিপোর্ট করতে পাঠানোকে চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে আখ্যা দেন। এক ব্যবহারকারী লিখেছেন, "প্রথমে ভাবলাম এটা AI জেনারেটেড ভিডিও, পরে বুঝলাম এটা পাকিস্তান।" আরেকজন মন্তব্য করেন, "পাকিস্তানি সাংবাদিকেরা কাহিনির অংশ হয়ে ওঠে – এমন সাহস দুর্লভ।"

পাকিস্তানে গত ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে পাঞ্জাব প্রদেশে গত বছরের তুলনায় ১২৪ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার একদিনেই অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA)। পুরো জুলাই মাসে দেশব্যাপী ১৭০-র বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু।

 আরও পড়ুন: "তুমি কামের ফাঁদে পড়েছ"! নৈতিক অধঃপতনের অভিযোগে বরখাস্ত ৯ 'সন্নাসীকে' জানালো মঠ কর্তৃপক্ষ!

চাহান বাঁধ ভেঙে যাওয়ার ফলে রাওয়ালপিন্ডি এবং আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। জল বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। সামরিক বাহিনীকে উদ্ধার অভিযানে নামানো হয়েছে, এবং পাঞ্জাবের একাধিক জেলায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।