আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই আইসবার্গস সুইমিং পুলে তোলা একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল চর্চা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, শান্ত পরিবেশে একাধিক মানুষ স্বাভাবিকভাবে সাঁতার কাটছেন। প্রথম নজরে সবকিছুই সাধারণ মনে হলেও, ক্যামেরা জুম করতেই চোখে পড়ে এক অপ্রত্যাশিত দৃশ্য- এক মহিলা সাঁতার কাটতে কাটতেই নিজের মোবাইল ফোন ব্যবহার করছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওটি পোস্ট করেছে জনপ্রিয় মিম পেজ ‘ব্রাউন কার্ডিগান’। সেখানে দেখা যায়, ওই মহিলা ব্যাকস্ট্রোক করতে করতে অনায়াস ভঙ্গিতে ফোনে স্ক্রল করছেন, যেন এটি তাঁর দৈনন্দিন অভ্যাসেরই অংশ। আশপাশে সমুদ্রের ঢেউ, অন্য সাঁতারুদের উপস্থিতি কোনও  কিছুকেই যেন বিশেষ গুরুত্ব দিচ্ছেন না তিনি। ভিডিওর শেষ দিকে তাঁকে ফোনটি উপরে তুলে ধরতেও দেখা যায়, যা দেখে অনেকেই মনে করছেন তিনি হয়তো ছবি তুলছিলেন বা কোনও  ভিডিও রেকর্ড করছিলেন।

ভিডিওর ক্যাপশনে প্রযুক্তি নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মানুষ এখন সারাক্ষণ অনলাইনে থাকতে এতটাই ব্যস্ত যে মুহূর্তটিকে অনুভব করা বা উপভোগ করার চেয়ে তা শেয়ার করাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাস্তব অভিজ্ঞতার বদলে স্ক্রিনের মধ্যেই জীবন আটকে পড়ছে- এই প্রবণতার দিকেই ইঙ্গিত করা হয়েছে ওই পোস্টে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে চরম প্রযুক্তি-আসক্তির উদাহরণ হিসেবে দেখছেন। এক ব্যবহারকারীর মন্তব্য, “দুনিয়া একেবারে পাগল হয়ে যাচ্ছে। ফোনটা নামিয়ে রেখে বাস্তব জীবনে বাঁচা দরকার।” আবার অনেকে বিষয়টিকে এতটা নেতিবাচকভাবে দেখছেন না। একজন লিখেছেন, ওই মহিলা হয়তো সাঁতার সংক্রান্ত কোনো কনটেন্ট তৈরি করছিলেন বা ফলোয়ারদের জন্য কিছু দেখাচ্ছিলেন। আরেকজন মন্তব্য করেছেন, এতে আপত্তির কিছু নেই, এটি তাঁর ব্যক্তিগত পছন্দের বিষয়।

এই ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে- প্রযুক্তি কি আমাদের জীবনকে সহজ করছে, না কি ধীরে ধীরে বাস্তব মুহূর্তগুলো কেড়ে নিচ্ছে? বন্ডাই আইসবার্গসের শান্ত নীল জলে তোলা এই দৃশ্য তাই এখন শুধুই একটি ভাইরাল ভিডিও নয়, বরং আধুনিক সমাজে স্মার্টফোন-নির্ভরতার প্রতীক হিসেবেই দেখছেন অনেকেই।