আজকাল ওয়েবডেস্ক: রক্তাক্ত উপত্যকা। ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, হাহাকার, আর্তনাদ। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, প্রাণ গিয়েছে ২৬ জনের। সৌদি থেকে সফর কাঁটছাট করে ফিরেছেন প্রধানমন্ত্রী, সূত্রের খবর আজই বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। সর্ববভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার যোগ্য জবাব কিছুক্ষণেই দেবে ভারত, কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। 

 

বুধবার রাজনাথ সিং বলেন, এই ভয়াবহ হামলায় যারা দায়ী সেই সংগঠন, ব্যক্তিদের কিছু সময়ের মধ্যেই, দেশবাসীকে আশ্বস্ত করছেন।  প্রতিরক্ষামন্ত্রী দেশবাসীর উদ্দেশে বলেন, 'আমরা কেবল তাদের কাছেই পৌঁছবো না যারা আমাদের উপর আক্রমণ করেছে, আমরা তাদের কাছেও পৌঁছবো যারা ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চালানোর জন্য পর্দার আড়ালে লুকিয়ে ছিল। আক্রমণকারী এবং তাদের মাথা উভয়কেই লক্ষ্যবস্তু করা হবে।' এর আগে তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। মোদির বৈঠকেও উপস্থিত থাকবেন রাজনাথ সিং, সূত্রের খবর তেমনটাই। 

 

এর আগে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেন শোকগ্রস্ত পরিবারের সঙ্গে। মঙ্গলবার রাতেই জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন অমিত শাহ। তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। এদিন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে গিয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সেনার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও।