
শুক্রবার ৩০ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সন্তানকে বাঁচাতে মা নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারেন। ফের একবার সে কথা প্রমাণ করলেন এক ৬০ বছর বয়সি মহিলা। তাও একবার নয়, দু'বার নিজের ছেলের জন্য অঙ্গদান করলেন তিনি। প্রায় এক দশক আগে লিভারের অংশ দান করার পর এবার ছেলেকে একটি কিডনি দান করলেন তিনি। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস-এ।
সংবাদ সংস্থা পিটিআই সুত্রে খবর, ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন মহিলার সন্তান। ২০১৫ সালে তাঁর লিভারের সমস্যা ধরা পড়ে। সেই সময় মহিলা নিজের লিভারের একটি অংশ দান করে ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে এনেছিলেন। প্রায় এক দশক সুস্থ জীবনযাপন করেন তাঁর পুত্র। হাসপাতালের রেনাল ট্রান্সপ্ল্যান্ট দলের নেতৃত্ব দেওয়া ডাঃ অভ্যুত্থান সিং জাদাউন বলেন, “সম্প্রতি ছেলেটির কিডনি বিকল হয়ে গিয়েছিল এবং সে ডায়ালাইসিস নিচ্ছিল। মায়ের বয়স বেশি হওয়া এবং পূর্বে লিভার দান করা সত্ত্বেও তিনি ফের নিজের ছেলেকে অঙ্গদান করতে সম্মত হন। তাঁকে পরীক্ষা করে দেখা যায় চিকিৎসাগতভাবে তিনি উপযুক্ত।" সবদিক বিবেচনা করেই কিডনি দানের অনুমতি দেওয়া হয় মহিলাকে।
ডাঃ জাদাউন আরও জানান যে, ডাঃ আরপি মাথুরের নেতৃত্বে নেফ্রোলজিস্টদের একটি দল রোগীর ট্রান্সপ্ল্যান্ট পরিচালনা করেন। অস্ত্রোপচারের সময় দেখা যায় ছেলেটির দেহে পূর্বের লিভার ট্রান্সপ্ল্যান্ট থেকে সৃষ্ট কিছু অ্যান্টিবডি রয়েছে। যার কারণে কিডনি প্রতিস্থাপন করা হলেও শরীর তা নাও গ্রহণ করতে পারত। তবে এই জটিলতাগুলি চিকিৎসকেরা দক্ষতার সাথে সামলেছেন বলেই অভিমত বিশেষজ্ঞদের। অবশেষে অস্ত্রোপচার সফল হয়েছে এবং ১০ দিন পর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
চোখ লাল, আচমকা জল পড়ছে? কনজাংটিভাইটিস নয় তো? কীভাবে রক্ষা পাবেন এই রোগ থেকে
গ্যাদগ্যাদে দাদ, হাজা, চুলকানি আর বিরক্ত করবে না, ভ্যাপসা আবহাওয়ায় ছত্রাক দূরে রাখতে মেনে চলবেন কোন কোন কৌশল?
এখন এই তিনটি পানীয় খেলেই বুড়ো বয়সে কাজ করবে না বিশেষ অঙ্গ! অভ্যাস ত্যাগ করুন আজই
গোড়াতেই চিহ্নিত করুন কিডনির রোগ, প্রাণ বাঁচাতে চিনে নিন কিডনি ড্যামেজ-এর পাঁচ লক্ষণ
চোখ থেকে রক্ত পড়ছে গলগল করে, বীর্যে মিশে যাচ্ছে জীবাণু! করোনার পর নতুন আতঙ্ক মারবার্গ ভাইরাস? কাঁপছেন বিজ্ঞানীরা
ফিরে আসছে করোনার অন্ধকার? দেশে কোভিড ঝড়ের মধ্যেই হাড়হিম করা ভবিষ্যদ্বাণী হিমাচলের ‘বাবা ভাঙ্গা’-র
জীবন নিয়ে খেলবেন না, র্যাকেট নিয়ে খেলুন! এ জীবনে হৃদরোগ ছুঁতে পারবে না, কেন জানেন?
রক্ত সংকটের দিন শেষ! কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা, কবে থেকে পাওয়া যাবে?
আমের নামে বিষ খাচ্ছেন না তো? অসময়ে শেষ হবে কিডনি-লিভার, কেনার সময়ে সতর্ক হবেন কোন বিষয়ে?
গলে পচে যাচ্ছে লিভার, জানান দেয় ৫ লক্ষণ! অবহেলা করলেই মারা পড়বেন!