শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ এপ্রিল ২০২৫ ১৯ : ২৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়ে গেল কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ ডিভিশন। পশ্চিমবঙ্গ সরকার এবং আইএফএর যৌথ উদ্যোগে সূচনা হল কলকাতা মহিলা ফুটবল লিগের। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল এবং মৈত্রী সংসদ। ৮-১ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় লাল হলুদ। ছেলেরা ব্যর্থ হলেও, মশাল এগিয়ে নিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর কন্যাশ্রী কাপের অভিষেক ম্যাচেও বিরাট জয়। মোট ১৪ দলের টুর্নামেন্ট। প্রাথমিকভাবে ১৬ দল থাকলেও, দুটো দল নাম প্রত্যাহার করে নেয়। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়াও ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, দুই সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস সহ আইএফএর অন্যান্য কর্তারা।
মেয়েদের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সবরকম সাহায্য করতে তৈরি রাজ্য সরকার। কন্যাশ্রী কাপের প্রতি ম্যাচে স্পটার রাখার আর্জি জানান ক্রীড়ামন্ত্রী। প্রত্যেক পজিশন থেকে চার জনকে বেছে নিয়ে মোট ৪৪ জনের একটি দল করতে চান। যাদের কোনও ভাল কোচের অধীনে রেখে সারা বছর প্রশিক্ষণ দেওয়া হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, 'বেশ কয়েক বছর ধরে কন্যাশ্রী কাপ ভাল করে হচ্ছে। প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা আমাদের প্রয়াস। ফুটবলের উন্নতি করতে হলে আমাদের স্পটার রাখতে হবে। ঠিকঠাক ফুটবলার চয়ন করতে হবে। প্রত্যেক পজিশনে চারজন করে বেছে নিতে হবে। মোট ৪৪জন প্লেয়ার বেছে নিয়ে ভাল কোচের অধীনে তাঁদের নিয়ে কোচিং ক্যাম্প করতে হবে। যাতে সারা বছর মেয়েদের ফুটবলমুখী করে রাখা যায়। তাহলে বাংলাও একদিন চ্যাম্পিয়ন হবে।' আগের বছরও ক্রীড়ামন্ত্রীকে প্রতিভাবান প্লেয়ারদের তালিকা দিয়েছিল আইএফএ। কিন্তু অরূপ বিশ্বাস জানান, সেই তালিকায় কোনও হোমওয়ার্ক ছিল না। তাই এবার এই বিষয়ে আরও সক্রিয় আইএফএ সচিব। অনির্বাণ দত্ত জানান, প্রত্যেক ম্যাচে স্পটার থাকবে। ম্যাচের পরই প্রতিভাবান ফুটবলারদের তালিকা ক্রীড়ামন্ত্রীর দফতরে পাঠিয়ে দেওয়া হবে। কন্যাশ্রী কাপের উদ্বোধনী ম্যাচ ছিল দুপুর তিনটেয়। বেশিরভাগ ম্যাচই দুপুরে রাখা হয়েছে। কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে খেলা সকালে রাখার অনুরোধ জানান ক্রীড়ামন্ত্রী।
মেয়েদের ফুটবলে ইস্টবেঙ্গলের পাশাপাশি সফল শ্রীভূমি ফুটবল ক্লাবও। ইন্ডিয়ান উইমেন্স লিগে তৃতীয় হয় শ্রীভূমির মেয়েরা। অতীতে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়নও হয়েছে। রিম্পা হালদার, মৌসুমী মুর্মুরা উঠে এসেছে, যারা জাতীয় শিবিরেও সুযোগ পেয়েছে। মেয়েদের ফুটবলে আরও সাফল্যের বিষয়ে আশাবাদী দমকল মন্ত্রী সুজিত বসু। পাশাপাশি জানালেন, মেয়েদের হকিতেও ফোকাস করছে রাজ্য সরকার। সুজিত বসু বলেন, 'মেয়েরা ভাল খেলছে। বাংলার মেয়েদের দিকে সবাই তাকিয়ে আছে। রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাচ্ছে মেয়েদের ফুটবল। এবার মেয়েদের হকিও শুরু হবে। সল্টলেক এবং ডুমুরজলাতে অ্যাস্ট্রোটার্ফ হচ্ছে। শীঘ্রই উদ্বোধন হবে।' কন্যাশ্রী কাপের মঞ্চে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতি মহিলাদের সম্মানিত করা হয়। এই তালিকায় ছিলেন স্পেশাল এডুকেটর এবং টেগোর ফাউন্ডেশনের কর্ণধার শ্রাবণী ব্যানার্জি, টাটা মেডিক্যাল সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট পেডিয়াট্রিক অনকোলজিস্ট ড. অর্পিতা ভট্টাচার্য এবং আরামবাগ ফুড মার্ট প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিয়াস রায়। কিক অফ করে কন্যাশ্রী কাপের সূচনা করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিল আতশবাজি প্রদর্শনী এবং স্মোকবোম্ব।
নানান খবর

নানান খবর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?