আজকাল ওয়েবডেস্ক: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! এও কি সম্ভব? সম্ভব। এমনই একটি ঘটনা ঘটেছে চীনে। ২৩ বছর বয়সি এক ব্যক্তি মাত্র ১০ দিনের মধ্যে চারবার একটি শুক্রাণু ব্যাংকে শুক্রাণু দান করার পর মারা গিয়েছেন।
দ্য ডেইলি মেইল-এর রিপোর্ট অনুযায়ী, চীনের হুবেই প্রদেশের উহান বিশ্ববিদ্যালয়ে শুক্রাণু দান কেন্দ্রের একটি ব্যক্তিগত কক্ষে জেং গ্যাং নামের ওই ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। কর্মীদের দাবি, কক্ষে যাওয়ার পর প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ঘর থেকে বের হননি ওই যুবক। এরপরই চিকিৎসাকর্মীরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। দেখা যায় মেঝেতে পড়ে রয়েছেন গ্যাং। তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাঁকে বাঁচানো যায়নি। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, গ্যাং উহানে ডাক্তারির ছাত্র ছিলেন। এমনকী তিনি অন্যদেরও শুক্রাণু দানের জন্য উৎসাহিত করতেন বলে খবর।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে, গ্যাং-এর পরিবার শুক্রাণু ব্যাংকটির বিরুদ্ধে মামলা করে। আত্মীয়দের দাবি, যুবকের মৃত্যুর জন্য ক্লিনিকটিই দায়ী। এমনকী ক্ষতিপূরণ হিসেবে ৬৪৮,৫৪৫ ডলার দাবি করে যুবকের পরিবার। ক্লিনিকটি ওই যুবককে ঘন ঘন শুক্রাণু দানের জন্য চাপ দিতে বলেও দাবি করা হয়। কিন্তু সেই দাবি মানেনি আদালত। আদালতের রায়, মৃত্যুর জন্য তিনি নিজেই দায়ী। অতিরিক্ত হস্তমৈথুনের মতো বিষয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন বলে মত আদালতের।