আজকাল ওয়েবডেস্ক:‌ ১৭ বছরেই বল হাতে একের পর এক নজির গড়ে চলেছেন ফারহান আহমেদ। তাও আবার ল্যাঙ্কাশায়ারকে দেখলেই যেন আরও বেশি করে জ্বলে উঠছেন এই অফ স্পিনার। গত মরসুমে নটিংহ্যামশায়ারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। এবার সেই দলের বিরুদ্ধেই হ্যাটট্রিক–সহ ৫ উইকেট নিলেন। বিশ্বের কনিষ্ঠতম বোলার হিসাবে এই দুই নজির গড়লেন তিনি।


এটা ঘটনা, ফারহানের স্পিন বুঝতে পারছেন না ল্যাঙ্কাশায়ারের ব্যাটাররা। তা প্রথম শ্রেণির ক্রিকেট হোক আর  টি২০। শুক্রবার ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের মুখোমুখি হয়েছিল নটিংহ্যামশায়ার। এই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নেন ফারহান আহমেদ। করেছেন হ্যাটট্রিকও। তাঁর দাপটের সামনে ফিল সল্ট, জস বাটলারদের মতো ব্যাটাররাও সুবিধা করতে পারেননি। ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২০ তম ওভারের শেষ তিন বলে ফারহান পর পর আউট করেছেন লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে। ১২৬ রানেই শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। নটিংহ্যামশায়ারের প্রথম বোলার হিসাবে টি২০ ক্রিকেটে হ্যাটট্রিক করার নজির গড়েছেন ফারহান। জবাবে ১৫.২ ওভারে নটিংহ্যামশায়ার করে ৬ উইকেটে ১২৭। ফারহান আহমেদের দাপটে সহজেই ম্যাচ জেতে নটিংহ্যামশায়ার।


প্রসঙ্গত, গত মরসুমে ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহান আহমেদের। প্রথম মরসুমেই নজর কাড়েন তিনি। ইংল্যান্ডের কনিষ্ঠতম বোলার হিসাবে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেন। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধেই এই কীর্তি গড়েছিলেন তরুণ ক্রিকেটার। প্রসঙ্গত, ফারহান ইংল্যান্ডের স্পিনার রেহান আহমেদের ভাই।

 

আরও পড়ুন: ৭০ হতেই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ বিনির, এবার দায়িত্বে কে?‌ 


তবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে কিন্তু শোয়েব বশিরকেই খেলাচ্ছে ইংল্যান্ড। আর সিরিজে ইংল্যান্ড ২–১ এগিয়ে রয়েছে। হেডিংলিতে প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড। এজবাস্টনে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। আবার লর্ডসে ২২ রানে জিতে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। মহম্মদ সিরাজকে আউট করে ইংল্যান্ডকে জয় এনে দেন শোয়েব বশির।

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই থেকে। প্রশ্ন উঠছে বুমরা ম্যাঞ্চেস্টার টেস্ট খেলবেন কিনা তা নিয়ে। আগেই বলা হয়েছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বুমরাকে তিনটির বেশি টেস্ট খেলানো হবে না। ইতিমধ্যেই দুটি টেস্ট খেলে ফেলেছেন বুমরা। যা পরিস্থিতি তাতে অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাঞ্চেস্টার টেস্টে বুমরা খেলবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে তৃতীয় ও চতুর্থ টেস্টের মধ্যে অনেকটা গ্যাপ থাকায় মনে করা হচ্ছে, ম্যাঞ্চেস্টারে বুমরাকে খেলানো হলেও হতে পারে।


এদিকে ২৩ জুলাই থেকে শুরু হবে ম্যাঞ্চেস্টার টেস্ট। প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা। করুণ নায়ারকে বসানো হতে পারে। সাই সুদর্শনকে ফেরানো হতে পারে। ওয়াশিংটন সুন্দরকেও বসানো হতে পারে। চলতি সিরিজে প্রথমবার খেলতে পারেন কুলদীপ যাদব। আবার অভিমন্যু ঈশ্বরনের খেলার সুযোগও রয়েছে।

তবে এটা ঘটনা, লর্ডসে হারের হতাশা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক ছন্দে দেখা গিয়েছে ভারতীয় শিবিরকে। বাসে, ড্রেসিংরুমে বা অনুশীলনে নিজেদের মধ্যে মজা করছেন ক্রিকেটাররা। পাশাপাশি চলছে ম্যাঞ্চেস্টার টেস্ট জেতার পরিকল্পনা ও প্রস্তুতি। রণনীতি তৈরিতে ব্যস্ত টিম ইন্ডিয়া।