
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন বিরাট কোহলি। বিসিসিআইকে একথা জানিয়েও দিয়েছেন বিরাট কোহলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বোর্ড তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে। সামনেই ইংল্যান্ড সিরিজ। রোহিত টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন। এখন বিরাটও অবসর নিয়ে ফেললে ইংল্যান্ডে অভিজ্ঞতার অভাবে ভুগবে ভারতীয় দল।
প্রসঙ্গত, ২০১১ সালে টেস্ট অভিষেক হয় বিরাটের। ১২৩ টেস্টে করেছেন ৯২৩০ রান। শতরান ৩০টি। আর তাই অভিজ্ঞ এই ব্যাটার এখনই টেস্ট থেকে অবসর নিন, তা বোর্ড চাইছে না। সূত্রের খবর, বোর্ডের কর্তারা কোহলির সঙ্গে কথা বলছেন। ইংল্যান্ড সফরের আগে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলছেন। কারণ ইংল্যান্ড সিরিজে কোহলির অভিজ্ঞতা দলের কাজে লাগবে বলেই ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করছে।
বোর্ডের এক শীর্ষ কর্তা বলেছেন, ‘বিরাট এখনও ফিট। রানের জন্য ক্ষুধার্ত। ড্রেসিংরুমে বিরাটের উপস্থিতি দলকে উদ্ধুদ্ধ করে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের তরফে বিরাটকে বিষয়টা ভেবে দেখার কথা বলা হয়েছে।’
বিরাট অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। বিরাট ভক্তরাও চাইছেন তিনি যেন এখনই টেস্ট থেকে অবসর না নেন।
জানা গেছে ইংল্যান্ড সফরের জন্য দল নির্বাচনী সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটি। প্রসঙ্গত, ভারত–ইংল্যান্ড প্রথম টেস্ট হেডিংলিতে শুরু হবে ২০ জুন।
তবে এটা ঘটনা বিরাট না গেলে ইংল্যান্ডে অনভিজ্ঞ দল নিয়ে যেতে হবে ভারতকে। তার উপর রোহিত অবসর নেওয়ায় টেস্টে নতুন নেতা বাছতে হবে। তাই নির্বাচকদের কাজটা অত্যন্ত কঠিন হতে চলেছে।
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ
এবারে ব্যালন ডি'অর অনুষ্ঠান কবে? জানিয়ে দিল আয়োজক সংস্থা
আইপিএলে দুরন্ত পারফরম্যান্স, ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে ফিরতে চলেছেন রাহুল
ভারত সিরিজের আগে আর মদ ছোঁবেন না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক
বেঙ্কটেশকে ছাঁটাই করতে চলেছে কেকেআর, রাখবে না পণ্ডিতকেও
ভারত এশিয়া কাপ বয়কট করেছে! শুনেই মাথায় বাজ পড়ার অবস্থা বোর্ড সচিবের