শনিবার ২৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ মার্চ ২০২৫ ১৮ : ২৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: সাহিত্যচর্চা করার পাশাপাশি দীর্ঘ বছর বাংলার এক দৈনিক সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। সেই কর্মসূত্রে বহু খ্যাতনামা ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। সেই তালিকায় ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। তাঁদের মধ্যে অন্যতম বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আজকাল ডট ইন-কে সঞ্জীব চট্টোপাধ্যায় জানালেন, এই রাজনীতিবিদ তাঁকে স্নেহ করে 'দুষ্টু ছেলে' বলে ডাকতেন। শুধু তাই নয়, একবার জ্যোতি বসু এক উচ্চ আধিকারিককে নির্দেশ দিয়েছিলেন – “সঞ্জীবকে নন্দনটা দিয়ে দিন। ওঁর কাজে লাগবে!”
“রাজনীতিবিদ হিসেবে জ্যোতি বসুকে সবাই চেনেন। তাঁর সহকর্মীরা তাঁকে প্রশাসক হিসেবে দেখার সুযোগ পেয়েছেন। সাংবাদিকতা করার সূত্রে আমার সুযোগ হয়েছিল চাকরির গোড়ার দিকে তাঁর সাক্ষাৎকার নেওয়ার। তখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী। সেই সময়ে একটি ঘটনার দরুণ জ্যোতিবাবুর মানসিক উদারতার পাশাপাশি রসবোধেরও পরিচয় পেয়েছিলাম। জ্যোতিবাবুর ব্যক্তিত্বের সেই দিক দেখে বেশ মজা-ই পেয়েছিলাম। এবং উপকৃত-ও যে হইনি, সেকথাও বা বলি কেমন করে?”
সেটা ১৯৮৬ সাল। বাংলার প্রথম সারির এক দৈনিক সংবাদপত্রে কাজ করি। গিয়েছিলাম রাইটার্স বিল্ডিংয়ে ওঁর একটি সাক্ষাৎকার নিতে। ওঁর আপ্ত-সহায়ক জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী ১০ মিনিটের বেশি সময় দিতে পারবেন না। এবং কী কী প্রশ্ন করব, তা আগে থেকে লিখে দিতে হবে। তাই দিয়েছিলাম। কিন্তু মনে মনে বলেছিলাম, লিখিয়ে নিচ্ছেন নিন। তবে ওগুলোর মধ্যে একটা প্রশ্নও আমি জিজ্ঞেস করব না। আর যেমন ভাবা তেমন কাজ। তাই-ই করেছিলাম। জ্যোতিবাবু কিন্তু রাগ করেননি। উল্টে ১০ মিনিটের বদলে আধ ঘন্টা সময় দিয়েছিলেন! আমার খোঁজখবর নিয়েছিলেন, অল্প খোশগল্প-ও করেছিলেন। সাক্ষাৎকারে শেষে, তখন আমি ওঁর কাছে ‘দুষ্টু ছেলে’। যাই হোক, বাইরে বেরিয়ে দেখি, মিঠুন চক্রবর্তী বসে রয়েছেন। সম্ভবত হোপ ৮৬ অনুষ্ঠানটা নিয়ে জ্যোতিবাবুর সঙ্গে আলোচনা করতে এসেছিলেন…এর কয়েকদিন পরেই ‘দেশ’ পত্রিকার বিখ্যাত সম্পাদক সাগরময় ঘোষকে বিশ্বভারতীর সমাবর্তনে দেশিকোত্তম উপাধি প্রদান করা হল। এরপর বাংলার সাহিত্যিক-সাংবাদিকেরা ইচ্ছেপ্রকাশ করলেন সাগরদাকে সম্বর্ধনা দেবেন। কোথায় দেবেন? না, নন্দনে! আমার উপর দায়িত্ব ন্যস্ত হল মুখ্যমন্ত্রীর কাছে তদ্বির করে অনুমতি জোগাড় করার।”
“আবার গেলাম রাইটার্স। জ্যোতিবাবুর ঘরে ঢুকলাম। ঢুকে দেখি, চুকচুক করে কোকাকোলা খাচ্ছেন। আমাকে ইশারায় বসতে বললেন। বসলাম। ওঁর সেই অতিপরিচিত ছন্দে জিজ্ঞেস করে উঠলেন, ' কোকাকোলা খাবে?' জবাব দিয়েছিলাম, ‘খেতে পারি। তবে আপনার সামনে পারব না। বাইরে গিয়ে খাব।’ আমার কথা শুনে মুচকি হাসলেন। তারপর ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলেন, ‘তারপর… দুষ্টু ছেলে, আবার কী ব্যাপার?’ খুলে বললাম গোটা বিষয়টা। শোনামাত্রই কাকে যেন ডাকলেন। ডাক পাওয়ামাত্রই হন্তদন্ত হয়ে ছুটে এলেন এক রাশভারী ব্যক্তি। জ্যোতিবাবু তাঁকে বললেন, ‘এই, সঞ্জীবকে নন্দন-টা দিয়ে দিন! ওঁর লাগবে।’ মুখ্যমন্ত্রীর মুখে একথা শুনে তো ওই ভদ্রলোকের প্রায় ভিরমি খাওয়ার জোগাড়! আমতা আমতা করে তাঁর প্রশ্ন ছিল –‘স্যার, কী বলছেন? অতবড় একটা বিল্ডিং...ওঁকে দিয়ে দেব?’ ঈষৎ মাথা ঝাঁকিয়ে জ্যোতিবাবু ফের বলে উঠছিলেন, ‘আরে! দিয়ে দিতে বলেছি মানে, সাগরময় ঘোষকে নিয়ে ওঁর একটা সম্বর্ধনার অনুষ্ঠান আছে। নন্দনে সেটা আয়োজন করতে হবে।’ শুনে ওই সরকারি আধিকারিক জানিয়েছিলেন, নন্দনে তো এসব চট করে এসব করা যায় না, ওটা তো প্রেক্ষাগৃহ। এসব শুনে খানিক বিরক্তই হয়েছিলেন মুখ্যমন্ত্রী। খানিক দাবড়ে নির্দেশ দিয়েছিলেন – ‘ওসব শুনতে চাই না। যেভাবে করা যায়, করুন। অনুষ্ঠানটা ওখানেই হবে। এবার যান।’ সেই সংক্ষিপ্ত, পরিচিত ভাষা…”
নানান খবর

নানান খবর

গোয়েন্দা গল্পে ফিরছেন কোয়েল মল্লিক, কবে আসছে 'সোনার কেল্লায় যকের ধন'?

'একেন বাবু'র রহস্য জটে জড়াবেন স্বীকৃতি! গোয়েন্দা ছবিতে কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

প্রথমবার জুটিতে সিদ্ধার্থ-তমান্না! কার থেকে কোটি টাকার উপহার পেলেন হবু মা কিয়ারা?

সৃজিতের পরিচালনায় আবারও ফিরছে 'হেমলক সোসাইটি'! একফ্রেমে ধরা দেবেন কোয়েল-কৌশানী?

'ভাই শিবুকে হারিয়েছি, শিবপ্রসাদকে দেখে বারবার ভাইয়ের কথা মনে পড়ে...,' 'আমার বস'-এর ট্রেলার লঞ্চে আবেগপ্রবণ রাখি গুলজার

বৃদ্ধাশ্রম নয়, বাবা-মা'দের জন্য ক্রেশ গড়ে তুললেন রাখি গুলজার! 'আমার বস'-এর ট্রেলারে ফুটল আর কোন চমক?

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?