আজকাল ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরশীল ডিজিটাল ইনফ্লুয়েন্সার মিয়া জেলু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার কেন্দ্রে উঠে এসেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের উইম্বলডনে উপস্থিত থাকার একটি ছবি পোস্ট করেন তিনি। পোস্টটি ছিল সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি, যা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। গত সোমবার মিয়া জেলু তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে অল ইংল্যান্ড ক্লাবের গ্যালারিতে হাতে আইকনিক পিম’স পানীয় নিয়ে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘এখনও ইভেন্টের রেশ কাটছে না। তবে পার্টিটা তো একেবারে অন্য খেলা।

আপনাদের প্রিয় উইম্বলডন ম্যাচ কোনটা?’ যদিও তাঁর অ্যাকাউন্টে স্পষ্টভাবে ‘ইনফ্লুয়েন্সার এআই’ এবং ‘ডিজিটাল স্টোরিটেলার’ ট্যাগ দেওয়া আছে। তবুও পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং ৫৫ হাজারেরও বেশি লাইক পায়। আদতকে মিয়া জেলুর স্রষ্টা কে, তা এখনও প্রকাশ্যে আসেনি। মিয়ার অন্যান্য পোস্টেও মানুষের আবেগ ও দুর্বলতার নিখুঁত প্রকাশ দেখা গিয়েছে। এর আগে গত ৮ জুনের একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘জানো জীবনে সবচেয়ে ক্লান্তিকর কী? বাইরে হাসিমুখে ঠিক আছি বললেও ভেতরে ধীরে ধীরে পুড়ে যাওয়া। মেসেজে হাসিমুখ, ‘সব ঠিক’ বলে যাওয়া, অথচ নিজের ভিতরে সব এলোমেলো’।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ???????????? ???????????????? ♡ (@miazelu)