শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ধাঁধার থেকেও জটিল তুমি! ইডেন জুড়ে হাহাকার-ধ্বনি, মাহি রহস্য ভেঙে ভক্ত রামবাবু বললেন, 'ধোনি স্যরের হাঁটু...'

KM | ০৬ মে ২০২৫ ২১ : ১৪Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: তখন কলকাতা নাইট রাইডার্স ইডেনে প্র্যাকটিসে ব্যস্ত। বাইরে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে অপেক্ষমান অসংখ্য ধোনি-ভক্ত। জয়ধ্বনি দিচ্ছেন তাঁরা। চেন্নাই সুপার কিংস অধিনায়কের নাম ধরে চলছে মহাধ্বনি। 

বোঝা দায় ইডেন গার্ডেন্স কাদের হোমগ্রাউন্ড-সিএসকে নাকি কেকেআরের? শেষপর্যন্ত যার জন্য এত অপেক্ষা, অনন্ত প্রতীক্ষা, সেই মহেন্দ্র সিং ধোনির পা পড়ল না ইডেনে। ম্যাচের আগেরদিনের অনুশীলনে অনুপস্থিত মহেন্দ্র সিং ধোনি। নিজেকে সরিয়ে রাখলেন তিনি। মন ভাঙল উপস্থিত ভক্তদের। 

ধোনির খেলা দেখতে শহর কলকাতায় হাজির তাঁর আদ্যন্ত ভক্ত রামবাবু। তিনিও কি বাকিদের মতো হতাশ নন? আজকাল ডট ইন-কে রামবাবু বললেন, ''দেখুন, ধোনি স্যরের জন্য সবাই অপেক্ষায় ছিলেন। মাহিভাই না আসায় হতাশ নিশ্চয় সবাই হয়েছেন। কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে। মাহিভাইয়ের হাঁটু ফোলা রয়েছে। ম্যাচের দিন ২০ ওভার কিপিং করতে হবে, নেতৃত্বে দিতে হবে দলকে, তারপরে ব্যাট হাতে নেমে পড়বেন মাহিভাই। তবে আজ মাঠে আসতেও পারতেন। দু-একটা বল মেরে চলে যেতেন। তাহলেই ভক্তরা খুশি হয়ে যেতেন। মাহিভাই নিজের অবস্থা নিজেই ভাল বুঝতে পারেন। টিম মিটিংয়ে মাহিভাই নিশ্চয় তাঁর বিখ্যাত পেপ টক দেবেন।'' 

শচীন তেণ্ডুলকরের 'সুপারফ্যান' সুধীর গৌতম। মহেন্দ্র সিং ধোনির বড় ভক্তের নাম রামবাবু। ধোনির টানে গোটা দেশ ঘুরে বেড়ান তিনি। বেঙ্গালুরু থেকে সোজা চলে এসেছেন কলকাতায়। ইডেনে এসে ধোনির প্রতি ভক্তদের ভালবাসা দেখে একেবারেই বিস্মিত নন তিনি। বলছেন, ''ধোনি স্যর যে মাঠেই যাবেন, সেই মাঠই তাঁর হোম গ্রাউন্ড হয়ে যাবে। তবে চেন্নাইয়ের এবারের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। কেকেআরের প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। সিএসকের নেই। পচা শামুকেও তো পা কাটে। আর সেরকম হলে কেকেআরই সমস্যায় পড়বে।'' 

চেন্নাই সুপার কিংস পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। কিন্তু এবার হতশ্রী পারফরম্যান্স করেছে তারা। রামবাবু বলছেন, ''চেন্নাই সুপার কিংস পাঁচবারের চ্যাম্পিয়ন। ফাইনালে না উঠলেও প্লে অফে কোয়ালিফাই করে। এবারও চেন্নাই সুপার কিংসকে নিয়ে আশার পারদ চড়ছিল। কিন্তু এবারের পারফরম্যান্স একেবারে জিরো। কোনও কিছুই ঠিকঠাক হল না। টিম নির্বাচনও ঠিক হয়নি। সমস্যাটা ঠিক কী, তা বুঝতে পারলাম না।''

ফিনিশার ধোনিকেও দেখা গেল না চলতি আইপিএলে। নিন্দুকরা বলছেন, ব্র্যান্ড ধোনি ধাক্কা খাচ্ছে। ঘরের মাঠে লাগাতার হারছে সিএসকে। বাইরে গিয়েও হারের মুখ দেখতে হচ্ছে। সমালোচকরা বলছেন, ধোনির সুনামেও তো কালি লেপে যাচ্ছে। রামবাবু বলছেন, ''কথায় বলে, যে তারা খসে পড়ছে, তার সমালোচনা করে সবাই। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। তারপরে হয়তো ছেড়েও দিতে পারত মাহিভাই। কিন্তু ভক্তদের জন্য ছাড়তে পারল কোথায়! এই আইপিএল চায় ব্র্যান্ড ধোনিকে। আইপিএলের জনপ্রিয়তার জন্য ধোনিস্যরকে খুব দরকার। ওঁর থাকাটা খুব জরুরি।'' 

একসময়ে ক্রিকেট খেলেছেন রামবাবু। চুল বড় রাখতেন। মোহালিতে তিনিই হয়ে গিয়েছিলেন ধোনি। সবাই তাঁকে 'ধোনি-ধোনি' বলেই ডাকতে শুরু করেন। কিন্তু ক্রিকেট নিয়ে এগনো হয়নি বেশিদূর। আর্থিক অনটনের জন্য মাঝপথেই ক্রিকেটের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে যায়। ক্রিকেটের সঙ্গে বিচ্ছেদ ঘটলেও ক্রিকেট-প্রেমে এখনও তিনি আচ্ছন্ন। নিজের জীবন দিয়েছেন ক্রিকেটকে। ১৬ বছর বয়স থেকে দেশের সমর্থনে বিদেশের মাঠে মাঠে ঘুরেছেন। বিদেশের সবুজ গালচেতে দেশের পতাকা উড়িয়ে তিনিই দেশের প্রতিনিধি। তিনিই ধীরে ধীরে হয়ে উঠেছেন ধোনির সুপারফ্যান। 

রামবাবু বলছেন, ''এই বছরটা ভাল গেল না সিএসকে-র। পরের বছর ভাল দল গড়ে কামব্যাক করার নিশ্চয় চেষ্টা করবে ধোনি স্যার। ভক্তদের জন্যই আগামী বছরও ধোনি স্যর খেলবেন। নিরাশা নিয়ে মাহিভাই কখনওই সরে যাবেন না। বরং শেষ করবেন সাফল্যের চূড়ায় থেকে। নিভে যাওয়ার আগে একবার জ্বলে উঠবেন মাহিভাই। তার পর হয়তো সেই মাহেন্দ্রক্ষণ।'' 

রামবাবু বলছেন বটে। ভক্তরা কি মানবেন! মনে হয় না। সিংহহৃদয় ধোনির জন্য ভক্তরা যে সবসময়ে গেয়ে চলেছেন, 'কভি আলবিদা না কহেনা।'

 


Ram BabuMS DhoniCSK vs KKR

নানান খবর

নানান খবর

নির্বাচকদের নয়নের মণি বুমরাহ! পাঁচ টেস্ট খেলতে না পারলেও তিনিই দলের 'রত্ন', কোপ পড়ে সামিদের উপরে

‘এপ্রিলেই নাকি কোহলি জানিয়েছিলেন’, দল ঘোষণার মাঝেই উঠল বিরাট প্রসঙ্গ, কী বললেন আগরকর?

টেস্টের নতুন নেতা গিল, বাদ পড়লেন সামি, ইংল্যান্ড সিরিজের দল ঘোষিত 

ইংল্যান্ডে সব টেস্ট খেলতে পারবেন না, বোর্ডকে জানিয়ে দিলেন এই পেসার

লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট

ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ 

দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ

লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির 

বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের 

মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?

মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা

'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?

'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও

ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের

ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!

আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়

কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?

সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?

নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের

সোশ্যাল মিডিয়া