আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে ইডেনে মুখোমুখি হয়েছে লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিংয়ের জন্য সুবিধাজনক পিচে ব্যাটাররা একের পর এক ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু সবাইকে ছাপিয়ে লাইমলাইটে চলে আসেন ঋষভ পন্থ। একাধিকবার সুযোগ থাকলেও ব্যাটে নামলেন না তিনি, ব্যাটিং অর্ডারে পিছিয়ে নিয়ে যেতে যেতে শেষ হয়ে যায় ওভার।
নতুন দলের হয়ে পন্থ এখনও পর্যন্ত ব্যাট হাতে একেবারেই ব্যর্থ। আইপিএল মেগা নিলামে ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার পরেও তিনি এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এখনও পর্যন্ত ৫টি ম্যাচে মাত্র ১৯ রান করেছেন, গড় ৪.৭৫ এবং সর্বোচ্চ রান ১৫। এদিন ঋষভ পন্থের আগে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল আব্দুল সামাদ এবং ডেভিড মিলারকে। পন্থের এই সিদ্ধান্তে হতাশ হয় ভক্তরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করতে শুরু করেন।
অনেকে তাঁকে তুলনা করেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। এমএসডি চলতি মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ন’নম্বরে ব্যাট করতে নামছেন। আরসিবির বিরুদ্ধে হারের ম্যাচেও ধোনি নিচের দিকে ব্যাট করতে নেমেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি লিখেছেন, ‘পন্থ নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন’। অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘সবচেয়ে দামি খেলোয়াড় কিনে, এখন তাঁকে লুকিয়ে রাখা হচ্ছে!’
