আজকাল ওয়েবডেস্ক: মধ্যবিত্ত দম্পতিকে দেখে কেউ কল্পনাও করেননি তাঁরা এমন কাণ্ড ঘটাবেন। কিন্তু মুখে মুখোশ পরে তাঁরাই সঙ্গমের সরাসরি সম্প্রচার করতেন সমাজমাধ্যমে। ভিডিওর বিনিময়ে নিতেন টাকাও। এমন অভিযোগেই ৪১ বছর বয়সি এক ব্যক্তি এবং তাঁর ৩৭ বছর বয়সি স্ত্রীকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স।
 
 পুলিশের অভিযোগ, একটি সোশ্যাল মিডিয়া অ্যাপে অর্থের বিনিময়ে যৌনতার লাইভ স্ট্রিমিং করতেন দম্পতি। দর্শকদের অধিকাংশই ছিলেন অল্পবয়সি তরুণ। লাইভ ভিডিও দেখানোর জন্য ২,০০০ টাকা এবং রেকর্ডেড ক্লিপের জন্য ৫০০ টাকা করে নিতেন দম্পতি। লাইভ-স্ট্রিম বা রেকর্ডিং করার সময় পরিচয় গোপন রাখতে মাস্ক পরে থাকতেন তাঁরা।
 
 অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন ক্যাব চালক। সহজে টাকা রোজগারের জন্য স্ত্রীর সঙ্গে এই কাজ করতেন বলে জেরায় স্বীকার করেছেন তিনি। আম্বরপেটের মল্লিকার্জুন নগরে তাঁদের বাড়ি থেকে হাই-ডেফিনিশন ক্যামেরা-সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ১৭ই জুন দুপুরে বাড়ির ছাদ থেকে ওই দম্পতিকে হাতেনাতে ধরা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলা একজন গৃহবধূ। দম্পতির দুই কলেজপড়ুয়া মেয়ে রয়েছে। বাবা-মায়ের এই কার্যকলাপ সম্পর্কে অবশ্য কিছুই জানত না তারা।
