শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | 'আরও মশলা চা..', আশুতোষের মতো পাওয়ার মিটিংয়ের ফন্দি এঁটে ফেললেন ডু'প্লেসি

Sampurna Chakraborty | ২৫ মার্চ ২০২৫ ১৬ : ০২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আশুতোষ শর্মার কীর্তিতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের রুদ্ধশ্বাস জয়ের পর ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন ফাফ ডু'প্লেসি। পাশাপাশি ভবিষ্যতে এইভাবে ব্যাট করার ফন্দিও এঁটে ফেললেন। সোমবার রাতের ম্যাচ তাঁকে মনে করায় ২০০৬ সালের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে রুদ্ধশ্বাস দ্বৈরথ। ২১০ রান তাড়া করতে নেমে ৬৫ রানে ৫ উইকেট হারায় দিল্লি। সেই জায়গা থেকে তরুণ বিপরাজ নিগমকে নিয়ে দলকে জয়ে পৌঁছে দেন আশুতোষ। সোমবার এক উইকেটে অবিশ্বাস্য জয় তুলে নেয় দিল্লি। মাথা ঠাণ্ডা রেখে একের পর এক বড় শট খেলেন। ডু'প্লেসি জানান, যখন পাঁচ বলে ছয় রান দরকার ছিল দিল্লির, যে এক রান মোহিত শর্মা নেয়, সেটাই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রান ছিল। জোহানেসবার্গে ৪৩৫ রান তাড়া করতে নেমে এক রান নিয়ে মার্ক বাউচারকে স্ট্রাইক দিয়েছিলেন এনটিনি। সেই ম্যাচ মনে পড়ে যায় প্রোটিয়া তারকার। ডু'প্লেসি বলেন, 'অবিশ্বাস্য। আমার এনটিনির সেই এক রানের কথা মনে পড়ে যায়। আমার মনে হয় মোহিত শর্মার জীবনে ওটা সেরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এক রান। গ্যাপে ঠেলে এক রান নেয়। যার ফলে আশুতোষ স্ট্রাইকে আসতে পারে।' 

৪৫ বলে ৯৭ রান প্রয়োজন ছিল দিল্লির। সকলে ধরেই নিয়েছিল ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু ২২ বলে বিপরাজের সঙ্গে ৫৫ রানের পার্টনারশিপ গড়েন আশুতোষ। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। বিপরাজ আউট হওয়ার পর ২৪ বলে ৪২ রান প্রয়োজন ছিল। অনেকেই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে অভিযোগ জানায়। কিন্তু ডু' প্লেসি মনে করেন, এইধরনের ম্যাচেই পার্থক্য গড়ে দেয় ইম্প্যাক্ট প্লেয়ার। দুই আনক্যাপড প্লেয়ারের তাণ্ডব দেখে অভিভূত প্রোটিয়া তারকা। ডু'প্লেসি বলেন, 'একজন বিদেশি প্লেয়ার হিসেবে ভারতীয়দের অনায়াসে বড় শট খেলার ক্ষমতা দেখে আমার ভাল লাগছে। পিচ সহজ ছিল না। কিন্তু ওরা কাজটাকে সহজ করে দেয়। অনায়াসে দু'জন বাউন্ডারি মারতে শুরু করে।' প্রোটিয়া তারকা স্বীকার করে দেন, মাত্র ৬৫ রানে পাঁচ উইকেট হারানোর পর তিনি আশা ছেড়ে দিয়েছিলেন। ধরেই নিয়েছিলেন, পিচের চরিত্র অনুযায়ী ২১০ রান তাড়া করা সম্ভব নয়। ভবিষ্যতে দুই ভারতীয় তরুণের মতো খেলার জন্য ফন্দি এঁটে ফেলেছেন প্রোটিয়া তারকা। ডু'প্লেসি বলেন, 'আমার মতো একজন বুড়ো মস্তিষ্ক বুঝতে পেরেছে শেষপর্যন্ত ম্যাচে টিকে থাকা যায়। বাড়তি ব্যাটার পার্থক্য গড়ে দেয়। আমি অবশ্যই আরও বেশি করে মশলা চা খাবো যাতে আমিও ওদের মতো হাত খুলে বড় শট মারতে পারি।' আইপিএলের ইতিহাসে অবিশ্বাস্য দশ জয়ের মধ্যে নিঃসন্দেহে জায়গা পাবে এই জয়।


Faf du PlessisAshutosh SharmaIPL 2025

নানান খবর

নানান খবর

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের

আইপিএল থেকে বিদায় ধোনিদের, প্রথম দল হিসেবে ছিটকে গেল চেন্নাই

আইপিএলে আবার রেকর্ড চাহালের, ভাইরাল 'বান্ধবী' মাহভাশের সোশ্যাল মিডিয়া পোস্ট

আইপিএলের বিষ্ময় বালককে নিয়ে অতিরিক্ত মাতামাতি চান না দ্রাবিড়

'তুমি আইকন, আমি তোমাকে ভালবাসি,' মিষ্টি ভাষায় ধোনিকে সরে যাওয়ার পরামর্শ অস্ট্রেলিয়া গ্রেটের

এটাই কি শেষ আইপিএল? টসের পর কী বললেন ধোনি?

সোশ্যাল মিডিয়া