আজকাল ওয়েবডেস্ক: মোমের আলো, বৃষ্টিভেজা সন্ধে আর কফির কাপ— এক সময় এই সবই ছিল প্রথম ডেটের অবিচ্ছেদ্য অংশ! কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদল আসছে সেই ধারণায়। নতুন প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জি এখন প্রেমে পড়ে অনেকটা হিসেব-নিকেশ করে। ডেটিং অ্যাপে সোয়াইপ করার সময় বা ফার্স্ট ডেটের মেনু হাতে নেওয়ার আগেই তাঁদের নজর থাকে একেবারে অন্য জায়গায়।

সুরক্ষাই সেক্সি
ডেটিং অ্যাপ টিন্ডারের এক কর্ণধার জানাচ্ছেন অন্তত ৪০ শতাংশ ছেলেমেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সুরক্ষায়। শতকরা ৩৬ জন মনে করেন মুখোমুখি দেখা করার আগে ভিডিও কলে আলাপ করা ভাল।
ভ্যালু ম্যাচ করে তো?
সরাসরি প্রেম নয়, আগে আসে নীতি আর মূল্যবোধ। পরিবেশ সচেতনতা, লিঙ্গ সমতা, রাজনীতি থেকে শুরু করে পশুপ্রেম—সব কিছুতেই মিল খোঁজে জেন জি। যাঁরা ‘গোস্টিং’ করে, তাঁরা অনেকের কাছেই মস্ত বড় ‘রেড ফ্ল্যাগ’, তাদের জন্য দরজা বন্ধ।
মানসিক স্বাস্থ্য সম্পর্কে বোঝাপড়া
‘থেরাপি’ বা ‘অ্যাংজাইটি অ্যাটাক’ নিয়ে যাঁরা ব্যঙ্গ করেন, তাঁদের সঙ্গে ডেট নয়—এ এখন জেন জির স্পষ্ট অবস্থান। কেউ যদি মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব না দেন, তবে প্রথম আলাপেই অনেকে মনের দরজা বন্ধ করে দেন।
ব্যক্তিগত ‘স্পেস’
নতুন প্রজন্মের অনেকেই একটা সুস্থ সম্পর্ক চাইছেন, যেখানে ব্যক্তিগত স্পেস থাকবে। “দিনে তিনবার ফোন না করলেই রাগ করো?”—এই প্রশ্নের উত্তর ভুল দিলে দ্বিতীয় ডেটের কোনও সুযোগ নেই।
আর্থিক সাম্য কতটা?
‘কে বিল দেবে?’ এই প্রশ্নে এখন অনেকেই একসঙ্গে বিলের দিকে হাত বাড়ান। তবে কেউ যদি ভাবেন ‘পুরুষই সবসময় খরচ করবে’, বা উল্টোভাবে ‘মেয়েই সব সামলাবে’—তাহলে অনেকেই পিছিয়ে আসেন সম্পর্ক থেকে।
স্মার্টফোন মোটেই স্মার্ট নয়
প্রথম ডেটে গিয়েই যদি দেখা যায় অপর ব্যক্তি ফোনে ডুবে, তাহলে সম্পর্ক নাও টিকতে পারে। “ইনস্টাগ্রামে নয়, চোখে চোখ রাখো,”—এই ভাবনাতেই মন গিলেছে নতুন প্রজন্মের।
বাস্তববাদ
প্রথম দেখায় ‘তুমি ছাড়া বাঁচব না’-জাতীয় ফিল্মি সংলাপ শুনলে এখন অনেকেই পিছু হটেন। অতিরিক্ত রোম্যান্স বা ওভার কমিটমেন্ট—দু’টোই এখন ‘ক্রিঞ্জ’। জেন জি বলছে, “ফ্লার্ট করো, কিন্তু ওভারডোজ নয়।”
সোশ্যাল মিডিয়া ফুটপ্রিন্ট কেমন?
ফার্স্ট ডেটের আগেই এখন রীতিমতো রিসার্চ করে নেন অনেকে! উল্টো দিকের মানুষটি সমাজমাধ্যমে কী পোস্ট করেন, কাকে ট্যাগ করেন, কমেন্টের ভাষা কেমন—সব খুঁটিয়ে দেখে নেন অনেকেই। ফেক প্রোফাইল, নারীবিদ্বেষ, বা বিতর্কিত পোস্ট মানেই নো ম্যাচ।