আজকাল ওয়েবডেস্ক: সূত্রের খবর, তিনটি পাকিস্তান যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়েছে ভারত।  জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনই। যদিও সরকারের তরফ থেকে সে কথা নিশ্চিত করে বলা হয়নি। তেমনই খবর মিলেছে পাক বিমান বাহিনির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে যুদ্ধের সময় রিয়াল টাইম বা সরাসরি খবর দেওয়ার বিষয়ে বারংবার সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। সেই কথা মাথায় রেখেই এই খবরের অনেকটা নির্ভর করছে সূত্রের ওপর। সেই কারণেই সরকারের নিশ্চয়তা ছাড়া এগুলিতে সিলমোহর দেওয়াও মুশকিল।

এছাড়াও খবর মিলেছে, করাচি বন্দরেও হামলা চালিয়েছে আই এন এস বিক্রান্ত। ১৯৭১ সালের পর প্রথমবার যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে ভারতীয় নৌবাহিনী। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ভারতীয় নৌবাহিনী শেষবার যুদ্ধে অংশ নেওয়ায় নতুন এক দেশের জন্ম হয়েছিল। এবারেও সেই কারণে  নৌবাহিনীর এই লড়াইকে অন্য চোখে দেখা হচ্ছে।

 

?ref_src=twsrc%5Etfw">May 8, 2025

বৃহস্পতিবার টানা দ্বিতীয়বার পাকিস্তান জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের একাধিক স্থানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে পাক হামলা প্রতিহত করেছে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করেছে।

আরএস পুরা সেক্টর থেকে ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে কুপওয়ারা এবং বারামুল্লায় নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে পাকিস্তানের পক্ষ থেকে তীব্র গুলিবর্ষণ চলে। ভারতীয় সেনাবাহিনীও প্রতিশোধ নিচ্ছে। পাকিস্তান সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা এবং আর্নিয়া সেক্টর লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার সবকটিই ভারতের এস-৪০০ সিস্টেম দিয়ে প্রতিহত করেছে।