
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বমাল সহ ধরা পড়ল অবৈধভাবে ভারতে বসবাসকারী ইরানি নাগরিক বাবা ও ছেলে।তাদের উত্তম-মধ্যম দিয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় হোসেনপুর এলাকার বাসিন্দারা। পুলিশ দু’জনকেই গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হল আলি মাহাবুবি ও তার ছেলে আমির আব্বাস মাহাবুবি। তাদের বাড়ি ইরানের তেহেরানের খানিয়াবাদে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শনিরার ধৃত বাবাকে কালনা মহকুমা আদালতে, আর ছেলেকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করে। বিচারক আলি মাহাবুবিকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আর তার ছেলে আমির আব্বাস মাহাবুবির ঠাঁই হয়েছে হোমে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি চারচাকা গাড়িতে চড়ে বাবা আলি মাহাবুবি ও ছেলে আমির আব্বাস মাহাবুবি মন্তেশ্বরের হোসেনপুর গ্রামে পৌঁছয়। এরপর তারা হোসেনপুর গ্রামে থাকা ছোটখাটো একটি সোনার দোকানেকে টার্গেট করে। ক্রেতা সেজে ওই সোনার দোকানে গিয়ে তারা নাকছাবি, কানের দুল সহ নানা সোনার অলঙ্কার দেখতে থাকে। সঙ্গে দরদামও করতে থাকে। তারই মধ্যে হঠাৎই সোনার তিনটি নাকছাবি ও একটি কানের দুল নিয়ে তারা চম্পট দেয়। এমনটা দেখেই দোকানদার চোর চোর বলে চিৎকার শুরু করে দেন। তা শুনে স্থানীয়রা ছুটে গিয়ে ওই ইরানি বাবা ও ছেলেকে ধরে ফেলেন।
দোকান মালিক বুদ্ধদেব হাজরা জানিয়েছেন, দামি একটি চারচাকা গাড়িতে চড়ে শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট নাগাদ দু’জন তাঁর দোকানে আসে। ভাঙা ভাঙা হিন্দিতে তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। তাদেরকে দেখে প্রথমে সন্দেহজনক মনে হয়নি। দু’জনের মধ্যে একজন ব্যক্তি সোনার অলঙ্কার দেখার সময় কথা বলতে বলতে একটি নাকছাবি কায়দা করে সরিয়ে ফেলে। বুদ্ধদেব বলেন, এমনটা দেখেই তিনি সতর্ক হয়ে যান। এরপর মুহূর্তে মধ্যে আরও কিছু গয়না নিয়ে তারা ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও এলাকার লোকজন তাদের ধরে ফেলে। তবে গাড়িটি নিয়ে চালক পালিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কথা বুদ্ধদেব জানিয়েছেন।
ধৃতদের থানায় নিয়ে গিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় মন্তেশ্বর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ পুলিশ জানতে পারে, গয়না চুরির উদ্দেশ্যেই ওই দু’জন সোনার দোকানে ঢোকে। তাদের কাছ থেকে দু'টি পাসপোর্ট ও প্রায় আড়াই হাজার মার্কিন ডলার উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশের আরও দাবি, ইরানের বাসিন্দা বাবা ও ছেলে ভিসা নিয়ে ভারতে এসেছিল। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কোনও উদ্দেশ্যে তারা ভারতেই থেকে গেছে। দিল্লি সহ ভারতের আরও বেশ কিছু জায়গায় তারা গিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। কালনা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) রাকেশ কুমার চৌধুরি জানিয়েছেন, ধৃতদের বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও