
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার মার্কিন মুলুক থেকে বিশেষ চাটার্ড বিমানে ভারতে আনা হয়েছে মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে। সাধারণত, ভারত থেকে আমেরিকামুখী বা সেদেশ থেকে এ দেশমুখী বেসামরিক বিমানগুলি পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে। তবে, কুখ্যাত জঙ্গি রানাকে বহনকারী বিমানটি দিল্লি আসার সময় পাক আকাশসীমা ব্যবহার করেনি। উল্টে অনেক ঘুর পথে গালফস্ট্রিম জি৫৫০ বিমানটি দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।
রানা কানাডার নাগরিক হলেও পাক বংশদ্ভূত। অভিযোগ, পাক বংশোদ্ভূত আর এক সন্ত্রাসবাদী ডেভিড হেডলির সঙ্গে তাহাউর রানার ঘনিষ্ঠ যোগ ছিল। তাঁরা দু'জনেই ২৬/১১ হামলার ছক কষেছিলেন বলে খবর। রানার যোগা ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা সঙ্গেও। মুম্বই হামলার কিছু দিন আগে সস্ত্রীক ভারতে এসেছিলেন রানা।
দীর্ঘ দিন লস অ্যাঞ্জেলেসে বন্দি ছিলেন তাহাউর রানা। তাঁকে ভারতে ফেরানো এবং বিচারের আওতায় আনার চেষ্টা চলছিল। অবশেষে এনআইএ-র সেই চেষ্টা সফল হয়েছে। আপাতত ১৮ দিনের জন্য রানাকে হেফাজতে পেয়েছে এনআইএ। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ। রানাকে জেরার জন্য এনআইএ-র সদর দফতরে বিশেষ কুঠুরিতে রাখা হয়েছে। এনআইএ-র ১২ জন শীর্ষ আধিকারিক এই জঙ্গিকে জেরা করবেন। এনআইএ সদর দপ্তর ঘিরে এখন কঠোর নিরাপত্তা বলয়।
এই প্রেক্ষিতে ঝুঁকি এড়াতে 'শত্রু' দেশের আকাশপথ ব্যবহার করে জঙ্গিকে ভারতে ফেরানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন গোয়েন্দারা। তবে ওই গালফস্ট্রিম জি৫৫০ আমেরিকায় ফিরে যাওয়ার সময় অবশ্য পাক আকাশসামী ব্যবহার করেছিল।
পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক জঙ্গি রানাকে বহনকারী গালফস্ট্রিম জি৫৫০ গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ নাগাদ দিল্লিতে অবতরণ করে। এরপর রানাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে এনআইএ। ২৯ এপ্রিল পর্যন্ত রানার এনআইএ হেফাজতে হয়েছে। গালফস্ট্রিম জি৫৫০ বিমানটি ভিয়েনা-ভিত্তিক একটি বেসরকারি চার্টার্ড। জেট ম্যানেজমেন্ট সংস্থা এই বিমানের মালিক।
ফ্লাইট রেকর্ড থেকে জানা যায় যে, ওই বিমানটি বুধবার স্থানীয় সময় ভোর ২.১৫ মিনিটে (ভারতীয় সময় সকাল ১১.৪৫ মিনিটে) ফ্লোরিডার মিয়ামি থেকে উড়েছিল। একই দিনে স্থানীয় সময় সন্ধ্যা ৭.১৫ মিনিটে (ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিটে) সেটি রোমানিয়ার বুখারেস্টে অবতরণ করে। রোমানিয়ার রাজধানীতে প্রায় ১১ ঘন্টা থেমেছিল বিমানটি। তারপর আবার নয়াদল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রেকর্ড থেকে জানা যায় যে, বিমানটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬.১৫ মিনিটে (ভারতীয় সময় সকাল ৮.৪৫ মিনিটে) বুখারেস্ট ছেড়ে নতুন দিল্লির দিকে রওনা হয়েছিল।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরই ভারত ও পাকিস্তান-উভয়ই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। তবে, উভয় পক্ষই কয়েক মাস পরে বেসামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা ফের খুলে দেয়। গত বছর অগাস্টে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী একটি বিমান পোল্যান্ড থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমায় প্রায় ৪৬ মিনিট উড়েছিল।
পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?
যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান