শুক্রবার ২১ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল 'লক্ষীর ভান্ডার'। যা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা করতে লক্ষ্মীর ভান্ডারের ভাতা ১০০০ থেকে ১৫০০ আর ১২০০ থেকে ২০০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে বলে ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ।
উদয়ন গুহ কোচবিহার উত্তর বিধানসভার বাঁকালির মঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মী সভায় যান। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে তিনি বলেন,‘মন্ত্রী হিসেবে নয়। কোনও নেতা হিসেবে নয়। একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি। সেই কারনে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। ৫০০ টাকা থেকে যেই লক্ষীর ভান্ডার ১০০০টাকা হয়েছে এবং ১০০০ থেকে বেড়ে যেটা ১২০০ টাকা হয়েছে, সেটা আরও বাড়তে বেশি দিন লাগবে না। ওই ১০০০টাকা ১৫০০ টাকা হবে এবং ১২০০টাকা বেড়ে ২০০০ টাকা হবে। আপনাদের জন্য হবে। মায়েদের আঁচলে যেন টাকাটা যায়।’
উল্লেখ্য, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরপর তিনবার বিধানসভা ভোটে পরাজিত হয়েছে বিজেপির কাছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনেও কয়েক হাজার ভোটে পরাজিত হয়েছে তৃণমূল। তারপর থেকে ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাটি কামড়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচী করে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্য অনুযায়ী বিধানসভা ভিত্তিক কর্মী সভার অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন বিধানসভায়।
এদিন কোচবিহার উত্তর বিধানসভায় কর্মীসভায় আসেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি সেখানে মহিলাদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই লক্ষ্মীর ভান্ডার চালু করেন। যেটা প্রথমে ৫০০টাকা করে দেওয়া হত। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ টাকা থেকে ১০০০ আর ১০০০টাকা থেকে ১২০০ টাকা করা হবে। ১৯ এপ্রিল লোকসভা নির্বাচন হয়েছে। তার আগে ৫ এপ্রিল মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকল। কিন্তু ভোটের দিন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে টোটোয় গিয়ে অনেকে জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্ম ফুলে ভোট দিয়ে আসলেন।
কিন্তু লক্ষ্মীর ভান্ডার-এর টাকা যিনি দিলেন তাঁকে ভোট না দিয়ে এমন জায়গায় ভোট দিলেন যে সেই ভোটটাও নষ্ট হয়ে গেল। তাই যদি ভালো কিছু চান, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের নাতি নাতনির জন্য, তাহলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করুন। কোচবিহার উত্তর বিধানসভায় ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করান। তাতে মহিলাদের আর্থিক সহায়তা হবে।' মুখ্যমন্ত্রী সেটাই চান বলে জানান তিনি।
নানান খবর

নানান খবর

'আপনাদের মেয়েকে মেরে ফেলেছি', খুনের পর শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যু সংবাদ দিল স্বামী

ধূলাগড়ের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধর্ষণের পর কোপ, গলায় গামছার ফাঁস জড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

গৃহহীন মানুষের স্থায়ী আশ্রয়ের লক্ষ্য, চুঁচুড়া পুরসভায় এলাকায় পথ চলা শুরু 'নবজীবন'-এর

গাছ ভরে গিয়েছে মুকুলে, বেড়িয়েছে কুঁড়ি, 'আম আদমি'র ঘরে ঘরে এবছর কি সস্তায় আম?

উত্তর কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যুবকের, তদন্তে পুলিশ

‘পুজো বলতে জগদ্ধাত্রীকেই বুঝি’, বিশ্ববাংলা জগদ্ধাত্রী সম্মানে চন্দননগরের ভূয়সী প্রশংসায় ইন্দ্রনীল সেন

রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে

রক্তে ভাসছে চারপাশ, চা বাগানে উদ্ধার ম্যানেজারের দেহ

'চিলে কান নিয়ে গেছে', বাংলার প্রাচীন প্রবাদ যেন সত্যি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের এই গ্রামে

প্রথম মহিলা যাকে সাজা দেওয়া হল, জেলে থাকতে হবে পাঁচ বছর

পুলিশ পরিচয়ে বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর, মৃত গর্ভস্থ সন্তান, কর্মবিরতিতে বর্ধমান বার অ্যাসোসিয়েশন

অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

রাজ্যে আয়ুষ্মান ভারত হেল্থ কার্ডের নামে তোলা হচ্ছে টাকা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশকে খবর বাসিন্দাদের