আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়ি বা বড় কোনও অনুষ্ঠানে খাওয়া-দাওয়া, গান-বাজনার বাইরেও এমন অনেক কিছু ঘটে, যা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কখনও সাজপোশাক, কখনও এলাহি আয়োজন নজর কাড়ে। তবে মাঝে মাঝে এমন কিছু অপ্রত্যাশিত মুহূর্ত তৈরি হয়, যা ক্যামেরাবন্দি হয়ে নিমেষে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, যেখানে এক মহিলার কীর্তি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

সম্প্রতি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা অনুষ্ঠানে খেতে বসেছেন। হঠাৎই তিনি একটি চিকেনের লেগ পিস টিস্যু পেপারে মুড়ে সন্তর্পণে নিজের ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে রাখলেন। তাঁর এই কাজ ক্যামেরায় রেকর্ড করে অনলাইনে শেয়ার করা হয়।

ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনটি আরও তির্যক। তাতে লেখা, "এখন বুঝতে পারলাম মহিলারা কেন সঙ্গে সব সময় পার্স রাখে। ভিডিয়োটি দেখুন, আপনিও মজা পাবেন।"

অনলাইনে পোস্ট হওয়ার পর থেকে ভিডিওটি ৮০ হাজারের বেশি মানুষ দেখেছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে এটি ছড়িয়ে পড়তেই ব্যবহারকারীরা নানা ধরনের প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।

একজন ব্যবহারকারী লিখেছেন, "পার্সের সঠিক ব্যবহার একেই বলে।"

অন্য একজনের মন্তব্য, "ইনি কি নিজের বাবুর জন্য ভাবছেন, না কি নিজের জন্য!"

আরেকজন রসিকতা করে লিখেছেন, "এতদিনে বুঝলাম, পার্সে শুধু মেকআপের জিনিস নয়, আপৎকালীন খাবারও থাকে।"

এক ব্যক্তি আবার প্রশ্ন তুলেছেন, "পার্টিতে গিয়ে এমনভাবে চিকেন চুরি কে করে ভাই?"

তবে সকলেই যে বিষয়টিকে মজার ছলে দেখেছেন, তা নয়। অনেকেই ওই মহিলার সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁদের মতে, তিনি হয়তো খাবার নষ্ট করতে চাননি।

একজনের মন্তব্য, "হয়তো বাড়ির পোষ্যটির জন্য নিয়ে যাচ্ছেন!! এটা তো খুব ভাল উদ্যোগ।"

অন্য একজন লিখেছেন, "আমি নিশ্চিত এটা কোনও কুকুরের জন্য... নিজের প্লেট থেকে একটু খাবার সরালে এমন ভিডিও করার কী আছে! এটা তো পোষ্যের প্রতি তাঁর ভালবাসা এবং যত্ন ছাড়া আর কিছুই নয়।"

আরও পড়ুনঃ গর্ভপাতের পরেও 'ওটা' চাই, নয়তো চাকরি খেয়ে নেব! মহিলা কর্মীর প্রতি ক্রীতদাসী সুলভ আচরণে রাগে ফুঁসছে নেটপাড়া...

আরেকজন নেটিজেন বলেন, "এটা ১০০ শতাংশ কুকুরের জন্যই। বাড়ি ফেরার পথে হয়তো তিনি কোনও রাস্তার কুকুরকে খাওয়াবেন। নিজের প্লেটের খাবার বাঁচানোর জন্য আমি নিজেও এমনটা করি। এতে এত শোরগোলের কী আছে!"

অন্য এক ব্যবহারকারী বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখে লিখেছেন, "উনি খাবার নষ্ট করেননি... এতে তো খুশি হওয়া উচিত... কেন ‘ধরা পড়া’র মতো শব্দ ব্যবহার করা হচ্ছে? খাবার নষ্ট করলে আপনাদের জন্য ঠিক ছিল, আর উনি খাবার বাঁচিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিলেন, সেটা কি অন্যায়?"

আরও পড়ুনঃ হাত বেঁধে বেল্ট দিয়ে... ‘বিকৃত আনন্দ’ পেতে স্ত্রীর সঙ্গে এ কী করলেন স্বামী? অন্ধ্রের ঘটনায় শিউরে উঠছে দেশ...

এই ঘটনার পর নেটদুনিয়ায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— মহিলার এই কাজকে কি খাবারের অপচয় বাঁচানো বলা হবে, না কি চুরি? বিতর্ক চলছে, চলবে।