
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার কুলতুলি ও রায়দিঘি বিধানসভা কেন্দ্রের সংযোগকারী মনি নদীর উপর তৈরি বাঁশের সাঁকো ভেঙে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়তে হল অন্তত ১৫-২০টি গ্রামের হাজার হাজার মানুষকে। জানা গিয়েছে, বিগত ছ’মাস ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল ওই সাঁকোটি। সেই অবস্থাতেই প্রতিদিন অন্তত ২০-৩০ হাজার মানুষ যাতায়াত করতেন তার ওপর দিয়ে।
কিন্তু বর্তমানে সাঁকোটি পুরোপুরি বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই পারের বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সাঁকো ভেঙে বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। চিকিৎসা, বাজার, স্কুল এমনকি নানা জরুরি প্রয়োজনেও বিপাকে পড়তে হচ্ছে আমজনতাকে। দেবপ্রসাদ পাল নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ‘আমাদের নিকটতম হাসপাতাল প্রায় ১০ কিলোমিটার দূরে। এই সাঁকোই ছিল একমাত্র রাস্তা। এখন সেই যোগাযোগ সম্পূর্ণ বন্ধ’।
একই মতামত স্থানীয় টোটোচালক সইরুদ্দিন মন্ডলের। তিনি জানান, ‘সাঁকোর এই অবস্থার কারণে এপারের টোটো ওপারে যেতে পারছে না, ওপারের টোটোও এপারে আসতে পারছে না। যাত্রী কমে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে রোজগার’। মনিরতট গ্রাম পঞ্চায়েতের সদস্য শওকত আলি গাজির মতে, ‘প্রশাসন, পঞ্চায়েত সমিতি, বিধায়ক সবাইকে জানানো হয়েছে। খুব দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে’।
এই প্রসঙ্গে কুলতুলির বিধায়ক গণেশ মণ্ডল জানান, ‘আমি বিষয়টি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে জানিয়েছি। খুব শীঘ্রই কংক্রিটের পাকা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে’। স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক। কারণ দিনের পর দিন দুর্ভোগ পোহাতে গিয়ে রীতিমত ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের’।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে