শনিবার ২২ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: কনকনে হাওয়া বদলে যাচ্ছে মৃদুমন্দ বাতাসে। কুয়াশা ঘেরা সকাল-সন্ধে পেরিয়ে বাড়ছে উষ্ণতার পরশ। মিঠে রোদেও বাড়ছে ঝলমলানি। শীতের পালা চুকল বলে। দরজার ওপারে অপেক্ষায় কুহুতানের ঋতু।
গুটিসুটি বসে থাকার দিন পেরিয়ে রঙে-উজ্জ্বলতায় উচ্ছল হয়ে ওঠার কাল সমাগত। তবু বসন্ত পাকাপাকি ভাবে আসার সময় হয়নি কিন্তু এখনও। শীতের শিরশিরানিই সে কথা বলছে। ঋতুবদলের এসময়টায় সাজগোজ কিংবা রূপচর্চাতেও তাই এই পাল্টে যাওয়ার পথটুকু ধরে হাঁটাই ভাল।
সন্ধি-ঋতুর ফ্যাশন
কখনও ঠান্ডা লাগছে, কখনও গরম। কখনও মনে হয়, সোয়েটার তুলে দেওয়া যাক বাক্সবন্দি করে। কখনও আবার আলগা কিছু জড়িয়ে রাখতেই আরাম। এই সময়টায় বরং হাতের কাছে থাক একেবারে হাল্কা কিছু শীত পোশাক। একেবারে পাতলা কার্ডিগান, হালকা উলেন টপ, জাম্পার কিংবা হাল্কা হুডি আর রংবেরঙের স্কার্ফ।
পাতলা উলের টপের সঙ্গে শীতের ভারী ট্রাউজার্স নয়, এবার বরং বেছে নিন হাল্কা স্কার্ট বা পালাজো। জিন্স বা কেপ্রির সঙ্গে একটা হাল্কা হুডিতে টইটই হোক এদিক সেদিক। শাড়ি পরছেন? ব্লাউজটা বরং হাইনেক থাক? পাতলা টপের উপরে একটা হাল্কা কার্ডিগান বা পাতলা জিন্সের জ্যাকেটে থাক শিরশিরানি শীতের আরাম। হালকা সলিড কালার হাইনেক পুলওভারটাই থাক টপের বদলে। তার উপরে রংচঙে একটা স্কার্ফ বা স্টোল। পাল্টা হাওয়ার এ সময়টায় হাল্কা লেয়ার্ড সাজই কিন্তু মানানসই। গরমও লাগবে না তেমন। আবার হুট করে ঠান্ডা লেগে শরীর বিগড়োনোর ভয়টাও নেই।
তবে শীত থেকে বসন্তে পা রাখার দিনগুলোয় বরং বদলে যাক রংয়ের পছন্দে। শীতের ফ্যাশন মানেই গাঢ় রংয়ের আধিক্য। লাল, কালো, ঘন নীল, বার্গান্ডি, বাদামী, খয়েরিদের ভিড় পোশাক থেকে জুতোয়। সেখানে বসন্ত মানে তো হলুদ, কমলা, সবুজ— মানে একরাশ উজ্জ্বল রং আর প্যাস্টেল শেড। মাঝের এই সন্ধিক্ষণের মরশুমে তাই বেছে নিতে পারেন মাঝ বরাবর রং। খয়েরির বদলে থাক ক্রিম বা বেজরঙা সোয়েটার। গাঢ় লালের বদলে হাল্কা লাল, ঘন নীল বা গাঢ় বেগুনির বদলে লাইল্যাক বা গোলাপী ঘেঁষা শেড। জুতোরও ভোল বদল হোক গাঢ় বাদামী বা কালো থেকে ক্রিম, সাদা বা হাল্কা রঙের দিকে। সাজের রং বদলেই ধরা থাক সন্ধি ঋতুর স্বাদ।
ঋতুবদলে ত্বকের যত্ন
আবহাওয়ার বদলের সঙ্গে ত্বক কিন্তু নিজের মতো করে নিজেকে মানিয়ে নেন মরসুমি আদলে। শীতের যত্ন আর বসন্তের যত্নে খানিকটা ফারাক থাকেই। মাঝের সময়টায় তাই রূপচর্চার রুটিনেও যে একটু একটু করে বদল আনতে হবে, তাতে আর সন্দেহ কী!
তাপমাত্রা বাড়ছে। তবু বাতাসে এখনও শিরশিরানি। এখনও টান ধরছে ত্বকে। তবে আগের মতো নয়। শীতের ভারী ময়শ্চারাইজার বা ক্রিম সরিয়ে এবার ড্রেসিং টেবিলে আসুক হাল্কা ময়শ্চারাইজার। এ সময়টায় আস্তে আস্তে ত্বকে ফিরতে থাকে ন্যাচারাল অয়েলের পরত। তাই ভারী ক্রিম বা ময়শ্চারাইজার না হলেও চলে। তবে শীতের খসখসে ভাব আর মরা কোষের পরত ত্বক থেকে পুরোপুরি বিদায় করতে চাইলে হাল্কা এক্সফোলিয়েশনের পথে হাঁটতেই পারেন। ঘরোয়া উপায়ে ভরসা রাখা যায়। দরকারে পার্লারেও ঘুরে আসুন না একবার।
বসন্তের দিনগুলোর মিঠে আবহাওয়ায় বাইরে ঘোরাঘুরি বেশিই হয়। তাই এসময়টায় ত্বকের যত্নে অ্যান্টি অক্সিড্যান্ট রাখতে ভুলবেন না। সকালে বেরোনোর আগে অ্যান্টি অক্সিড্যান্ট-যুক্ত সেরাম বা ক্রিম এই মরশুমে খুব উপযোগী। ব্যবহার করতে পারেন ভিটামিন সি-তে ভরপুর ক্রিম, লোশন বা ময়শ্চারাইজার। আর অবশ্যই ডায়েটে থাক মরশুমি ফলের ভিটামিন সি। দেখুন না কেমন জেল্লা ফেরে!
আর একটা কথা মাথায় রাখা জরুরি। এখনকার দিনে তাপমাত্রা বাড়তে শুরু করলেই রোদের ঝাঁঝও বাড়তে থাকে পাল্লা দিয়ে। তাই দিনের বেলা বেরোলে সানস্ক্রিন মাখার কথা অবশ্যই মাথায় রাখুন।
পাল্টা হাওয়ায় চুলের যত্ন
শীতের দিনগুলোয় চুলও আর্দ্রতা হারিয়ে রুক্ষ, শুষ্ক হয়ে পড়ে। বসন্তে তাতে আবার প্রাণের ছোঁয়া ফেরে একটু একটু করে। শীতের দিনগুলোয় যেভাবে চুলের যত্ন নিয়েছেন, বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে, তাতেও বদল আনতে হবে একটু একটু করে।
শুরু করুন চুলের স্বাস্থ্য পরীক্ষায়। দেখে নিন শীতের শুকনো আবহাওয়া কতটা আর্দ্রতা কেড়ে রুক্ষ করে তুলেছে তাকে, কতটা ফেটেছে চুলের ডগা, বা গোড়া দুর্বল হয়ে কতটা চুল ঝরেছে।
এবার স্প্রিং ক্লিনিংয়ের পালা। ভাল করে স্ক্যাল্প পরিষ্কার করুন। তার স্বাস্থ্য ফেরান। শীতে চুলের আর্দ্রতা বজায় রাখতে ভারী শ্যাম্পু বা হেয়ার মাস্ক ব্যবহার করে থাকলে এবার তাদের সরিয়ে ফেলার পালা। বদলে বেছে নিন আপনার চুলের ধরনের মানানসই হাল্কা শ্যাম্পু বা কন্ডিশনার। তবে চুলে আর্দ্রতা ধরে রাখার উপকরণগুলোকে একেবারে বাদ দিয়ে দেবেন না। হাল্কা তেল বা হেয়ার ময়শ্চারাইজার প্রোডাক্ট এসময়টায় আপনার চুলে স্বাস্থ্যোজ্জ্বল ভাব ফিরিয়ে আনবে।
এবার আস্তে আস্তে বাতাসেও আর্দ্রতা বাড়বে, বাড়বে রোদের তাত। ঘেমে যাওয়া, রোদের ক্ষতিকর ইউভি রশ্মির সংস্পর্শে আসা, নোনা জলে ভেজার মতো পরিস্থিতি থেকে আপনার সাধের চুলগুলোকে রক্ষা করুন। বিনুনি, পনিটেল, উঁচু করে বাঁধা হেয়ারস্টাইলে ভরসা রাখুন আবার।
শীত পেরিয়ে বসন্তে যেতে যেতে বদলে যাবে চারপাশের চেহারা। সেই সঙ্গে একটু একটু করে বদলে যাক আপনার সাজগোজ, যত্নের রুটিন। ঝকঝকে ত্বক, ঝলমলে চুল আর পোশাকে রঙের ছোঁয়া। পাল্টে যাওয়া আপনাকে দেখেই লোকে বলুক না, বসন্ত এসে গেছে!
নানান খবর

নানান খবর

আপনার রান্নার মশলায় ভেজাল নেই তো? এই সব সহজ উপায়ে পরীক্ষা করে নিলে ঠকবেন না

পান থেকে চুন খসলেই মেজাজ হারান? কী কারণে এমন হয় জানেন? সহজ এই কটি কৌশলেই কমবে রাগ

মুগ-মুসুর নাকি অন্য ডালে সবচেয়ে বেশি প্রোটিন? জেনে নিয়ে খেলেই মিলবে আসল উপকার

কোন বয়সে কত ব্লাড সুগার থাকা উচিত? জানুন ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে কখন সতর্ক হবেন

১২ বছর পর মঙ্গলের ঘরে শুক্র! ৩ রাশির জীবনে টাকার ফোয়ারা, রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ আসবে কাদের?

এক বাটিতেই কামাল! নিয়মিত ডিনারে খান সুস্বাদু পালং মাশরুম স্যুপ, চটজলদি কমবে ওজন

বয়স বাড়লেও উঁকি দেবে না সাদা চুল! এই ম্যাজিক তেলেই লুকিয়ে ঝলমলে চুলের রহস্য

সাবধান! নিয়মিত এই সব খাবার খেলে বাড়বে ক্যানসারের ঝুঁকি, সতর্ক না হলেই বিপদ

গ্যাসের বার্নারে এই রঙের আগুন জ্বললেই মহাবিপদ ঘটে যেতে পারে! কোন রঙের আগুন কোন রঙের প্রতীক?

মাঝ-বসন্তেই গ্রীষ্মের চোখরাঙানি, কীভাবে ফিউশনের ছোঁয়ায় ঘরোয়া সাজে হবেন নজরকাড়া?

মহিলারা কোন কোন স্কিমে বিনিয়োগ করতে পারেন? রইল হদিশ

কাঁচা হলুদের সঙ্গে এই মশলার যুগলবন্দিতে বদলে যাবে জীবন! সকালে নিয়মিত খেলে থাকবেন নীরোগ

নিয়মিত ঋতুস্রাব হয় না? মুঠো মুঠো ওষুধ ছাড়ুন, এই ঘরোয়া পানীয়তে চুমুক দিলেই মিলবে সমাধান

রোগ-ভোগ লেগেই থাকে? শরীরকে 'ডিটক্স' করুন রোজ সকালে, এক গ্লাস জলের সঙ্গে মেশাতে হবে দু'টি মাত্র উপাদান

এক টিফিন রোজ রোজ ভাল লাগে না সন্তানের? স্বাদবদল করতে বানিয়ে দিন পুষ্টিকর মেদু বড়া