আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি জেনারেশন থেকে শুরু করে ভারতীয় পরিবারের ঐতিহ্য। সর্বত্রই সোনার চাহিদা সবার ওপরে থাকে। বিয়ে হোক বা অনুষ্ঠান। সোনার বাজার আগেও যা ছিল এখন তার থেকে অনেকটা বেশি রয়েছে। সোনা মানেই হল গর্ব, অহঙ্কার, নিরাপত্তা। তবে এই দিন এবার ধীরে ধীরে শেষের পথে। অনেক ভারতীয়রা মনে করছেন সোনা দিয়ে আর বেশিদিন চলবে না। সোনা মূল্যবান ধাতু। সেবিষয়ে কোনও সন্দেহ নেই। তবে একে সঙ্গে নিয়ে আর বেশিদিন চলা যাবে না।


প্রতিদিন বাড়ছে সোনার দাম। মঙ্গলবার ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৭ হাজার ৪০০ টাকা। অর্থাৎ সেদিন আর দেরি নেই যেখানে সোনা লাখ টাকাতে চলে যাবে। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে সোনা কেনা এখন বিরাট বিষয় হয়ে গিয়েছে। এমনকি তারা ছোটো খাটো সোনা কিনতে গেলেও পিছিয়ে গিয়েছে। তারা সোনা কিনে আর নিজেদের টাকা আটকে রাখতে চাইছে না।


শেয়ার মার্কেট বিশেষজ্ঞরা মনে করছেন সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছে সেখান থেকে সোনাতে বিনিয়োগের হার কমছে। এই দাম আরও বাড়বে। ফলে সেখান থেকে তারা আর সোনা কেনার দিকে যাবে না। 


ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে সোনার দাম প্রথম কোয়ার্টারে কমছে ২৫ শতাংশ। ফলে এর থেকে বোঝা যাচ্ছে ভারতীয়রা আর সোনা কেনাতে আগ্রহী নন। যেখানে প্রতি কোয়ার্টারে ভারতে ১৮০ টন সোনা বিক্রি হত সেটি এখন কমে হয়েছে ৭১ টন।


এখানেই নতুন পথ দেখিয়েছে ভারতের যুবরা। তারা সোনার দিক থেকে মুখ ফিরিয়েছে। সেখান থেকে তারা টাকা বিনিয়োগ করছে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি এমনকি ক্রিপ্টোতে। এখানে খানিকটা বাজার ঝুঁকি থাকলেও সেখান থেকে বিনিয়োগের পর ভাল রিটার্ন হাতে আসছে তাদের।


মনে করা হচ্ছে সোনাতে বিনিয়োগ করার অর্থ সেখানে টাকার পরিমান আটকে যাওয়া। তবে সেখানে যদি অন্যত্র বিনিয়োগ করা হয় তাহলে সেখান থেকে অনেক বেশি টাকা লাভ হিসেবে ঘরে ঢুকবে। সোনার দাম যত বাড়ছে ততই সোনা কেনা থেকে মুখ ফিরিয়েছে ভারতের যুবসমাজ। 


একটা সময় ছিল যখন সোনা কেনা পরিবারের কাছে গর্বের বলে মনে করা হত। তবে এখনকার যুব সমাজ সেটি ভাবছে না। তারা এটিকে একটি পুরনো ফ্যাশন হিসেবে দেখছে। সোনাতে বিনিয়োগ করার পরিবর্তে তারা ভ্রমণ, গ্যাজেট কিনে সেখানে সময় কাটাতে চাইছে। 


তবে সোনার বাজারে যার চাহিদা সবার ওপরে রয়েছে সেটি হল ডিজিটাল গোল্ড। এটি যদি কেউ কিনতে পারেন তাহলে তিনি অতি সহজেই লকারের সমস্যা ছাড়াই একে ব্যবহার করতে পারবেন। যেখানে দোকানে গিয়ে সোনা কেনার দিকে কারও আগ্রহ নেই সেখানে ডিজিটাল সোনা কেনার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ৪০ শতাংশ।

আরও পড়ুন: দেশের এই শহরে বন্ধ হল ইউপিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন


সবার শেষে বলা যায় সোনার উজ্জ্বলতা ভারতীয়দের ঘর থেকে কোনওদিনই যাবে না। এখানে বিনিয়োগ করা এখনও সকলে নিজের সমৃদ্ধি বলেই মনে করে থাকেন। তবে মানুষের চাহিদা কমছে সোনা কেনাতে। ফলে আগামীদিনে সোনার ব্যবসায়ীরা অনেকটা ক্ষতির সামনে পড়তে পারেন। সোনার সংসার হয়তো নতুন কোনও গল্প শোনাতে পারে। সোনার লকার হাতের স্মার্টফোনেও চলে আসতে পারে।