আজকাল ওয়েবডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। মৃতার প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। অভিযুক্ত মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে এমবিবিএস-এর ছাত্র। মৃতার পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত উজ্জ্বল সরেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, মৃত এমবিবিএস-এর ছাত্রী অনিন্দিতা সরেন আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে এমবিবিএস পড়ছিলেন। মৃতা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দা ছিলেন। অভিযুক্ত প্রেমিক উজ্জ্বলের বাড়ি পুরুলিয়াতে। 

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে একে অপরে সঙ্গে পরিচিতি। প্রেমিকের সঙ্গে দেখা করতে অনিন্দিতা মালদা এসেছিলেন। এরপর আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সঠিক চিকিৎসা হয়নি বলে পরিবারের দাবি। 

ঘটনার পর থেকেই উজ্জ্বল বেপাত্তা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পাশাপাশি তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের পিছনে ছিল না কোনও প্রণয়ঘটিত বিষয়, অভিযুক্তকে জেরা করে আসল কারণ জানতে পারল পুলিশ

মৃতার মা বলেন,'আমাদের জানানো হয় আমার মেয়ে মালদা মেডিক্যালে ভর্তি রয়েছে। এসে দেখি তার মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে। এরপর ওকে কলকাতায় 'রেফার' করে  দেওয়া হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই সুজাপুরের কাছে আমার মেয়ের মৃত্যু হয়। আমি নিজে ইংরেজবাজার থানায় অভিযোগ করেছি। এই ঘটনার তদন্ত চাই এবং অভিযুক্তের শাস্তি চাই।'
 তাঁর অভিযোগ, 'দুজনের মধ্যে খুব গন্ডগোল ছিল। আমার মেয়ে সামাজিক বিয়ের জন্য  বলছিল। ছেলেটি রাজি হয়নি‌। এই জন্যই আমার মেয়ের মৃত্যু হয়েছে। মালদা মেডিক্যাল কলেজে ভর্তি থাকা সত্ত্বেও মেয়ে চিকিৎসা পায়নি।  এক বছর ধরে সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের। ওরা  বিয়ে করেছিল মন্দিরে। কিন্তু আমার মেয়ে সামাজিকভাবে বিয়ে করতে চেয়েছিল। সেই কারণে মানসিক অত্যাচার করত ছেলেটি। আমার মেয়ের মোবাইলে আজেবাজে মেসেজ করত।'

আরও পড়ুন: নেপালের প্রথম বিমান হাইজ্যাক করেছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী সুশীলার স্বামী! সেটিতে ছিলেন এক জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী

এই বিষয়ে উজ্জ্বল সরেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন,'আগে উকিলের সঙ্গে কথা বলব।তারপর যা বলার সংবাদ মাধ্যমে বলব।' এই ঘটনা নিয়ে মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের এমএসভিপি ডাঃ প্রসেনজিৎ বর বলেন, 'ঘটনা জানা নেই। বিস্তারিত খোঁজ নিয়ে তারপর বলতে পারব।'

বৃহস্পতিবার রাতেই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ওই পড়ুয়ার দেহ। ঘটনায় তদন্ত চলছে। সেই ঘটনার পরদিনই ছাত্রীমৃত্যুর ঘটনা ঘটল মালদহে।