শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | আসছে ২৬টি দমদার ছবি ও সিরিজ, দেব-শুভশ্রী থেকে প্রসেনজিৎ, বছরভর বিনোদনের রসদ যোগাবেন আর কোন টলি তারকা? 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০১ মার্চ ২০২৫ ১২ : ২৬Snigdha Dey


নিজস্ব সংবাদদাতা: দর্শককে বিনোদনের খোরাক যোগাতে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর জুরি মেলা ভার। অন্যদিকে, সিনেপ্রেমীদের কাছে নতুন গল্পের রসদ নিয়ে হাজির হয় প্রযোজনা সংস্থা 'এসভিএফ'। এবার দুই-এ মিলে নিয়ে আসছে বছরভর বিনোদন। শুক্রবার 'এসভিএফ' ও 'হইচই'-এর পক্ষ থেকে ঘোষণা হল একাধিক সিনেমা ও সিরিজের। প্রসেনজিৎ, দেব, অনির্বাণ, পরমব্রত, পার্নো, সোহিনী, শুভশ্রী, ঋতাভরী ধরা দিতে চলেছেন নতুন রূপে। 'গল্পের পার্বণ ১৪৩২' শীর্ষক এই অনুষ্ঠানে 'এসভিএফ' এবং 'হইচই'-এর যৌথ উদ্যোগে ২৬টি নতুন কাজের ঘোষণা হল।

 

 

চলতি বছরের শুরুতেই এসভিএফ ঘোষণা করেছিল দেবের 'রঘু ডাকাত' ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে 'কাকাবাবু'র নতুন ছবি 'বিজয়নগরের হীরে'। অন্যদিকে, সৃজিতের 'কিলবিল সোসাইটি' ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'সোনা'দাও ফিরছে এসভিএফের ব্যানারে। তবে চমক, এবার তার সঙ্গে যুক্ত হল আরও দু'টি ছবি। ছোটপর্দার পর এবার বড়পর্দায় 'সাধক বামাখ্যাপা' রূপে হাজির হবেন সব্যসাচী চৌধুরী। ছবিটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। নির্ঝর মিত্রের পরিচালনায় আসছেন আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গল্পে তাঁরা তিনজন দিনের বেলায় পাইস হোটেল চালান, আর রাতে তাঁরাই চুরি করেন। ছবির নাম 'চোর পুলিশ ডাকাত বাবু'।

 

 

এদিকে 'হইচই'-এ আসছে একগুচ্ছ সিরিজ। যার মধ্যে অন্যতম কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত  'ফেলুদা'র নতুন সিরিজ 'রয়েল বেঙ্গল রহস্য'। এক মহিলা সাংবাদিকের সত্যান্বেষণ নিয়ে অদিতি রায় তৈরি করছেন 'অনুসন্ধান'। মুখ্য চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সায়ন্তন ঘোষালের পরিচালনা সোহিনী সরকার ফিরছেন 'নাগমণির রহস্য'-এ। বধূহত্যাকে কেন্দ্র করে এক মহিলা পুলিশের অভিযানের গল্প বলতে 'বীরাঙ্গনা' রূপে আসছে সন্দীপ্তা সেন। পরিচালনায় নির্ঝর মিত্র। সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে এবং সৃজলা গুহ থাকছেন ত্রিকোণ প্রেমের গল্প 'তোমাকেই চাই'তে। পরিচালনায় অরিজিৎ টোটন চক্রবর্তী। এছাড়াও 'ভোগ', মিমি চক্রবর্তীর 'ডাইনি' 'ভূত তেরিকি'র-ঘোষণাও এদিন করা হয়। বেশ কিছু সিরিজের সিক্যুয়েল আসছে। যার মধ্যে 'লজ্জা ২', 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২', 'নিকষ ছায়া ২', 'কালরাত্রি ২' এবং 'ইন্দু ৩'।

 


এবার শুরু হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মের বিশেষ বিভাগ 'হইচই টিভি প্লাস'। ধারাবাহিকের মতো প্রতি দিন বা সপ্তাহে একটি করে এপিসোড আসবে দর্শকের জন্য। এক কথায় টেলি সিরিজ। স্বামীর উত্তরাধিকার নিয়ে এক মহিলার লড়াইয়ের গল্প বলবে 'শাখা প্রশাখা'। মুখ্য চরিত্রে থাকছেন ঋতাভরী চক্রবর্তী। অন্যদিকে সদ্যবিবাহিত এক মহিলার লড়াইয়ের গল্প বলবে 'আতঙ্ক'। মুখ্য চরিত্রে থাকছেন স্বস্তিকা দত্ত। এই বিভাগেই থাকছে শ্রীরামকৃষ্ণের জীবনী নির্ভর সিরিজও। 

 


তবে সিনেমার সংখ্যা আরও রয়েছে। গত বছর থেকে 'হইচই স্টুডিও'র পথ চল শুরু হয়। এবার আসছে ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'গোরা-ই গন্ডগোল'। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের 'একেন বাবু', 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'কুমিরডাঙা'। আসছে শ্রীজিৎ রায় ও সৌভিক চক্রবর্তী পরিচালিত 'কাদের কুলের বউ'।


নানান খবর

নানান খবর

'একেনবাবু'র পর এবার 'কাকাবাবু'তে রাজনন্দিনী! কোন চরিত্রে রহস্যে সামিল হবেন অভিনেত্রী?

হৃতিক-সঞ্জয়ের জন্য আজও বিয়ের পিঁড়িতে বসেননি আমিশা পাটেল! পঞ্চাশ ছুঁইছুঁই বয়সে এসে কোন গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী?

শুধু একটু আঁকা শেখাবেন, বদলে যে কোনও কাজে রাজি! ‘কহানি’ পরিচালকের অনুরোধ শুনে কী জবাব দিয়েছিলেন সত্যজিৎ?

‘চীন দৌড়চ্ছে, আমেরিকা রাজত্ব করছে, আর আমরা?’— ভারতীয় সিনেমার সত্যি ছবিটা তুলে ধরলেন আমির

‘কাশ্মীরিদের গায়ে হাত? ওটাই তো চায় পাকিস্তান’ পহেলগাঁও কাণ্ডে বিস্ফোরক জাভেদ আখতার!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?

সোশ্যাল মিডিয়া