আজকাল ওয়েবডেস্ক:‌ ২৮ সেপ্টেম্বর ভারত এশিয়া কাপ জিতেছিল। পাকিস্তানকে হারিয়ে। তারপর একমাসেরও বেশি কেটে গিয়েছে। কিন্তু ভারতের হাতে এখনও আসেনি এশিয়া কাপ। যা নিয়ে বিতর্ক চলছে। নকভির হাত থেকে ট্রফি না নেওয়ায়া তিনিও টিম ইন্ডিয়াকে ট্রফি দিতে নারাজ।


তবে বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়ার আশা, এক–দু’দিনের মধ্যেই মুম্বইয়ে বিসিসিআই দপ্তরে ট্রফি চলে আসবে। যদিও এর অন্যথা হলে নকভির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঙ্কার দিয়েছেন বোর্ড সচিব।


সংবাদ সংস্থা পিটিআই’কে সইকিয়া বলেছেন, ‘‌এক মাস কেটে গিয়েছে। এখনও আমাদের হাতে ট্রফি দেওয়া হয়নি। বিষয়টা নিয়ে আমরা বিরক্ত ও অসন্তুষ্ট। এটা নিয়ে বহুবার বলা হয়েছে। ১০ দিন আগেও এসিসি’র চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছিল। তারপরেও বিষয়টার সমাধান হয়নি। এখনও নিজেদের হেফাজতেই ট্রফি রেখে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আশা করি এক–দু’দিনের মধ্যে মুম্বইয়ে বিসিসিআই দপ্তরে ট্রফি চলে আসবে।’‌ 


কিন্তু এর অন্যথা হলে আইসিসি’র বৈঠকে বিষয়টি জানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিসিসিআই সচিব। তাঁর কথায়, ‘‌বিষয়টি কীভাবে মোকাবিলা করতে হবে, তা আমরা জানি। ট্রফি ভারতে ফিরবেই। এ ব্যাপারে দেশের জনগণকে আশ্বস্ত করতে পারি। আমরা পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছি। ট্রফি জিতেছি। কেবল ট্রফিটাই আসছে না। আশা করি, শুভবুদ্ধির উদয় হবে।’‌ প্রসঙ্গত, ৪ নভেম্বর দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ত্রৈমাসিক বৈঠক। ট্রফি না এলে ভারতীয় ক্রিকেট বোর্ড ওই বৈঠকে তীব্র ঝামেলা করবে বলে জানা গিয়েছে। 


তবে এটা ঘটনা, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে কোনও দলেরই সমর্থন পাননি নকভি। যেভাবে তিনি ট্রফি নিয়ে পালিয়েছেন, তা কোনও দেশই সমর্থন করেনি। সূত্রের খবর, ভারতের দুই প্রতিনিধি রাজীব শুক্লা এবং আশিস শেলার ট্রফি ইস্যুকে সামনে রেখে প্রতিবাদও করেছিলেন। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল নকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকার করেছিল। পরিবর্তে ট্রফি নিয়ে ‘চম্পট’ দেন নকভি। এবার বিসিসিআই সচিবও যা নিয়ে সরব। এক–দু’দিনের মধ্যে ট্রফি ফেরত না পেলে আইসিসি’র সভায় বিষয়টা জানানো হবে বলে হুঙ্কার ছেড়ে দিলেন তিনি।