শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ২৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সোমবার সাসপেন্ড হয়েছিলেন। আর মঙ্গলবার তাঁর বিরুদ্ধে জারি করা হল স্বাধিকার ভঙ্গের নোটিশ! বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি এই নোটিশ জারি করেছেন। অধ্যক্ষের দাবি, "অধিবেশনের সময় বিধানসভা কক্ষে ও সাংবাদিক সম্মেলনে যে ভাষায় কথা বলেছেন বিরোধী দলনেতা, তা সংবিধান বিরোধী, উস্কানিমূলক।"
অধ্যক্ষের এই পদক্ষেপে আরও ক্ষুব্ধ শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা। মঙ্গলবার বিধানসভার বাইরে সিঁড়িতে বসে মাথায় হলুদ ফেট্টি বেঁধে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেরা। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সোমবার সাসপেন্ড হওয়া চার বিধায়ক। বিরোধী দলনেতার অভিযোগ, হিন্দুদের হয়ে বিধানসভায় বলার জন্য তাঁকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। প্রতিবাদে এ দিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ বয়কট করেছে বিজেপি। সেই সময়ই বিধানসভা কক্ষের বাইরে লাইভ করে বিধানসভার বাইরে থেকে বক্তৃতা দেবেন বলেও জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা।
মঙ্গলবার অধ্যক্ষ বিমান ব্য়ানার্জি বলেছেন, "বিধানসভার অন্দরে বিরোধী দলনেতার বক্তব্য ভারতীয় সংবিধানের প্রতি কুঠারাঘাত। উনি ধর্মীয় হিংসার উস্কানি দিচ্ছেন। বিধানসভা অধিবেশন কক্ষে কাগজ ছুঁড়ছেন, অধ্যক্ষের দিকে তেড়ে আসছেন। এসব কখনও বরদাস্ত করা হবে না। ওনার মন্তব্যের পরও বাংলায় শান্তি বিরাজ করছে- এটাই অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই ধরনের বিবৃতির জন্য মানুষের কাছে ওর ক্ষমা চাওয়া উচিত।"
তবে বিরোধী দলনেতা সম্পর্কে এ দিন কোনও মন্তব্য করতে চাননি অধ্যক্ষ বিমান ব্য়ানার্জী। তিনি বলেন, "বিষয়টি বিধানসভার প্রিভিলেজ কমিটি দেখছে, ফলে এ নিয়ে যা বলার উনি ওই কমিটির সামনে বলবেন। বিরোধী দলনেতা নমনীয় আচরণ করে যদি শাস্তি কমানোর আবেদন জানান, সেক্ষেত্রে সেটি বিবেচনা করে দেখা হবে।"
উল্লেখ্য, সোমবার বিধানসভা সরস্বতী পূজো কেন্দ্রীক বিষয়ের প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছিল। সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব আনেন গেরুয়া শিবিরের বিধায়করা। জানা গিয়েছে, সেই সময় আচমকা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান শুভেন্দুরা। শুধু তাই নয়, বিধানসভার অধ্যক্ষের দিকে কাগজ ছোড়েন বলেও অভিযোগ। তারপরেই বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জরুরি কাগজ ছিঁড়ে ফেলার এবং ছোড়ার ঘটনার জেরে বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। ঘটনায় শুভেন্দু, অগ্নিমিত্রা-সহ চার বিধায়ককে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়।
নানান খবর

নানান খবর

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১