আজকাল ওয়েবডেস্ক: মহাকাশ থেকে সফলভাবে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। মঙ্গলবার প্রশান্ত মহাসাগরে তিনি মহাকাশ থেকে ফিরেছেন। দুপুর ৩ টের পর মহাকাশ থেকে সাগর জলে ডুব দেন শুভাংশু। গোটা বিষয়টি দেখভাল করেছে নাসা।


১৮ দিন ধরে মহাকাশে থাকার পর ভারতীয় মহাকাশচারীকে নিয়ে এখন সকলের আগ্রহ তুঙ্গে। তবে কবে তিনি আসবেন ভারতের মাটিতে। এবিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন ভারতে শুভাংশু শুক্লা আসবে ১৭ আগস্ট। তিনি আরও বলেন, বর্তমানে নাসা তার খেয়াল রাখছে। তবে ভারতে দ্রুত আসবেন শুভাংশু শুক্লা। নিজের দেশে এসে তিনি ইসরোর কর্তাদের সঙ্গে কথা বলবেন। ভারতের পরবর্তী মহাকাশ যাত্রার সঙ্গে শুভাংশু যুক্ত থাকতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।


২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ্যা ক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি। নির্দিষ্ট মিশন শেষে এরপর শুরু হয় ঘরে ফেরার প্রস্তুতি। ১৪ জুলাই ভারতীয় সময়ানুসারে ৪টে ৩৫ মিনিটে ড্রাগন স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। এরপর প্রায় ২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে পৃথিবীতে ফিরলেন তাঁরা।


শুভাংশুর এই যাত্রা ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে। ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ গিয়েছিলেন। তাঁর কীর্তিকে এবার স্পর্শ করলেন শুভাংশু। সময়ের হিসেবে রাকেশের থেকে অনেকটা বেশি সময় তিনি থাকলেন অন্তরীক্ষে। পাশাপাশি তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন।


সেখানে পৌঁছনোর পরে শুভাংশুর কাছে জানতে চাওয়া হয়েছিল পৃথিবীকে দেখতে কেমন লাগছে? এই প্রসঙ্গে শুক্লার জবাব, “পৃথিবীকে এমন স্থান থেকে দেখার সুযোগ পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। যাত্রাটা অসাধারণ ছিল। অসাধারণ! মহাকাশে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু যে মুহূর্তে আমি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করলাম, এই ক্রু সদস্যরা আমাকে এমন স্বাগত জানাল! তোমরা আক্ষরিক অর্থেই আমাদের জন্য তোমাদের ঘরের দরজা খুলে দিলে।”


পরবর্তী দিনগুলোয় শুভাংশুর দিকে নজর ছিল সকলের। তিনি মহাকাশে কী করছেন, কেমন করে কাটছে তাঁর সময় সবই জানতে চাইছিল পৃথিবীবাসী। শুধু কি কাজ? কাজের ফাঁকে ফাঁকে সেখানে যে জমিয়ে পেটপুজো চলছে, তার ভিডিও-ও দেখা গিয়েছিল। দেখা গেল, শুভাংশুর নিয়ে যাওয়া খাঁটি ভারতীয় খাবারদাবার দিয়েই রীতিমতো পার্টি চলছে সেখানে! 

আরও পড়ুন: মুদ্রাস্ফীতি কমে গেলে ফের কমবে সুদের হার? আর কী বললেন আরবিআই গভর্নর


অবশেষে সোমবার শুরু হয় ঘরে ফেরার প্রক্রিয়া। উল্লেখ্য, সমুদ্রে মহাকাশযান অবতরণের প্রক্রিয়াকে ‘স্প্ল্যাশডাউন’ বলা হয়। এই সমগ্র প্রক্রিয়াটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করেছে। পৃথিবীর নানা প্রান্তের মানুষই প্রত্যক্ষ করেছেন শুভাংশেদের পৃথিবীতে ফেরার মুহূর্ত। 


এই যাত্রা সহজ ছিল না। প্রথমে তাদের যান টেক অফ করতে পারেনি। ফলে সেখানে খানিকটা হলেও পিছিয়ে যায় তাদের মহাকাশযাত্রা। তবে কয়েকদিনের মধ্যেই মহাকাশে যাত্রা করে তারা। এরপর টানা এতগুলি দিন ধরে তারা মহাকাশে ছিলেন। সেখানকার অভিজ্ঞতা নিয়ে এবার ভারতের মাটিতে পা দেবেন শুভাংশু। তার এই অভিজ্ঞতা ভারতের মহাকাশবিজ্ঞানের ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে বলেই মনে করছেন অনেকে।