
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এমন উদাহরণ খুবই কমই চোখে পড়ে, গোটা পরিবারের সব সদস্যই অস্বাভাবিক রকম লম্বা। ভারতেই রয়েছে এমন নজির। মহারাষ্ট্রের পুণের বাসিন্দা কুলকার্নি পরিবারের চার সদস্যের উচ্চতাই ৬ ফুটের বেশি। পরিবারের বাবা, মা ও দুই সন্তান উচ্চতা অনেকটা বেশি হওয়ার ফলে কুলকার্নি পরিবারের সদস্যরা কেউ সাধারণত গণপরিবহন ব্যবহার করতে পারেন না।
মহারাষ্ট্রের পুণের বাসিন্দা এই কুলকার্নি পরিবারের কর্তার নাম সরোদ কুলকার্নি এবং তাঁর স্ত্রী হলেন সঞ্জত কুলকার্নি। সরোদ কুলকার্নির উচ্চতা প্রায় ৭ ফুট ১.৫ ইঞ্চি এবং তার স্ত্রী সঞ্জতে উচ্চতা প্রায় ৬ ফুট ২.৫ ইঞ্চি।
১৯৮৮ সালের ডিসেম্বরে বিয়ের পর ১৯৮৯ সালে বিশ্বের সবচেয়ে উচ্চতাসম্পন্ন জুটি হিসেবে লিমকা বুক অফ রেকর্ডে নাম উঠেছিল তাঁদের। পরে অবশ্য সেই তকমা ফসকে যায়। জানা যায় যে, ক্যালিফোর্নিয়ার স্টকটনের বাসিন্দা ওয়েন এবং লরি হলকুইস্টের সম্মিলিত উচ্চতা ১৩ ফুট ৪ ইঞ্চির বেশি। তবে, এ দেশে কুলকার্নি দম্পতির রেকর্ড এখনও কেউ ছুঁতে পারেননি।
পেশায় ব্যাঙ্ক কর্মী সরোদ কুলকর্ণী অধিক উচ্চতার কারণে ছোট বয়সে বেশ কয়েকবার বিড়মন্বনায় পড়েছিলেন। লম্বা উচ্চতার কারণে বাস্কেটবল খেলতেন সরোদ। পরে দেশের হয়েও প্রতিনিধিত্ব করেন। তবে উচ্চতার প্রচণ্ড বিড়ম্বনায় পড়তে হয়েছিল সরোদের স্ত্রী সঞ্জত কুলকার্নিকে। এক্ষেত্রে সামাজিক নিয়মই বড়া বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি তাঁর।
ভারতে মেয়েদের উচ্চতা অত্যাধিক বেশি হলে অনেক মুশকিলে পড়তে হয়। সঞ্জতের কুলকার্নির কথায়, "ভারতে একজন মহিলার একজন পুরুষের চেয়ে লম্বা হওয়া বেশ বিীড়ম্বরার। কারণ এ সমাজে পুরুষই বেশি কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি কখনই একজন উচ্চতায় খাটো পুরুষকে বিয়ে করতে চাইনি। আসলে চাইনি যে, অধিক উচ্চতার স্ত্রীর জন্য স্বামীর কপালে উপহাস জুটুক। ফলে আমি ভেবেছিলান চিরকাল বিয়ে না করেই কায়িয়ে দেব।"
তাহলে ৬.২ ফুট উচ্চতার সঞ্জতের বিয়ে হল কীভাবে? মুম্বাইয়ের রাস্তায় একদিন সঞ্জতের ঠাকুমার চোখে পড়ে যান সরোদ। আর দেখা মাত্রই সরোদের কাছে গিয়ে সরাসরি নাতনির বিয়ের প্রস্তাব দেন ওই মহিলা। প্রথমে পাত্তা না দিলেও বন্ধুর কথায় ৬ ফুট উচ্চতার ওই বৃদ্ধা মহিলার থেকে ফোন নম্বর চেয়ে নেন সরোদ। এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তার পর সঞ্জতকে দেখতে যান সরোদ। আর প্রথম দেখাতেই উচ্চতা দেখে সরোদের মনে ধরে সঞ্জতকে। তখনই ঠিক করে নেন ওই মেয়েকেই তিনি বিয়ে করবেন।
এরপর ১৯৮৮ সালের ডিসেম্বরে সরোদ ও সঞ্জতের বিয়ে হয়। বর্তমানে তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। তাঁরাও বাবা মায়ের মতোই লম্বা। বড় মেয়ে মৃগা কুলকর্নির উচ্চতা হল ৬ ফুট ১ ইঞ্চি এবং ছোট কন্যা সানিয়ার উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। আর তাঁদের দু'জনেরই স্বপ্ন মডেলিং করার।
দেশজুড়ে এই পরিবার রেকর্ড গড়লেও উচ্চতা বেশি হওয়ার কারণে কুলকার্নি পরিবারের কোনও সদস্যই সাধারণ যানবাহন ব্যবহার করতে পারেন না। তাই তাঁদের বেশিরভাগ সময়ে পায়ে হেঁটে বা নিজেদের স্কুটিতে যাতায়াত করতে হয়। শুধু তাই নয়, তাঁদের পোশাক থেকে জুতো সবই বিদেশ থেকে আনাতে হয়। এছাড়া তাঁদের বাড়ির দরজা-জানালার উচ্চতাও বাড়িয়ে ৬ থেকে ৮ ফুট উচ্চতার করতে হয়েছে।
পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?
যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান