আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়ি মানেই চেনা গন্ডির বাইরে কিছু না কিছু হবেই—তবে এমনটা হবে, কে ভেবেছিল! ঘটনাস্থল বিহারের একটি গ্রাম। নাতনির বিয়ে, চারপাশে ঢাক-ঢোল, ফটাফট ফটোগ্রাফার, গায়ে হলুদের গন্ধ এখনো বাতাসে। সেই সময় এল ‘মহামুহূর্ত’। মাথায় লজ্জাবস্ত্র, বউঠান তৈরি, বর মন্ত্রপূর্বক সিঁদুর হাতে তুলে নিয়েছেন... এমন সময় ঘটে গেল "দাদুবিদ্যান"!

নিজেকে হয়তো ‘উপবিত বাবা’ ভাবতে ভাবতেই বরকে ঠেলে দিয়ে সিঁদুরটা প্রায় ছিনিয়েই নিয়ে নাতনির সিঁথিতে টোকা দেন দাদু। এক মুহূর্তের জন্য থেমে যায় ক্যামেরা, বন্ধ হয় শঙ্খ, চুপ হয়ে যায় বাড়ির বউরা। হঠাৎই নাতনি মুখ তুলে রীতিমতো ধমক! বললেন, “দাদু! এ কী করছো তুমি?”

হতবাক বর, লজ্জায় ফুঁসছেন কনে, হেসে গড়িয়ে পড়ছেন পাড়া-পড়শিরা। কেউ বলছেন, “দাদুর অনেক দিনের ইচ্ছে ছিল হয়তো!” তো কেউ আবার বলছেন, “বউমাকে সিঁদুর পরাতে না পারার দুঃখে নাতনিকে পরালেন!” স্থানীয় পঞ্চায়েত প্রধানও বলেছেন, “দাদু একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন। তবে এখন সব শান্ত।”

শেষমেশ, বর-কনে তো বিয়েই সেরেছেন। আর দাদুর সিঁদুর কাণ্ড? সেটা এখন সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড!