আজকাল ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরশীল ডিজিটাল ইনফ্লুয়েন্সার মিয়া জেলু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার কেন্দ্রে উঠে এসেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের উইম্বলডনে উপস্থিত থাকার একটি ছবি পোস্ট করেন তিনি। পোস্টটি ছিল সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি, যা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। গত সোমবার মিয়া জেলু তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে অল ইংল্যান্ড ক্লাবের গ্যালারিতে হাতে আইকনিক পিম’স পানীয় নিয়ে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘এখনও ইভেন্টের রেশ কাটছে না। তবে পার্টিটা তো একেবারে অন্য খেলা।
আপনাদের প্রিয় উইম্বলডন ম্যাচ কোনটা?’ যদিও তাঁর অ্যাকাউন্টে স্পষ্টভাবে ‘ইনফ্লুয়েন্সার এআই’ এবং ‘ডিজিটাল স্টোরিটেলার’ ট্যাগ দেওয়া আছে। তবুও পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং ৫৫ হাজারেরও বেশি লাইক পায়। আদতকে মিয়া জেলুর স্রষ্টা কে, তা এখনও প্রকাশ্যে আসেনি। মিয়ার অন্যান্য পোস্টেও মানুষের আবেগ ও দুর্বলতার নিখুঁত প্রকাশ দেখা গিয়েছে। এর আগে গত ৮ জুনের একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘জানো জীবনে সবচেয়ে ক্লান্তিকর কী? বাইরে হাসিমুখে ঠিক আছি বললেও ভেতরে ধীরে ধীরে পুড়ে যাওয়া। মেসেজে হাসিমুখ, ‘সব ঠিক’ বলে যাওয়া, অথচ নিজের ভিতরে সব এলোমেলো’।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ???????????? ???????????????? ♡ (@miazelu)
অ্যাকাউন্টের এই রকম পোস্ট অনেক ব্যবহারকারীর সঙ্গে গভীরভাবে সংযোগ তৈরি করে। তবে মিয়া জেলু একা নন, তাঁর এক ডিজিটাল ‘বোন’ রয়েছে। তাঁর নাম অ্যানা জেলু। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ইতিমধ্যে ৩ লক্ষের কাছাকাছি পৌঁছেছে। ১৪ মার্চ অ্যানা একটি পোস্টে মিয়ার পরিচয় দেন, যাতে তাদের কৃত্রিম পারিবারিক বন্ধনকে দৃঢ়ভাবে তুলে ধরা হয়। উল্লেখ্য, সম্প্রতি শেষ হয়েছে টেনিস জগতের অন্যতম বড় টুর্নামেন্ট উইম্বলডন। পুরুষদের ফাইনালে ফরাসি ওপেনের ঐতিহাসিক ফাইনাল হারের জ্বালাটা উইম্বলডনে মিটিয়ে চ্যাম্পিয়ন হন ইয়ানিক সিনার।
ঘাসের কোর্টে গত দু’বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দেন তিনি। এই প্রথমবার উইম্বলডন জিতেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার। শুধু তিনি নিজে ঘাসের কোর্টের ‘রাজা’ হলেন না, এই প্রথমবার উইম্বলডন জিতলেন কোনও ইটালিয়ান টেনিস তারকা। অন্যদিকে, মহিলাদের ফাইনালে পোল্যান্ডের ইগা সিয়াতেক দাঁড়াতেই দেননি মার্কিন যুক্তরাষ্ট্রের আনিসিমোভাকে।
শনিবার কার্যত একপেশে ফাইনালে ইগা সিয়াতেক ৬-০, ৬-০-এ হারালেন আনিসিমোভাকে। মহিলাদের ফাইনাল গড়াল এক ঘণ্টার মতো। ইতিহাসের মাত্র তৃতীয় মহিলা খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিয়ে চ্যাম্পিয়ন হলেন অষ্টম বাছাই সিয়াতেক। এর আগে ১৯১১ সালে উইম্বলডনের ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছিলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স। ১৯৮৮ সালে নাতাশা জভেরেভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে ফরাসি ওপেন জেতেন স্টেফি গ্রাফ। ৩৭ বছর পর অবিশ্বাস্য এই কীর্তিতে নাম লেখান সিয়াতেক।