আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে উদ্ধার বোমা, আগ্নেয়াস্ত্র। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রবিবার সকাল থেকেই এলাকায় তল্লাশি চালানো হয়। তাতেই মিলেছে বোমা এবং আগ্নেয়াস্ত্রের খোঁজ। সূত্রের খবর, যাদের বাড়ি থেকে বোমা, অস্ত্র উদ্ধার হয়েছে, তারা তৃণমূল কর্মী। অভিযুক্তদের মতে, তারা ষড়যন্ত্রেরর শিকার। তারা ঘরছাড়া ছিল বহুদিন বলেও দাবি করা হয়েছে। যদিও দলের তরফে তা স্বীকার করা হয়নি। স্থানীয় নেতা জনিয়েছেন, সমাজ বিরোধী দুষ্কৃতীদের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়েছে। তৃণমূল কংগ্রেস অস্ত্রের রাজনীতি করে না বলেও উল্লেখ করা হয়েছে।
