শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ মার্চ ২০২৫ ১৮ : ২৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: সাহিত্যচর্চা করার পাশাপাশি দীর্ঘ বছর বাংলার এক দৈনিক সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। সেই কর্মসূত্রে বহু খ্যাতনামা ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। সেই তালিকায় ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। তাঁদের মধ্যে অন্যতম বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আজকাল ডট ইন-কে সঞ্জীব চট্টোপাধ্যায় জানালেন, এই রাজনীতিবিদ তাঁকে স্নেহ করে 'দুষ্টু ছেলে' বলে ডাকতেন। শুধু তাই নয়, একবার জ্যোতি বসু এক উচ্চ আধিকারিককে নির্দেশ দিয়েছিলেন – “সঞ্জীবকে নন্দনটা দিয়ে দিন। ওঁর কাজে লাগবে!”
“রাজনীতিবিদ হিসেবে জ্যোতি বসুকে সবাই চেনেন। তাঁর সহকর্মীরা তাঁকে প্রশাসক হিসেবে দেখার সুযোগ পেয়েছেন। সাংবাদিকতা করার সূত্রে আমার সুযোগ হয়েছিল চাকরির গোড়ার দিকে তাঁর সাক্ষাৎকার নেওয়ার। তখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী। সেই সময়ে একটি ঘটনার দরুণ জ্যোতিবাবুর মানসিক উদারতার পাশাপাশি রসবোধেরও পরিচয় পেয়েছিলাম। জ্যোতিবাবুর ব্যক্তিত্বের সেই দিক দেখে বেশ মজা-ই পেয়েছিলাম। এবং উপকৃত-ও যে হইনি, সেকথাও বা বলি কেমন করে?”
সেটা ১৯৮৬ সাল। বাংলার প্রথম সারির এক দৈনিক সংবাদপত্রে কাজ করি। গিয়েছিলাম রাইটার্স বিল্ডিংয়ে ওঁর একটি সাক্ষাৎকার নিতে। ওঁর আপ্ত-সহায়ক জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী ১০ মিনিটের বেশি সময় দিতে পারবেন না। এবং কী কী প্রশ্ন করব, তা আগে থেকে লিখে দিতে হবে। তাই দিয়েছিলাম। কিন্তু মনে মনে বলেছিলাম, লিখিয়ে নিচ্ছেন নিন। তবে ওগুলোর মধ্যে একটা প্রশ্নও আমি জিজ্ঞেস করব না। আর যেমন ভাবা তেমন কাজ। তাই-ই করেছিলাম। জ্যোতিবাবু কিন্তু রাগ করেননি। উল্টে ১০ মিনিটের বদলে আধ ঘন্টা সময় দিয়েছিলেন! আমার খোঁজখবর নিয়েছিলেন, অল্প খোশগল্প-ও করেছিলেন। সাক্ষাৎকারে শেষে, তখন আমি ওঁর কাছে ‘দুষ্টু ছেলে’। যাই হোক, বাইরে বেরিয়ে দেখি, মিঠুন চক্রবর্তী বসে রয়েছেন। সম্ভবত হোপ ৮৬ অনুষ্ঠানটা নিয়ে জ্যোতিবাবুর সঙ্গে আলোচনা করতে এসেছিলেন…এর কয়েকদিন পরেই ‘দেশ’ পত্রিকার বিখ্যাত সম্পাদক সাগরময় ঘোষকে বিশ্বভারতীর সমাবর্তনে দেশিকোত্তম উপাধি প্রদান করা হল। এরপর বাংলার সাহিত্যিক-সাংবাদিকেরা ইচ্ছেপ্রকাশ করলেন সাগরদাকে সম্বর্ধনা দেবেন। কোথায় দেবেন? না, নন্দনে! আমার উপর দায়িত্ব ন্যস্ত হল মুখ্যমন্ত্রীর কাছে তদ্বির করে অনুমতি জোগাড় করার।”
“আবার গেলাম রাইটার্স। জ্যোতিবাবুর ঘরে ঢুকলাম। ঢুকে দেখি, চুকচুক করে কোকাকোলা খাচ্ছেন। আমাকে ইশারায় বসতে বললেন। বসলাম। ওঁর সেই অতিপরিচিত ছন্দে জিজ্ঞেস করে উঠলেন, ' কোকাকোলা খাবে?' জবাব দিয়েছিলাম, ‘খেতে পারি। তবে আপনার সামনে পারব না। বাইরে গিয়ে খাব।’ আমার কথা শুনে মুচকি হাসলেন। তারপর ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলেন, ‘তারপর… দুষ্টু ছেলে, আবার কী ব্যাপার?’ খুলে বললাম গোটা বিষয়টা। শোনামাত্রই কাকে যেন ডাকলেন। ডাক পাওয়ামাত্রই হন্তদন্ত হয়ে ছুটে এলেন এক রাশভারী ব্যক্তি। জ্যোতিবাবু তাঁকে বললেন, ‘এই, সঞ্জীবকে নন্দন-টা দিয়ে দিন! ওঁর লাগবে।’ মুখ্যমন্ত্রীর মুখে একথা শুনে তো ওই ভদ্রলোকের প্রায় ভিরমি খাওয়ার জোগাড়! আমতা আমতা করে তাঁর প্রশ্ন ছিল –‘স্যার, কী বলছেন? অতবড় একটা বিল্ডিং...ওঁকে দিয়ে দেব?’ ঈষৎ মাথা ঝাঁকিয়ে জ্যোতিবাবু ফের বলে উঠছিলেন, ‘আরে! দিয়ে দিতে বলেছি মানে, সাগরময় ঘোষকে নিয়ে ওঁর একটা সম্বর্ধনার অনুষ্ঠান আছে। নন্দনে সেটা আয়োজন করতে হবে।’ শুনে ওই সরকারি আধিকারিক জানিয়েছিলেন, নন্দনে তো এসব চট করে এসব করা যায় না, ওটা তো প্রেক্ষাগৃহ। এসব শুনে খানিক বিরক্তই হয়েছিলেন মুখ্যমন্ত্রী। খানিক দাবড়ে নির্দেশ দিয়েছিলেন – ‘ওসব শুনতে চাই না। যেভাবে করা যায়, করুন। অনুষ্ঠানটা ওখানেই হবে। এবার যান।’ সেই সংক্ষিপ্ত, পরিচিত ভাষা…”
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?