আজকাল ওয়েবডেস্ক: মিমো চক্রবর্তীর পর এবার মিঠুন চক্রবর্তীর আরেক ছেলে নমশি চক্রবর্তী তোপ দাগলেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিঠুনপুত্র দাবি করেন, “বলিউডের মানুষরা অত্যন্ত কপট।”
হঠাৎ কেন এমন বিস্ফোরক তিনি? আসলে বাবা মিঠুনের চরিত্র নিয়ে কথা বলার প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। জানান, বলিপাড়ার অধিকাংশ মানুষ কপট হলেও বাবা মিঠুনের তেমনটা নন। তিনি ব্যতিক্রম। নমশি এও বলেন, “বাবা তারকা হওয়ার পরেও, সৎ, নিষ্ঠাবান এবং একেবারে মাটির মানুষ।” তাঁর কথায়, মিঠুন এক সময় প্রায় ১০০ টি কম বাজেটের ছবিতে অভিনয় করেছেন। আর তারই সুযোগ নিয়েছে বলিউড, তাঁকে ‘বি গ্রেড’ ছবির নায়ক হিসাবে দাগিয়ে দেওয়া হয়েছে। এর কারণ বলিউডের স্বজনপোষণ। তাঁর দাবি, মিঠুন বাঙালি হওয়ার জন্যেই এমনটা করা হয়েছে তাঁর সঙ্গে। নমশির সাফ কথা, বলিউডে “প্রতিভা নয়, কার কী পদবী সেটা দেখা হয়।”
প্রসঙ্গত, ২০২০ সালে ব্যাড বয় ছবিতে প্রথমবার বড় পর্দায় আসেন নমশি। কিন্তু সেই ছবি খুব একটা সফল হয়নি। দাদা মিমোর মতোই বলিউডে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। তবে শুধু মিঠুন পুত্ররাই নয়। কিছুদিন আগে কার্যত একই কথা বলে একটি ভিডিও পোস্ট করেন ইরফান খানের পুত্র বাবিল। সেই ভিডিও নিয়েও তুমুল বিতর্ক হয়। সব মিলিয়ে বলিউড অভিনেতারা আদৌ ব্যক্তিগত জীবনে কতটা সৎ তা নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির ভিতরেই।
