আজকাল ওয়েবডেস্ক: দিন-রাতের টেস্ট ম্যাচ আর রাত পর্যন্ত গড়াল না। তার আগেই ক্যারিবিয়ানদের গুটিয়ে দিয়ে মাঠ ছাড়লেন অজিরা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের কথায়, ৩০-এর নিচে অল আউট হওয়া লজ্জার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে মাত্র ২৭ রানে অলআউট হয়ে নিজেদের দেশের ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড জুড়ল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে।

এই রেকর্ডের ফলে টেস্ট ইতিহাসের অন্যতম লজ্জাজনক অধ্যায়ে নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ। সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন দলগত স্কোর এবং ওয়েস্ট ইন্ডিজ দলের ইতিহাসে সর্বনিম্ন।

এর আগে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ৪৭। এই ব্যাটিং বিপর্যয়ের ফলে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজকে। চতুর্থ ইনিংসে মাত্র ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪.৩ ওভারের মধ্যেই ধসে পড়ে ক্যারিবিয়ান ইনিংস। ম্যাচ শেষে হতাশ এবং কষ্টে ভরা মুখে অধিনায়ক রস্টন চেজ বলেন, ‘আমরা ম্যাচ জেতার মতো অবস্থানে থেকেও শেষ ইনিংসে লড়াই না করে হাল ছেড়ে দিচ্ছি। এটা হৃদয়বিদারক। এটা তিনটে টেস্টেই ঘটেছে। আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিচ্ছি না’।

আরও পড়ুন:‌ বুমরা খেললেই ভারত নাকি বেশি হারে!‌ অদ্ভুত যুক্তি দিলেন এই প্রাক্তন ইংরেজ ক্রিকেটার

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ২২৫। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে শামার জোসেফ ও আলজারি জোসেফের দাপটে অস্ট্রেলিয়াও ১২১ রানের বেশি করতে পারেনি। 

Josh Inglis, Usman Khawaja and Beau Webster celebrate a dismissal, West Indies vs Australia, 3rd Test, Kingston, Day 3, July 14, 2025

জামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ের পর দিন-রাতের টেস্টে গোলাপি ডিউক বলের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ক্রিকেটের অভিজাত সংস্করণে গোলাপি বলের ভূমিকা পুনরায় পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ।

কিংস্টনে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের দিন-রাতের  টেস্ট ম্যাচ তৃতীয় দিনেই শেষ হয়ে যায়। বোলারদের দাপটের ম্যাচে কোনও দলই আড়াইশো রান করতে পারেনি। ২০৪ রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ানরা শেষ হয়ে যায় মাত্র ২৭ রানে। ক্যারিবিয়ান ক্রিকেট কোন পথে এগোচ্ছে, সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে নতুন করে। 

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেন অস্ট্রেলিয়ার স্পিডস্টার মিচেল স্টার্ক।  প্রথম ১৫ বলের মধ্যে  ৫ উইকেট নিয়ে গড়েন রেকর্ড। স্পেলের শুরু থেকে এত কম বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি আর কারও নেই। সব মিলিয়ে ৭.৩ ওভারে ৯ রানে তার শিকার ৬ উইকেট। 

Australia pose after blanking West Indies 3-0, West Indies vs Australia, 3rd Test, Kingston, Day 3, July 14, 2025

স্টার্ককে সামলানো সম্ভব ছিল না কারও পক্ষে। ম্যাকডোনাল্ডের মনে হয়েছে, এটা ক্রিকেটই নয়। তাই টেস্ট ক্রিকেটে গোলাপি ডিউক বল ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। অজি কোচ বলেন, ''যে পিচে আমরা খেলেছি তার ভিত্তিতে দুই দলের ব্যাটিং বিভাগকে মূল্যায়ন করা কঠিন ব্যাপার। কিছু কিছু সময় ক্রিকেট বলেই আমার মনে হয়নি। মিচেল স্টার্কের কিছু ডেলিভারি খেলা প্রায় অসম্ভব ছিল।''

এদিকে ক্যারিবিয়ানদের অধিনায়ক চেজ বলেন, ''৩০ রানের নীচে অলআউট হওয়া অত্যন্ত লজ্জাজনক। উইকেট মোটেও খারাপ ছিল না। আমরা ভেবেছিলাম ২০৪ রান তাড়া করা সম্ভব। কিন্তু শুরুতেই আমরা ১১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলি। সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন।'' 

আরও পড়ুন:‌ সুন্দরী ‘মিয়া’-কে দেখেই টেনিস মাথায় উঠল দর্শকদের, উইম্বলডনে কী করে বেড়ালেন এই সুন্দরী?