আজকাল ওয়েবডেস্ক: ফের রাতের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুন লাগল শিয়ালদহে প্রাচী সিনেমা হলের সামনে। ব্যস্ত অঞ্চলে একাধিক দোকানে আগুন লেগে গিয়েছে। ছড়িয়ে পড়ছে আগুন।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ব্রিজের ওপর থেকে হোসপাইপ দিয়ে জল ঢালা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।
প্রাথমিক অনুমান খাবারের দোকানের গ্যাসলিক হয়ে এই আগুন লেগেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ আগুন লেগেছে। প্রথমে ফুলের দোকানে আগুন লাগে। সেই আগুন তারপর আশপাশের খাবারের দোকানেও ছড়িয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশের এলাকা।
