আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্ট জিতে ইংল্যান্ডের স্বস্তি বা আনন্দের কিছু নেই। অস্ট্রেলিয়ার মতো ভুগতে হতে পারে বেন স্টোকসদের। ভারতের প্রাক্তন হেডস্যর রবি শাস্ত্রী এমনই আশঙ্কার কথা শোনালেন। মন্থর ওভার রেটের জন্য পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইংল্যান্ডের কাছ থেকে।

আর এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ড দ্বিতীয় স্থান থেকে নেমে গিয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। শাস্ত্রী পুরনো ঘটনা মনে করিয়ে দিয়ে বলছেন, এই পয়েন্ট কাটা কিন্তু ইংল্যান্ডের জন্য চাপের ব্যাপার হতে পারে। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম বছরে অস্ট্রেলিয়ারও পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। তার মাশুল গুনতে হয়েছিল অজিদের। শাস্ত্রী বলছেন, ''প্রথমবারের সংস্করণে অস্ট্রেলিয়াকে ভুগতে হয়েছিল।

ভারতের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য অস্ট্রেলিয়ার পয়েন্ট কাটা হয়েছিল। তার ফলে দ্বিতীয় স্থানে নামতে হয় অস্ট্রেলিয়াকে। নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছে যায়। এই পরিস্থিতির সঙ্গে নিশ্চয় ইংল্যান্ড ওয়াকিবহাল।'' 

আরও পড়ুন: 'ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিটা আর হল না, নইলে আমিই ওকে আনতাম', জয় গুপ্তাকে নিয়ে আশার কথা শোনালেন প্রাক্তন গুরু

লর্ডসে মন্থর ওভার রেটের জন্য শুধু ইংল্যান্ডকে শাস্তি দেওয়ায় আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন  মাইকেল ভন। প্রাক্তন  ইংরেজ অধিনায়কের মতে, একই কারণে ভারতেরও তো শাস্তি পাওয়া উচিত ছিল।

ক্রিকেটের পীঠস্থানে  সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ২২ রানে হারায় ইংল্যান্ড। প্রবল লড়াই করেন রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।  আইসিসি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, ম্যাচে নির্ধারিত সময়ে ২ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড।  

Ben Stokes soaks in the victory, England vs India, 3rd Test, Lord's, London, Day 5, July 14, 2025

নিয়ম অনুযায়ী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কেটে নেওয়া হয়েছে ইংল্যান্ডের ২ পয়েন্ট। পাশাপাশি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে ইংলিশ ক্রিকেটারদের।
শাস্ত্রী ইংল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। অজিদের মতো হাল আবার হবে না তো?

অন্যদিকে ইংল্যান্ডকে আইসিসি শাস্তি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। তিনি বলছেন, ''লর্ডসে দুই দলই ওভার রেটের দিক থেকে পিছিয়ে ছিল। শুধু একটি দলকে কীভাবে শাস্তি দেওয়া হল, তা আমার জানা নেই।'' 

অফ স্পিনার শোয়েব বশির চোট পান। তাঁর চোট প্রভাব ফেলে ইংল্যান্ডের ওভার রেটে। ভারতের প্রথম ইনিংসের ৭৮-তম ওভারে রবীন্দ্র জাদেজার ফিরতি ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠায় চোট পান শোয়েব বশির। ইনিংসের বাকি সময়ে আর তিনি ফেরেননি। 

Ben Stokes at the centre surrounded by the rest of England, England vs India, 3rd Test, Lord's, London, Day 5, July 14, 2025

পঞ্চম দিন ইংল্যান্ড যখন রবীন্দ্র জাদেজা ও সিরাজের জুটি ভাঙতে ব্যর্থ, তখন শোয়েব বশির ইংল্যান্ডকে জয় এনে দেন। তাঁর বল খেলার পরেও তা গিয়ে লাগে উইকেটে। সিরাজের লড়াই শেষ হয়। ভারতেরও জয়ের আশা শেষ হয়ে যায়। 

ইংল্যান্ডের সাজঘরে জয়ের আনন্দ। কিন্তু পয়েন্ট কাটা যাওয়ায় হয়তো সমস্যা বাড়তে পারে ইংরেজদের। গত দু'টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সংস্করণে ইংল্যান্ড ফাইনালে পৌঁছতে পারেনি। তবে এবারের সাইকেলে বেশ ইতিবাচক ভঙ্গিতেই শুরু করেছেন বেন স্টোকসরা। প্রথম তিনটি টেস্টের মধ্যে দুটিতেই জিতেছে ইংল্যান্ড। মরিয়া হয়ে লড়ছেন ক্রিকেটাররা। ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে বল গড়াচ্ছে চতুর্থ টেস্টের। সেই টেস্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে ভারতের সমর্থকরা। কোনওমতেই হারা চলবে না। ম্যাচ জিতে সিরিজে ফিরে আসার মন্ত্র দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর।   

আরও পড়ুন: ওল্ড ট্র্যাফোর্ডে মরণ-বাঁচন লড়াই, চতুর্থ টেস্টের আগে বুমরাকে নিয়ে সতর্কবাণী