আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন বিশ্ব চ্য়াম্পিয়ন এবং দু'বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর সময়টা ভাল যাচ্ছে না। ২০২৫ সালের জাপান ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন হায়দরাবাদি তারকা। দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী সিম উ জিনের কাছে হেরে গেলেন সিন্ধু।

বিশ্বের ক্রমতালিকায় ভারতের তারকা শাটলার ১৬ নম্বরে। স্ট্রেট গেমে সিন্ধুকে হারান দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। খেলার ফল ২১-১৫, ২১-১৪। দক্ষিণ কোরিয়ার সিম উ জিন ১৪ নম্বর।

জুনে ইন্দোনেশিয়া ওপেনের পরে এটাই ছিল সিন্ধুর প্রথম ম্যাচসিমের সঙ্গে সিন্ধুর সাক্ষাহয়েছে চারবার। এটাই হায়দরাবিদ তারকার প্রথম পরাজয়

আরও পড়ুন: ২৭ অলআউট! ক্যারিবিয়ান ক্রিকেটের পতনে আইপিএলকে দায়ী করলেন কিংবদন্তি?

শুরুতেই পিছিয়ে পড়েন সিন্ধু। দক্ষিণ কোরিয়ার শাটলার এগিয়ে যান ৯-৩-এ। কিন্তু সিন্ধু লড়াই করে ম্যাচে ফেরার চেষ্টা করেন। সিমকে চাপে ফেলে স্কোর করে ফেলেন ১৩-১২।

এর পরে সিম আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন নিজের দখলে। প্রথম গেম জিতে নেন দক্ষিণ কোরিয়ান তারকা।

সিন্ধু আক্রমণাত্মক খেলোয়াড়। যে দিন তিনি খেলেন সেদিন বিপক্ষের রাতের ঘুম কেড়ে নেন। কিন্তু আক্রমণাত্মক খেলা তাঁকে খেলতে না দিলেই ছন্দ হারিয়ে ফেলেন সিন্ধু।

দ্বিতীয় গেম অনেকটা প্রথম গেমের মতোই ছিল। সিম শুরুতেই এগিয়ে যান ৬-১। সিন্ধু ফের ম্যাচে ফেরার চেষ্টা করেন। একসময়ে স্কোর দাঁড়ায় ৭-৭। তার পরে ১১-১১। কিন্তু দিনটা ছিল না সিন্ধুর। ১১-১১ থেকে সিম ম্যাচ নিয়ে নেন নিজের দখলে।

চলতি বছরটা সিন্ধুর একেবারেই ভাল যাচ্ছে না। জানুয়ারিতে ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন সিন্ধু। এটাই ছিল তাঁর সেরা পারফরম্যান্স। বাকি টুর্নামেন্টগুলোয় সিন্ধু চারটিতে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন। দুটো টুর্নামেন্টে প্রি কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে যায় হায়দরাবাদি কন্যার দৌড়

সিন্ধু না জিতলেও ভারতের তারকা লক্ষ্য সেন জাপান ওপেনের শেষ ১৬-য় পৌঁছন। চিনের খেলোয়াড় ওয়াং ঝেং জিং-কে ২১-১১, ২১-১৮-য় হারান লক্ষ্য সেন। লক্ষ্য সেনের সামনে এবার জাপানের কোদাই নারাওকে। সেই ম্যাচে জাপানি তারকার দিকেই থাকবে জনসমর্থন

এদিকে ডাবলসে সাত্বিক-চিরাগ জুটি শেষ ১৬-য় পৌঁছন। তাঁরা দক্ষিণ কোরিয়ার কাং মিন হিয়ুক ও কি ডং জুকে২১-১৮, ২১-১০-এ হারান।

উল্লেখ্য, রাজস্থানের উদয়পুরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন সিন্ধু। বাল্যবন্ধু বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। হায়দরাবাদে বাগ্‌দান পর্ব সেরেছিলেন নিভৃতে। এ বার মরুশহরের একটি বিলাসবহুলপ্রাইভেট আইল্যান্ড’-এ দক্ষিণী রীতি মেনে চার হাত এক হয় সিন্ধু এবং বেঙ্কটের

দক্ষিণী বিবাহের রীতি মেনে সিন্ধু এবং বেঙ্কট, দু’জনেই বিয়ের পোশাকে রেখেছিলেন সোনালি এবং ঘিয়ে রঙের ছোঁয়াপোশাকশিল্পী মণীশ মলহোত্রের হাতের ছোঁয়ায় সেজে উঠেছিলেন বর-কনে। মণীশের তৈরি ‘রাজবেশ’ পরেই ব্যাডমিন্টন তারকা সিন্ধু এবং তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী বেঙ্কট একসঙ্গে পথচলা শুরু করেন।

বিয়ের পর সিন্ধুর আর সাফল্য নেই। ব্যাডমিন্টন কোর্টে কেন দেখা যাচ্ছে না সিন্ধু স্রোত? সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে স্বয়ং পিভি সিন্ধুকেই। 

আরও পড়ুন: গিলদের রাতের ঘুম উড়িয়ে আর্চারের হুমকি অস্ট্রেলিয়াকে, ফুটছেন ইংল্যান্ডের গতিদানব