
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের পর পোলিশ রেফারি সাইমন মার্সিনিয়াকের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হ্যান্সি ফ্লিক। ভারতীয় সময় মঙ্গলবার মধ্যরাতে স্যান সিরোতে ৩-৪ গোলে হারে বার্সেলোনা। প্রথম লেগের মতো এদিনও জোড়া গোলে পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরায়। কিন্তু অতিরিক্ত সময় চতুর্থ গোল হজম করে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে রেফারির ওপর ক্ষোভ উগরে দেন বার্সেলোনার কোচ। দুটো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। প্রথমত, পাও কুবারসির বিরুদ্ধে সিদ্ধান্ত, যার ফলে পেনাল্টি দেওয়া হয় ইন্টার মিলানকে। দ্বিতীয়ত, বক্সের মধ্যে লামিনে জামালকে ফাউল করা সত্ত্বেও পেনাল্টির বদলে ফ্রিকিক দেওয়া হয়। মাঠে বার্সার প্লেয়াররা এবং রিজার্ভ বেঞ্চও এই নিয়ে প্রতিবাদ জানায়। ফ্লিক বলেন, 'আমি রেফারি নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। তবে সমস্ত ৫০-৫০ সিদ্ধান্ত ইন্টারের পক্ষে যায়। আমি হতাশ, তবে আমার দলকে নিয়ে নয়। ওরা আপ্রাণ চেষ্টা করেছে। আমরা আউট হয়ে গিয়েছি। তবে পরের বছর ফ্যানদের খুশি করার চেষ্টা করব। আমি দুঃখিত। আমার দল ভাল খেলেছে। আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। আমি কি মনে করছি, সেটা আমি রেফারিকে সরাসরি বলেছি। যা এখানে বলতে চাই না।'
ট্রেবেলের সম্ভাবনা ছিল বার্সেলোনার। তবে এবার আবার লা লিগায় ফোকাস ফেরাবে। টেবিল শীর্ষে রয়েছে জামালরা। রবিবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি। ২০১৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার হাতছানি ছিল বার্সার সামনে। কিন্তু এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল। হার থেকে শিক্ষা নিয়ে টানা চতুর্থবার রিয়েল বধের লক্ষ্যে নামবে বার্সা। ফ্লিক বলেন, 'আমরা এই হার থেকে শিক্ষা নেব। আমাদের ট্রেনিংয়ের বিশেষ সুযোগ নেই। সপ্তাহের শেষে আমরা ফিরব। হতাশ হওয়া স্বাভাবিক। দলের সম্মান প্রাপ্য। আমরা জয়ের জন্য খেলি। আমরা খেতাব জিততে চাই। সামনেই লা লিগার কঠিন ম্যাচ। প্রস্তুতির জন্য মাত্র কয়েকদিন সময় আছে। বাড়ি ফিরে প্রত্যেক প্লেয়ার আয়নার সামনে দাঁড়িয়ে গর্ববোধ করতে পারবে।' ফ্লিকের দাবি, এই হারের প্রভাব পড়বে না এল ক্লাসিকোয়। ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন বার্সেলোনার কোচ।
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
বিশ্বকাপে দেখা যাবে না ভারত–পাক ম্যাচ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের