আজকাল ওয়েবডেস্ক: শনি সন্ধে থেকে শুরু হচ্ছে আইপিএল। তার আগেই খারাপ খবর ইরফান পাঠানের জন্য। এবারের ধারাভাষ্যকারদের যে দল তৈরি হয়েছে মেগা ইভেন্টের জন্য, সেই দলে রাখা হয়নি ইরফান পাঠানকে। 

 দেশের প্রাক্তন অরাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ, ধারাভাষ্য দেওয়ার সময়ে পাঠান ব্যক্তিগত ভাবে খেলোয়াড়দের সমালোচনা করতেন। 

সেই সমালোচনার তীব্রতা এতটাই যে ক্রিকেটাররা ভাল ভাবে নেননি। তাঁরা পাঠানের বিরুদ্ধে নালিশ করেন। শোনা গিয়েছে, এক ক্রিকেটারকে পাঠান এতটাই সমালোচনা করেন যে সেই ক্রিকেটার নাকি পাঠানের ফোন নম্বর ব্লক করে দেন। 

বছর দুয়েক ধরেই পাঠান ধারাভাষ্য দিচ্ছেন। আর ধারাভাষ্য দেওয়ার সময়ে তিনি খেলোয়াড়দের সমালোচনা করে থাকেন। এমন একটা অভিযোগ করছিলেন সবাই। 

এই নিয়েই জমছিল ক্ষোভ। এবার তারই বহিঃপ্রকাশ হিসেবে ধারাভাষ্যকারদের টিম থেকে
সরিয়ে দেওয়া হল পাঠানকে। 

এবারই যে প্রথম বার কোনও ধারাভাষ্যকারকে সরানো হল, তা নয়। এর আগে সঞ্জয় মঞ্জরেকরকে সরানো হয়েছিল। কিংবদন্তি সুনীল গাভাসকরের মন্তব্য নিয়ে প্রায়ই সমালোচনা হয়। 

ইরফান পাঠানকে ধারাভাষ্যকারদের দল থেকে সরিয়ে দেওয়ার পরে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন। সেখানে তিনি নিজের স্বাধীন মতামত জানাবেন। সেখানে তাঁকে কেউ বাধা দেবেন না।