শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি

RD | ২২ মে ২০২৫ ২২ : ২৫Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত ঘটনা, মধ্যপ্রদেশের সিওনি জেলায় ৪৭ জনকে ২৮০ বার মৃত বলে ঘোষণা করা হয়েছে। এদের প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে চার লক্ষ টাকা করে মঞ্জুর করা হয়েছে। ফলে মোট খরচ হয়েছে ১১ কোটি ২৬ লক্ষ টাকা। সম্প্রতি রাজ্যের রাজস্ব ও হিসাব বিভাগ তদন্তের পর এই ভয়ঙ্কর দুর্নীতির ঘটনাগুলি প্রকাশ্যে আসে। দায়ের হয় মামলা। সেই মামলায় ৩৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। কেলেঙ্কারির মাস্টারমাইন্ড-সহ ইতিমধ্যেই একুশ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

দুর্নীতির প্রকার, সাপের কামড়ে মারা যাওয়া মৃত দ্বারকা বাঈ নামে এক মহিলাকে ২৯ বার মৃত বলে ঘোষণা করা হয়। প্রতিবারই  তাঁর নামে চার লক্ষ টাকা ত্রাণ মঞ্জুর করা হয়েছে। এতে খরচ হয়েছে মোট ১ কোটি ১৬ লক্ষ টাকা।

একই ঘটনা ঘটেছে শ্রী রাম নামের সঙ্গেও। শ্রী রামকে ২৮ বার মৃত বলে ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রেও প্রতিবারই তাঁর নামে চার লক্ষ টাকা করে ত্রাণ  মঞ্জুর করা হয়েছে।

২০১৯-২০২২ সালে এই আত্মসাতের ঘটনা ঘটে। ২০২২ সালের নভেম্বরে রাজস্ব বিভাগের অডিটের সময় এই দুর্নীতির হদিশ মেলে।

ট্রেজারি ও অ্যাকাউন্টস বিভাগের তদন্ত আধিকারিক রোহিত সিং কৌশল বলেন, "সাপের কামড়ে বা ডুবে মারা যাওয়া ব্যক্তিদের আত্মীয়স্বজনদের ত্রাণ দেওয়া হয়। তদন্তের পর আমরা দেখতে পাই যে, ১১ কোটি ২৬ লক্ষ টাকা আত্মসাৎ করে ৪৭ জনের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।" তিনি আরও বলেন, "যাদের নামে জাল নথি ব্যবহার করে অর্থ মঞ্জুর করা হয়েছিল তাঁরা আসলে মৃত নাকি জীবিত তা এখনও অজানা, কারণ বারবার অনুরোধ করার পরেও ময়নাতদন্ত প্রতিবেদন এবং মৃত্যু সংশাপত্র দেওয়া হয়নি। আমরা সরকার এবং সিওনি কালেক্টরের কাছে তদন্ত রিপোর্ট পাঠিয়েছি।"

তদন্ত চলাকালীন, কেওলারির তহসিল অফিসের একজন কেরানি শচীন দহায়াতকে ওই অর্থ আত্মসাতের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁকে সাপের কামড়, ডুবে যাওয়া এবং বজ্রপাতের কারণে মৃত্যু দেখিয়ে ২৮০ জনের নামে মঞ্জুর করা অর্থ সংগ্রহ করে তাঁর আত্মীয়স্বজন এবং পরিচিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেছেন বলে জানা গিয়েছে।

তদন্ত প্রতিবেদনে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত কেওলারিতে নিযুক্ত এসডিএম অমিত সিং বামরোলিয়া এবং চার তহসিলদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সিওনির জেলা ম্যাজিস্ট্রেট সংস্কৃতি জৈন বলেছেন, "২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে, কেওলারী তহসিলের একজন কেরানি, শচীন দাহায়াত, অনেক আরবিসি৬৪ মামলায় অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছিলেন। এটি ১১ কোটি ২৬ লক্ষ টাকার কেলেঙ্কারি বলে জানা গিয়েছে, যা যথাযথভাবে তদন্ত করা হয়েছে। অর্থ বিভাগ একটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে।"

শচীনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া ২১ জনের মধ্যে তিনিও রয়েছেন।


Madhya PradeshSnake Bite ScamBJP

নানান খবর

নানান খবর

'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!

মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?

পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?

মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক

লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে

এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন

হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্‌ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট? 

কে যে পশু, বোঝা মুশকিল! অসমে র‍য়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা

‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের! 

জানেন কি ভারতের এই রাজ্যে নেই কোনও নিরক্ষর মানুষ? জেনে নিন কোন রাজ্য

দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান

২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে

আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন

স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও

চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা

সোশ্যাল মিডিয়া