শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০২ মে ২০২৫ ১৯ : ৫৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ‘শত্রু’, ‘মৌচাক’-এর মতো কমার্শিয়াল ছবি করার পাশাপাশি ‘ইন্টারভিউ’, ‘শাখাপ্রশাখা’র মতো অন্য ধারার ছবিও চুটিয়ে করেছেন তিনি। অঞ্জন চৌধুরীর পাশাপাশি কাজ করেছেন মৃণাল সেন, সত্যজিৎ রায়ের ছবিতেও! তিনি, রঞ্জিত মল্লিক। সত্যজিতের পরিচালনায় 'শাখা প্রশাখা' ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে। কীভাবে সেই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন ‘শত্রু’র নায়ক? কেমন ছিল সেই ছবিতে কাজ করার অভিজ্ঞতা? সত্যজিৎ কি শুটিংয়ের সময় তাঁর অভিনেতাদের বকাঝকা করতেন? আড্ডার মেজাজে তাঁর ‘মানিকদা’-কে নিয়ে স্মৃতির দীঘিতে ডুব দিলেন রঞ্জিত মল্লিক।
“ ‘শাখাপ্রশাখা’ ছবিতে গভীর সমাজ সচেতনতা যেমন আছে, জীবনকে নানা দৃষ্টিকোণ থেকে দেখার অবকাশও রয়েছে এই ছবিতে। আবার শহুরে উচ্চবিত্ত সমাজের এক অন্তর্লীন সংকট তুলে ধরেছিলেন মানিকদা। হোয়াট আ জিনিয়াস হি ওয়াজ! ওঁর মতো জিনিয়াস শতাব্দীতে একজন আসে কি না সন্দেহ। বিশ্বাস করুন, আমার অভিনেতা জীবনের অন্যতম সেরা সম্পদ, পুরস্কার ওঁর পরিচালনায় অভিনয় করার সুযোগ পাওয়া। দেখুন, মানিকদা-কে নিয়ে কিছু বলার মতো আমার মতো ক্ষুদ্র অভিনেতার শোভা পায় না। তবু বলব, প্রতিটি শটে ওঁর কি ডিটেলিং, কী ঝকঝকে এক্সিকিউশন- আজও ভাবলে অবাক হয়ে যাই।”
কীভাবে সুযোগ পেয়েছিলেন শাখা প্রশাখা ছবিতে? তড়িঘড়ি জবাব এল - " সেটা আটের দশকের একদম শেষের দিকে। আমি বোম্বে গিয়েছিলাম দাদার কাছে। আমার স্ত্রী ফোন করে জানালেন, সত্যজিৎ রায় নিজে ফোন করেছিলেন। আমাকে যোগাযোগ করতে বলেছেন। বাড়ি ফিরেই ছুটেছিলাম বিশপ লেফ্রয় রোডের রায় বাড়িতে। মানিকদা আমাকে জানালেন, 'শাখাপ্রশাখা' ছবির কথা। বললেন , ‘তোমাকে নিয়ে এরকম একটি প্রতিবাদী চরিত্র ভাবছি, করবে কি না?’ আমি তখন মনে মনে বলছি, ‘করব মানে? আলবৎ করব!’ এরপর একটা আউটলাইন দিয়েছিলেন প্রথমে। সেদিনই দারুণ লেগেছিল।"
"...তারপর একদিন ওঁর বাড়িতে স্ক্রিপ্ট রাইডিং সেশনে ডাকলেন এই ছবির সব অভিনেতা-অভিনেত্রীদের। গেলাম। উনি পড়লেন সবটা, বুঝিয়ে দিলেন থেমে থেমে, যখন যেটুকু প্রয়োজন। মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওঁর বাচনভঙ্গি এবং সর্বোপরি আমার জন্য যে চরিত্রটি যেভাবে লিখেছিলেন মানিকদা। একটা মজার কথা বলি, আমার অভিনীত বেশিরভাগ চরিত্রই প্রতিবাদী। ‘ইন্টারভিউ’ দিয়ে শুরু করেছিলাম, সেখানেও প্রতিবাদী আর সত্যজিতের ছবিতেও প্রতিবাদী!” বলতে বলতে জোরে হেসে ওঠেন তিনি।
শুটিংয়ের সময় মাথাগরম করতেন সত্যজিৎ? অল্পসল্প বকা দিতেন অভিনেতাদের? মুহূর্তের মধ্যে জবাব এল – “কী বলছেন! একদম না। খুব অর্গানাইজড ছিলেন মানিকদা। উৎসাহ দিতেন শিল্পীদের। 'এক্সিলেন্ট', 'গুড' এসব বলতেন। আলাদা করে প্রশংসা করতেন না। তবে ওটুকু শুনলেই বোঝা যেত উৎরে গিয়েছি। সেটাই বা কম কী! আফটার অল, সত্যজিৎ বলছেন 'ভাল'। আর কী চাই মশাই! অভিনেতাদের ভীষণ স্বাধীনতা দিতেন। খুব বাস্তব সংলাপ ছিল। আমাকে নির্দেশ দিয়েছিলেন, 'এমনিতে যেমন করে বাড়িতে কথা বল, সেরকমভাবেই বল।' চরিত্রটা একটু বুঝিয়ে দিয়েছিলেন। ব্যস!”
কথাশেষে বর্ষীয়ান তারকার সংযোজন, “ আরও একটা মজার কথা বলি ভাই আপনাকে। 'শাখাপ্রশাখা' মুক্তি পেয়েছিল ১৯৯০-এ। তখন আমি চুটিয়ে বাণিজ্যিক ছবিতে কাজ করছি। সঙ্গে রয়েছে অ্যাকশন ছবি-ও। ‘শত্রু’ ছবির পর থেকে আমার লুক মানে গোঁফ মাস্ট! সব ছবিতেই। একমাত্র মানিকদার 'শাখাপ্রশাখা' ছবিতেই আমার গোঁফ ছিল না। মানিকদা-ই তা যোগ করতে বারণ করেছিলেন। আসলে আমার এমনিতেই বরাবর ক্লিন শেভন লুক। ওঁর সেটাই পছন্দ হয়েছিল। ও হ্যাঁ, আর নো মেকআপ। এক বিন্দু মেকআপ করিনি 'শাখাপ্রশাখা'-তে....”
নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আমার বস'-এর গানে হৃতিক-স্টাইলে ডান্স ফ্লোরে শিবপ্রসাদ মুখোপাধ্যায়! সঙ্গে তাল মেলালেন কারা?

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?