মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রসূতি বিভাগে ভয়াবহ আগুন, তুমুল চাঞ্চল্য ধূপগুড়ি হাসপাতালে

Kaushik Roy | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৭Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: ধূপগুড়ি মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে ভয়াবহ আগুন। ওয়ার্ড মাস্টারের তৎপরতায় এড়ানো গেল দুর্ঘটনা। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় হাসপাতালের প্রসূতি বিভাগের সামনের সারিতে একটি বেডের ওপর একটি সিলিংফ্যানে হঠাৎই আগুনের ফুলকি দেখা যায়। শর্ট সার্কিট থেকে আগুন লাগল কিনা সেই সন্দেহ থেকেই প্রসূতি বিভাগে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর জানাজানি হতেই ওয়ার্ড মাস্টারের তরফে প্রসূতিদের সরিয়ে দেওয়া হয় ঘটনাস্থল থেকে। 

 

তড়িঘড়ি গোটা হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় মিটার থেকে। রোগীদের বেশিরভাগকেই পেডিয়াট্রিক বিভাগে স্থানান্তর করা হয়। বাকিদের নিয়ে যাওয়া হয় মহিলা বিভাগে। ওয়ার্ড মাস্টার প্রবীর কুমার রায়ের উপস্থিতিতে স্থানীয় এক বিদ্যুৎকর্মীকে দিয়ে খুলে সরিয়ে ফেলা হয়। তবে হাসপাতালের ভিতরে লেবার ওয়ার্ড বা প্রসূতি বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে এই ধরনের ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে।

 

ওয়ার্ড মাস্টার প্রবীর কুমার রায় জানান, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যে ১৫ জনের মতো প্রসূতি সেখানে ছিলেন তাদের সবাইকেই সরিয়ে নেওয়া হয়েছে’। ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অঙ্কুর চক্রবর্তী জানান, ‘হাসপাতালে বিভিন্ন ওয়ারিং,প্যানেল সমস্ত কিছু বহু দিনের পুরনো। সেগুলিতে সামান্য লোড পড়তেই এই ধরনের ঘটনা ঘটে। তবে এই বিষয়ে ইতিমধ্যেই আধিকারিকরা পরিদর্শন করে গিয়েছেন’। সূত্রের খবর, খবর হাসপাতালে চিকিৎসকদের রেস্ট রুমের কাজ চলাকালীন মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়েই এই ধরনের ঘটনা ঘটেছে। 

 

উল্লেখ্য, হাসপাতালের প্রশাসনিক বিভাগের নিচের তলায় হাসপাতালের মহিলা, পুরুষ, এস এন এস ইউ, প্রসূতি এবং পেডিয়াট্রিক বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। সেখানেই সিঁড়ির পাশে বিদ্যুতের প্যানেল রয়েছে, রয়েছে ব্যাটারি ইউনিট। সেখান থেকেই গোটা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা চলে। তবে সেখানে বছর দুয়েক আগেই এই ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছিল। তারপর ফের এই ধরনের ঘটনা নিয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে।


Local NewsNorth Bengal NewsDhupguri News

নানান খবর

নানান খবর

চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে

একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত

ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল

দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল 

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

সোশ্যাল মিডিয়া