সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৭Sumit Chakraborty
রিয়া পাত্র : বছর২০'র যুবক, ঘুরছেন বইমেলার চমক ম্যাসকটের সঙ্গে। এক সপ্তাহে এই ভিড়ের মাঝে হেঁটে যাওয়া কিছুটা আয়ত্ত করে ফেলেছেন। প্রায় একই সময়ে আজকাল-এর স্টলের দুই দরজায় স্থির মুখে দাঁড়িয়ে রয়েছেন দু' জন। একজনের বয়স ৩২, অন্যজনের কম বেশি ৩৬। দু' দিকে দাঁড়িয়ে সামলাচ্ছেন ভিড়। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের কিছুটা আগে, মাঠের একপাশে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বজিৎ, বয়স ৪৫।
একজন ক্রেতার হাতে বই দেখে তৎক্ষণাৎ ফোন করলেন ঘরে। ছেলে কোন বই কিনতে বলেছেন, জেনে নিলেন একবার। এরকম ছড়িয়ে ছিটিয়ে আরও অনেকজন। এঁদের অফিস আলাদা অনেকের, কারও আবার একই অফিস। কিন্তু এঁদের মিল? এরা বইমেলার নিরাপত্তারক্ষী হিসেবে ঠায় দাঁড়িয়ে থাকছেন ধূলোভরা মাঠে। বিশেষ এক সংস্থা, প্রতিবার একঝাঁক নিরাপত্তারক্ষী পাঠায়, বইমেলা প্রাঙ্গণের পরিস্থিতি নিয়ন্ত্রণে।
জানা গেল, মঙ্গলবার সন্ধেয় ওই সংস্থার অন্তত ১২০জন বিভিন্ন প্রান্ত সামলাচ্ছেন। অনেক স্টলেও নিরাপত্তারক্ষীরা থাকেন। সেক্ষেত্রে ওই স্টল নিজেদের দায়িত্বের নিরাপত্তারক্ষীদের আনেন মেলার কয়েকদিনের জন্য। কেউ দরজায় দাঁড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে দেখছেন। বইয়ের গন্ধের মাঝেই বিকেল পেরিয়ে সন্ধেকে রাতের দিকে যেতে দেখছেন।
সৌভিক কুন্ডু। বয়স ১৯। উচ্চ মাধ্যমিক দিয়েছেন গেল বছর। একটি সংস্থায় যুক্ত। সেই সংস্থা তাঁকে বইমেলায় পাঠিয়েছে নিরাপত্তারক্ষী হিসেবে। এর আগে বইমেলা আসেননি এমনটা নয়। এসেছেন বন্ধুদের সঙ্গে, হুল্লোড় করেছেন। কিন্তু এবার বইমেলা তাঁর রোজগারের জায়গা। কাজের মাঝে অন্যদের হুল্লোড় দেখছেন। কী কাজ করছেন? দিনের বেলা তাঁর দায়িত্ব থাকে ম্যাসকটদের সামনে নিয়ে ঘুরে বেড়ানো। ভিড়ের মাঝে তাদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া। রাতের বেলা নজর রাখতে হয় মেলায়।
ঠাকুরনগরের রাজ বাইন। হাতে আঁকড়ে ধরে রয়েছেন একটি প্যাকেট। বই আছে তাতে ।রোজের ডিউটির চাপে বাড়ি যাওয়া হয়ে উঠছে না তাঁর। একসপ্তাহ ডিউটি করে, উইকএন্ড, ছুটির দিনের ভিড় সামলে আজ রাতে বাড়ি ফিরবেন। নিয়ে যাবেন বইয়ের ওই প্যাকেট ।
কী আছে তাতে? আছে সেই বই, বাবার বইমেলায় ডিউটি থাকবে শুনেই মেয়ে যে বইয়ের কথা বারবার মেসেজে লিখে পাঠিয়েছে। সেই বই আঁকড়ে বাবা, এক সপ্তাহ পর মেয়েকে দেখলেই, তুলে দেবেন সেই বই। এটুকুই খুশি। তারপর আবার কাল ফিরে এসে, সামলাবেন স্টলের ভিড়।
#BookFair #BookFair2025 #security
বিশেষ খবর
নানান খবর
নানান খবর

বইমেলায় তুলনায় বিক্রি কম খাবারের? শেষ দিনে কারণ খুঁজল আজকাল ডট ইন...

২৭ লক্ষ মানুষের পদার্পণ মেলায়, বই বিক্রি ২৫ কোটির, ব্রাত্য বসু-অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘোষণা গিল্ডের...

ক্যামেরার কারিকুরি ছেড়ে এবার দু’মলাটের মাধ্যমে বইমেলায়, লেখক হিসাবে আত্মপ্রকাশ ‘মানিকবাবুর মেঘ’-এর পরিচালকের ...

'বই যাঁরা পড়ার তাঁরা ঠিক পড়বেন', মেলার শেষে বইয়ে সই করতে করতে শ্রীজাত বললেন......

'এত বড় বইমেলায় কোনও অপরাধমূলক ঘটনা ঘটেনি', সফল মেলা শেষে তুলে দেওয়া হল পুরস্কার...

শনিবার পর্যন্ত কত সংখ্যক মানুষ এসেছেন বইমেলায়? বই বিক্রিই বা কত হল? জানাল গিল্ড...

বই কিনলেই সিগারেটের প্যাকেট ফ্রি! আকর্ষণীয় অফারে থিকথিকে ভিড় কলকাতা বইমেলার এই স্টলে...

১৯৭২-এ পরিচয়, বইমেলায় নিয়ম করে রি-ইউনিয়ন করেন দুর্গাপুর কলেজের বন্ধুরা...

হাতে রইল দুই, বইমেলার শেষ শুক্রবার, অফিস ফেরত ভিড়ে করুণাময়ী সরগরম...

না থেকেও আছে বাংলাদেশ! ধানমন্ডির ধ্বংসলীলার দিনেও হুমায়ুন, ইলিয়াসের বই টেনে নিচ্ছেন পাঠক...

বাণিজ্যে বসতি বাঙালি, উদ্যোগপতিদের সেরা হয়ে ওঠার সাক্ষী থাকল কলকাতা বইমেলা...

হ্যামলিনের বইওয়ালা! করুণাময়ীর মেলার মাঠে গান-কবিতা হাতে স্বপ্ন ফেরী ইতিহাসের শিক্ষকের...

উদ্বোধন হল লিটারেচার ফেস্টিভ্যালের, সমরেশ মজুমদার স্মৃতি সম্মান পেলেন অঞ্জন দত্ত...

‘লিটল’-বিচ্ছেদে এখনও মনখারাপ, টেবিল থেকে স্টলে গিয়েও উজ্জ্বল অতীত ...

‘বয়স বাড়ছে, বাড়ছে নস্টালজিয়া’, পুরনো স্মৃতি আঁকড়ে আজকাল–এ রঞ্জন বন্দ্যোপাধ্যায়...

‘করুণাময়ী এলাম অ্যাপ দেখে, মেলাও হাঁটছি অ্যাপ দেখে’, ম্যাপের দিন পেরিয়ে কী বলছেন বইপ্রেমীরা? ...