শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

AkashDebnath | | Editor: Syamasri Saha ০৪ এপ্রিল ২০২৫ ১৩ : ৪৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন ৩০ এপ্রিলের পর থেকেই গরমের ছুটি পড়ে যাবে স্কুলগুলিতে। আর গরমের ছুটি মানেই বাঙালির পাহাড় যাওয়া চাইই চাই। কিন্তু দার্জিলিং-কালিম্পং তো অনেক হল, এবার বরং ঘুরে আসতে পারেন এমন একটি পাহাড়ি গ্রাম থেকে যেখানে ভিড়ভাট্টা কম আর প্রাকৃতিক সৌন্দর্য্য ভরপুর। নিভৃতে কয়েকটা দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি গ্রাম তিনচুলে।
কী কী দেখবেন?
তিনচুলে মূলত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।
১। অর্কিডের বন: তিনচুলেতে বিভিন্ন প্রজাতির কমলা অর্কিড দেখতে পাওয়া যায়। বন জুড়ে এই অর্কিডের মনোরম দৃশ্য মন মুগ্ধ করে তোলে।
২। তিনচুলে মনেস্ট্রি: এখানে একটি পুরনো মনেস্ট্রি রয়েছে। শোনা যায়, এক লামা এই মনেস্ট্রিতে দীর্ঘ ১৭ বছর ধরে ধ্যান করেছিলেন। মনেস্ট্রির শান্ত পরিবেশ কমিয়ে দেবে মানসিক চাপ।
৩। চা বাগান: উত্তরবঙ্গে যাবেন আর চা বাগান দেখবেন না, তাই কি হয়? তিনচুলের আশেপাশে বেশ কয়েকটি সুন্দর চা বাগান রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পেশক টি এস্টেট।
৪। তিনচুলে ভিউ পয়েন্ট: এই স্থানটি থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণীর অসাধারণ দৃশ্য দেখা যায়। সূর্যোদয়ের সময় এখানকার দৃশ্য আরও মনোরম হয়ে ওঠে।
৫। গুমবাদারা ভিউ পয়েন্ট: এটি ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্ট নামেও পরিচিত। এখান থেকে দার্জিলিং, সিকিম এবং পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার জন্য এটি একটি চমৎকার জায়গা।
কোথায় থাকবেন?
তিনচুলেতে থাকার জন্য মূলত হোমস্টের ব্যবস্থা রয়েছে। এখানে বিলাসবহুল হোটেল বা রিসোর্ট তেমন নেই। রাই রিসোর্ট, গুরুং কটেজ, হিল ভিউ হোমস্টে, প্রকৃতি ভিলেজ হোমস্টে-এর মতো হোমস্টেগুলিতে সাধারণত স্থানীয় খাবার পাওয়া যায় এবং এখানকার আতিথেয়তাও খুব ভাল। তবে গরমের ছুটিতে গেলে আগে থেকে বুক করে যাওয়া ভাল, নয়তো জায়গা নাও মিলতে পারে।
কাছাকাছি আর কী দেখার আছে?
হাতে কয়েকটা দিন সময় থাকলে আশপাশে আরও কিছু সুন্দর জায়গা ঘুরে দেখতে পারেন। তিনচুলের কাছেই অবস্থিত একটি সুন্দর গ্রাম লামাহাটা। এখানকার ইকো পার্ক এবং ওয়াচ টাওয়ার থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখা যায়। জোড়পোখরি নামেও একটি সুন্দর টুরিস্ট স্পট রয়েছে। বিশেষ করে যাঁরা প্রকৃতি ভালবাসেন তাঁদের জন্য এই জায়গাটি খুবই আকর্ষণীয়। এখানে জোড়া পুকুর রয়েছে ভাগ্য ভাল থাকলে এই পুকুরে বিরল পাহাড়ি স্যালমান্ডার দেখতে পাওয়া যায়। কমলালেবুর বাগান দেখতে চাইলে চলে যেতে পারেন সিটং। আর যাঁরা পাহাড়ে গিয়েও বাঙালিয়ানায় মজে থাকতে চান তাঁরা চলে যেতে পারেন মংপু। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি বাড়ি রয়েছে যা ঘুরে দেখা যেতে পারে। মৈত্রেয়ী দেবীর বিখ্যাত বই মংপুতে রবীন্দ্রনাথ এই জায়গাটির উপরেই লেখা।
কীভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তিনচুলে যাওয়ার জন্য দুটি প্রধান উপায় আছে। স্টেশন থেকে সরাসরি তিনচুলের জন্য প্রাইভেট গাড়ি ভাড়া করা যায়। এটি সবচেয়ে সুবিধাজনক উপায়। পৌঁছতে সময় লাগে প্রায় ৩-৪ ঘণ্টা। গাড়ির ভাড়া সাধারণত ২৫০০-৪০০০ টাকা পর্যন্ত হতে পারে। কী গাড়ি নিচ্ছেন তার উপর নির্ভর করবে দাম। যাঁদের পাহাড়ে ঘোরার অভিজ্ঞতা আছে, তাঁরা নিশ্চিন্তে প্রথমে শেয়ার ট্যাক্সি বা বাসে করে কালিম্পং চলে যান। কালিম্পং থেকে তিনচুলের জন্য সরাসরি শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট গাড়ি পাওয়া যায়। কালিম্পং থেকে তিনচুলে যেতে প্রায় ১-১.৫ ঘণ্টা সময় লাগে। এই পথে খরচ তুলনামূলকভাবে কম হবে।
নানান খবর

নানান খবর

রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ

বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল

আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না

নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক

গরমে সামান্য অযত্ন হলেই প্রাণসংশয় হতে পারে পোষা কুকুরের! দাবদাহের মধ্যে অবলা পোষ্যের যত্ন নিতে মাথায় রাখুন ৫ টি বিষয়

অতি পরিচিত ৫ খাবার ক্যানসারের যম! নিয়মিত খেলে ধারেকাছে ঘেষতে পারবে না মারণ রোগ!

নিত্যদিনের সঙ্গী টিভি, কীভাবে যত্ন নিলে ভাল থাকবে এই গ্যাজেট?

পারিবারিক হিংসার শিকার? কীভাবে বাঁচার পথের দিশা পাবেন? হদিশ দিলেন আইনজীবী

গরমেও ভোগাচ্ছে খুশকি? চুলের যত্নে গাফিলতি করছেন না তো! সহজ কটি নিয়ম মানলেই পাবেন সমাধান

সকালে ঘুম থেকে উঠেই শরীরে এই সব লক্ষণ দেখতে পান? সাবধান! নিঃশব্দে ডায়াবেটিসের তাণ্ডব শুরুর আগেই সতর্ক হন

স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা

জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত

সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে

কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা

৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান