সোমবার ২৪ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৫৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার কল্যাণীর রথতলার ২০ নম্বর ওয়ার্ডে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও থমথমে গোটা এলাকা। বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। হাসপাতালে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে। এদিন তাঁকে কল্যাণী মহাকুমা আদালতে তোলা হয়। ধৃত খোকন বিশ্বাসের বাড়ি থেকে প্রায় ১৫ কিলোগ্রাম বাজির তৈরির মশলা সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার দুপুরে ঘটনাস্থলে আসে চার সদস্যের ফরেনসিক টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছেন তাঁরা। আশেপাশের বাড়িগুলোতে তালা লাগানো হয়েছে। বিস্ফোরণের ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
এদিন ঘটনাস্থল ঘুরে যান ফরেনসিক বিশেষজ্ঞ দেবাশিস সাহা। তিনি জানান, নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাবে পাঠালে জানা যাবে কী ধরনের বিস্ফোরক ছিল এখানে। অন্যদিকে, কল্যাণী মর্গে ভিড় করেছেন মৃতদের পরিবারের লোকেরা। স্বজন হারিয়ে শোকে পাথর সকলেই। জানা গিয়েছে, যে কারখানায় ঘটনাটি ঘটেছে তার পাঁচিল ঘেঁষা বাড়িতে বাস করতেন মৃত দুর্গা সাহা। দুর্গা সাহার স্বামী পলাশ সাহা জানান, 'বাড়ির পাশে সামান্য রোজগারের আশায় কাজ করতেন দুর্গা। ভাবতেই পারিনি এমন কিছু ঘটে যাবে'।
কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে-র জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। অপরাধীর কঠিনতম শাস্তি চাই আমরা’। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় জানান, ‘এসপি অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এত বড় ঘটনা ঘটল। অথচ পুলিশ কিছু জানতে পারল না এটা সম্ভব নয়। পুঙ্খানুপুঙ্খ তদন্ত দরকার’। প্রসঙ্গত, স্থানীয়দের কথায়, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ যখন তাঁরা খেতে বসেছিলেন তখন আচমকাই এক বিকট আওয়াজে সবাই চমকে ওঠেন। বিস্ফোরণের অভিঘাতে কারখানার টিনের ছাদ উড়ে যায়। ছিটকে পড়েন সেইসময় কারখানার ভিতরে থাকা লোকজন। পোড়া গন্ধে ভরে যায় গোটা এলাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সকলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত হন নদিয়ার পুলিশ সুপার, কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাঁড়াল গ্রামের সর্দার পাড়ায় বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ঝলসে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছিল। এর আগে জুন মাসে মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামের একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ২০২৩ সালে দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ন’জনের প্রাণ গিয়েছিল। সেই বছরই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিনই বিস্ফোরণকাণ্ড ঘটেছিল।
নানান খবর

নানান খবর

ডন কোরাস ডে'তে শতাধিক পক্ষীপ্রেমী রেকর্ড করলেন পাখির ডাক

‘বিরাটকে বড্ড ভালবাসে, ওকে ক্ষমা করে দিক’, কোহলিকে প্রণাম করে গ্রেপ্তার হওয়ার পর আবেদন ঋতুপর্ণর মায়ের

জলাশয় ভরাটের বিরুদ্ধে আন্দোলনে সামিল উপ-পুরপ্রধান, নিজেই ভাঙলেন বেআইনি পাঁচিল

‘ধর্মের রাজনীতি ছাড়া কোনও ইস্যু নেই’, বিজেপিকে তীব্র কটাক্ষ রচনা ব্যানার্জির

ভিড় এড়াতে নয়া ব্যবস্থা, শিয়ালদা স্টেশনে এবার নয়া গেট, এইদিক দিয়ে এলে মিলবে বিশেষ সুবিধা

হাবড়ায় অর্ধনগ্ন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

'জলের অপচয় বন্ধ করুন', বিশ্ব জল দিবসে হুগলিতে বিশেষ অনুষ্ঠান

'সবাই শান্তিতে থাকবেন', লন্ডন উড়ে যাওয়ার আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রী মমতার

কিশোর মনে মোবাইলের কুপ্রভাব এবং জ্যোতির্বিজ্ঞান, হুগলির স্কুলে দুই দিনের বিশেষ কর্মশালা

বার্ড ফ্লু-আতঙ্ক, মুর্শিদাবাদে ইফতারের পাতে পড়ছে চিকেনের বদলে মাটনের পদ

ধস নেমে জল সরবরাহে বিপত্তি, সমস্যা সমাধানে বড় সিদ্ধান্ত হাওড়া পুরসভার

'আপনাদের মেয়েকে মেরে ফেলেছি', খুনের পর শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যু সংবাদ দিল স্বামী

ধূলাগড়ের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধর্ষণের পর কোপ, গলায় গামছার ফাঁস জড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

গৃহহীন মানুষের স্থায়ী আশ্রয়ের লক্ষ্য, চুঁচুড়া পুরসভায় এলাকায় পথ চলা শুরু 'নবজীবন'-এর

গাছ ভরে গিয়েছে মুকুলে, বেড়িয়েছে কুঁড়ি, 'আম আদমি'র ঘরে ঘরে এবছর কি সস্তায় আম?